1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনায় চরম দারিদ্র্য ৬০ শতাংশ বেড়েছে

১০ এপ্রিল ২০২০

করোনার প্রভাবে বাংলাদেশের নিম্নবিত্তের আয় ৭৫ ভাগ কমেছে, চরম দারিদ্র্যের হার বেড়েছে৷ বাংলাদেশের এনজিও ব্র্যাকের এক জরিপে এমন তথ্য উঠে এসেছে৷

ছবি: DW/H. U. R. Swapan

নিম্নআয়ের মানুষের উপর করোনা ভাইরাসের প্রভাব কতটা পড়েছে তা জানতে দুই হাজার ৬৭৫ জনের উপর একটি জরিপ চালিয়েছে ব্র্যাক৷ করোনার প্রকোপ শুরুর আগে জরিপে অংশ নেয়াদের গড় পারিবারিক আয় ছিল ১৪ হাজার ৫৯৯ টাকা৷ মার্চে তা নেমে এসেছে তিন হাজার ৭৪২ টাকায়৷ অর্থাৎ, তাদের গড় আয় ৭৫ ভাগ কমে গেছে৷

আয়ের ভিত্তিতে জরিপে অংশগ্রহণকারীদের ৮৯ ভাগই চরম বা হতদরিদ্র্যের স্তরে নেমে গেছেন৷ এ কারণে আগের তুলনায় চরম দারিদ্র্যের সংখ্যা ৬০ ভাগ বৃদ্ধি পেয়েছে৷

করোনা ভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশের সরকার প্রথম দফায় ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে৷ তা এখন ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে৷ বন্ধ করে দেয়া হয়েছে যান চলাচল৷ বিভিন্ন এলাকাকে লকডাউনের আওতায়ও আনা হয়৷ এসব কারণে দিনমজুর, শ্রমিক থেকে শুরু করে নিম্নবিত্তরা আর্থিকভাবে চরম সংকটে পড়েছেন৷ 

৬৪ টি জেলায় চালানো ব্র্যাকের জরিপ অনুযায়ী, তাদের ৭২ শতাংশের কাজ কমে গেছে, নয়তো তারা আয়ের সুযোগ হারিয়েছেন৷ আট ভাগের কাজ থাকলেও মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন৷

ব্র্যাকের জরিপ চলাকালীন ১৪ ভাগ মানুষের ঘরে কোনো খাবার ছিল না৷ ২৯ ভাগের ঘরে ছিল এক থেকে তিন দিনের খাবার৷ সরকারের জরুরি ত্রান পৌঁছেছে মাত্র চার শতাংশ মানুষের কাছে৷

এমন অবস্থায় যারা গ্রামে ফিরে গেছেন, তাদের কাছে দ্রুত খাদ্য পৌছানোর সুপারিশ করেছে ব্র্যাক৷ সেই সঙ্গে কৃষক যাতে ফসলের সঠিক দাম পায় সেজন্য আগাম ধান ক্রয় অভিযানের পরামর্শ দিয়েছে সংস্থাটি৷

এফএস/এসিবি

২০ মার্চের ছবিঘর দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ