গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ সংক্রমিত ৫০৩ জনকে শনাক্ত করা হয়েছে৷ মারা গেছেন চারজন৷ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়েছে৷
বিজ্ঞাপন
এখন পর্যন্ত বাংলাদেশে শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৬৮৯ জনে৷ আর প্রাণ হারিয়েছেন ১৩১ জন৷
এর আগে বাংলাদেশে একদিনে সর্বোচ্চ ৪৯২ জনকে করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত করা হয়েছিল গত ২০ এপ্রিল৷
ব্রিফিংয়ে জানানো হয়, নতুন করে চারজন রোগী করোনা মুক্ত হয়েছেন৷ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১২ জন৷
গত ২৪ ঘণ্টায় মোট তিন হাজার ৬৮৬ নমুনা পরীক্ষা করা হয়েছে৷ এ পর্যন্ত পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৭৭৬ জনে৷
এফএস/এসিবি
করোনায় গৃহহীনরা যেমন আছেন
করোনার সময়ে বিশ্বের বিভিন্ন দেশের গৃহহীনরা কেমন আছেন, জানা যাবে এই ছবিঘরে।