1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনায় না ডরে জার্মান তারুণ্য

২৪ আগস্ট ২০২০

মুখে নেই মাস্ক, নেই সামাজিক দূরত্ব – ঠিক এভাবেই একদল তরুণ গ্রীষ্মের মধ্যরাতে বার্লিনের বারে বসে আনন্দ উল্লাস করে বিয়ার পান করছে৷ তরুণদের কি করোনার ভয় নেই? এরই উত্তর খুঁজতে বার্লিন গিয়েছিলেন ডয়চে ভেলের টোমাস স্পারো৷

ছবি: DW/T. Sparrow

গ্রীষ্মের গরম আবহাওয়ায় বার্লিনের বারে বাভারিয়ার একদল তরুণ পর্যটক কাঠের বেঞ্চে কাছাকাছি বসে হৈচৈ করছে আর বিয়ার পান করছে৷ ঠিক যেন অন্যান্য বছরের গ্রীষ্মের মতোই এক স্বাভাবিক দৃশ্য৷ করোনা ভাইরাসের কারণে গ্রামের বারগুলো বন্ধ থাকায় এই তরুণরা আনন্দ করতে চলে এসেছে রাজধানী বার্লিনে৷ করোনা সংক্রমণের ভয় নেই কিনা  জানতে চাওয়া হলে তরুণদের একজন উত্তর দেয়, করোনাকে একদমই ভয় করে না সে৷ সাথে সাথে অন্য বন্ধুরাও সুর মিলিয়ে বলে ‘‘করোনার ভয়ে আমরা ভীত নই, আমরা তরুণ এবং সুস্বাস্থ্যের অধিকারী৷’’

কিছু কিছু জায়গায় অতিরিক্ত পার্টি করার কারণে করোনা সংক্রমণ বাড়ছে বলায় তরুণদের একজন বলে ওঠে, ওর মতে এটা ‘ভিত্তিহীন’ আরেক বন্ধু লাফিয়ে ওঠে বলে এটা ‘‘শুধুই জল্পনা -কল্পনা৷’’

গত কয়েক মাস যাবত বার্লিনের নাইটক্লাবগুলো বন্ধ ছিল, বার্লিনবাসী এবং পর্যটকরা কিন্তু করোনাকালীন আনন্দের জন্য অন্যান্য পথ ঠিকই খুঁজে বের করেছে৷ বার এবং রেস্তোরাঁগুলোতে প্রায় সবসময়ই মানুষ থাকে বিশেষকরে বাইরে বসার জায়গাগুলোতে৷ তবে বার বা রেস্তোরাঁ কর্তৃপক্ষ খুব ভালো করেই জানে যে মদ্য পান বা পার্টিতে কখনোই সামাজিক দূরত্ব মেনে চলা সম্ভব নয় এবং পরবর্তীতে তা জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে৷

সাম্প্রতিককালে জার্মানিতে করোনা সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে৷ এর কারণ হিসেবে করোনা নিয়ে মানুষের অবহেলাকেই আংশিকভাবে দায়ী করছেন জনস্বাস্থ্য কর্মকর্তারা৷ জার্মান জনস্বাস্থ্য ইন্সটিটিউটের হিসেবে করোনায় নতুন সংক্রমিতদের গড় বয়স ৩২ আর কয়েকমাসে আগে জার্মানিতে এই হিসেব ছিলো ৫২ বছর৷ আর বার্লিনে সংক্রমিতদের গড় বয়স ৩০ থেকে ৩৯৷

পরিসংখ্যান বলছে বর্তমান সংক্রমিতদের কেউ কেউ ছুটি কাটিয়ে ফেরত এসেছে, কিংবা পার্টি করার পর সংক্রমিত হয়েছে৷ এতে স্পষ্টই বোঝা যায় যে তারা করোনার বিধিনিষেধ মানেনি৷ বার্লিনের মধ্যাঞ্চলের মেয়র স্টেফান ফন ডাসেল বলেন এসব কথা৷

তাছাড়া বায়ার্ন মিউনিখ এবং বার্সেলোনার মধ্যে সাম্প্রতিক চ্যাম্পিয়নস লিগ ফুটবল ম্যাচ চলাকালীন সময়ে একটিমাত্র বারেই ফুটবল ফ্যানদের মধ্যে ৮০ জন করোনার বিধিনিষেধ ভঙ্গ করেছে৷

টোমাস স্পারো/এনএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ