চারজন প্লেয়ার, বোলিং কোচ, দুই জন গ্রাউন্ড স্টাফ করোনায় আক্রান্ত হওয়ার পর আইপিএল স্থগিত রাখা হলো।
বিজ্ঞাপন
আইপিএল আপাতত স্থগিত। ভারতের অতি জনপ্রিয় এই ক্রিকেট টুর্নামেন্টে অন্ততপক্ষে চারজন প্লেয়ার, একজন বোলিং কোচ ও দুই জন গ্রাউন্ড স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। তারপরেই চারটি টিমকে নিভৃতবাসে পাঠিয়ে দেয়া হয়েছে। সেই সঙ্গে ঘোষণা করা হয়েছে, আইপিএল স্থগিত রাখা হলো। ক্রিকেট বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্ল আইপিএল স্থগিত রাখার কথা জানিয়েছেন। এবার আইপিএলের ২০টি ম্যাচ হয়েছিল। ৩১টি ম্যাচ বাকি ছিল।
প্রথমে কলকাতার দুই ক্রিকেটার বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়র করোনায় আক্রান্ত হন। কেকেআরের পরের খেলা ছিল বেঙ্গালুরুর বিরুদ্ধে। বিরাট কোহলিরা খেলতে চাননি। বোর্ডও ম্যাচ বাতিল করে দেয়। কেকেআরের সব প্লেয়ারকে নিভৃতবাসে পাঠানো হয়। এরপর করোনায় আক্রান্ত হন চেন্নাইয়ের কোচ বালাজি। টিমের দুই জন গ্রাউন্ড স্টাফও আক্রান্ত। মঙ্গলবার হায়দরাবাদের দুই ক্রিকেটার অমিত মিশ্র ও ঋদ্ধিমান সাহার করোনা আক্রান্ত হওয়ার খবর আসে।
এরপর বোর্ড আর কোনো ঝুঁকি নেয়নি। আইপিএল স্থগিত করে দেয়া হয়। মঙ্গলবার সকালেও তারা সব ম্যাচ মুম্বইতে খেলিয়ে আইপিএল চালিয়ে যাওয়ার কথা ভাবছিল।
আইপিএলের নিলামে কোন ক্রিকেটারের কত দাম
২০২১ সালের আইপিএল নিলামেও ছিল টান টান উত্তেজনা। সাকিব খেলবেন কলকাতা নাইট রাইডার্সে।
ছবি: Getty Images/AFP/S. Sukumar
সবচেয়ে দামি
দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিস যে নিলামে চমক দেবেন তা আগে ভাবা যায়নি। মরিসই সবচেয়ে দামি ক্রিকেটার হলেন। ১৬ কোটি ২৫ লাখ টাকা দিয়ে রাজস্থান রয়্যালস কিনল তাকে। তাদের সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের দীর্ঘক্ষণ দরাদরি চলে। গত আইপিএলে বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন মরিস। ছবিতে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নেয়ার পর ক্রিস মরিসের উচ্ছ্বাস।
ছবি: Getty Images/AFP/L. Parnaby
সাকিব আবার নাইট রাইডার্সে
বাংলাদেশের সাকিব আল হাসান আবার কলকাতা নাইট রাইডার্সে খেলবেন। তিন কোটি ২০ লাখ টাকায় সাকিবকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স।
ছবি: Munir Uz zaman/AFP
রাজস্থান রয়্যালসে মুস্তাফিজুর
বাংলাদেশের আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কিনল রাজস্থান রয়্যালস। এক কোটি টাকা দিয়ে ফিজকে কিনেছে তারা।
ছবি: Getty Images/A. Davidson
গ্লেন ম্যাক্সওয়েল বেঙ্গালুরুতে
গ্লেন ম্যাক্সওয়েলকে নিতে যে বেশ কয়েকটি দল ঝাঁপাবে, তা প্রত্যাশিত ছিল। বাস্তবে হলোও তাই। শেষ পর্যন্ত বেঙ্গালুরু তাঁকে ১৪ কোটি ২৫ লাখ টাকা দিয়ে কিনে নিল।
ছবি: Imago Images/Colorsport/A. Western
স্টিভ স্মিথের দাম উঠল না
অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টিভ স্মিথের দাম বেশি উঠল না। তাঁর বেস প্রাইস ছিল দুই কোটি। তাঁকে দুই কোটি ২০ লাখ টাকায় কিনে নিয়েছে দিল্লি।
ছবি: Getty Images/AFP/L. Parnaby
ভালো দাম পেলেন যাঁরা
ইংল্যান্ডের ক্রিকেটার মইন আলিকে চেন্নাই সুপার কিংস কিনেছে সাত কোটি টাকা দিয়ে। একটাও আইপিএল ম্যাচ না খেলা কৃষ্ণাপ্পা গৌতমকে চেন্নাই কিনেছে নয় কোটি ২৫ লাখ টাকা দিয়ে। এটা একটা রেকর্ড। কিংস ইলেভেন পাঞ্জাব আবার রিচার্ডসনকে কিনেছে ১৪ কোটি দিয়ে। কাইল জেমিসনকে বেঙ্গালুরু কিনেছে ১৪ কোটি টাকায়।
ছবি: Reuters/P. Childs
হরভজন কলকাতায়, পূজারা চেন্নাইতে
হরভজন সিং-কে কিনল কলকাতা নাইট রাইডার্স। ২ কোটি টাকা দিয়ে। আর ৫০ লাখে চেতেশ্বর পূজারাকে কিনল চেন্নাই। বেশ কয়েক বছর পর পূজারাকে আবার আইপিএলে দেখা যাবে।
ছবি: AP
যাঁরা দল পেলেন
পীযূষ চাওলা দল পেলেন। তাঁকে দুই কোটি ৪০ লাখে কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স। শচিনের ছেলে অর্জুন টেন্ডুলকরকেও ২০ লাখ টাকায় কিনেছে তারা। উমেশ যাদবকে দিল্লি কিনেছে এক কোটি টাকায়।
ছবি: AP
যাঁদের কিনল না কোনো দল
নিলামে অনেক ক্রিকেটারকেই কোনো দল কিনল না। যেমন, অ্যারন ফিঞ্চ। অস্ট্রেলিয়ায় টেস্ট ক্রিকেটে অসাধারণ লড়াই করে হার বাঁচানো ভারতীয় ক্রিকেটার হনুমা বিহারীও দল পাননি। কুশল পেরেরা, শন মার্শ, ড্যারেন ব্রাভো, ম্যাথু ওয়েড সহ প্রচুর ক্রিকেটারকে নিয়ে কোনো দল উৎসাহ দেখায়নি। ছবিতে ফিঞ্চকে দেখা যাচ্ছে৷
ছবি: Getty Images/AFP/S. Khan
9 ছবি1 | 9
কেকেআরের তরফে বেঙ্কি মাইসোর জানিয়েছেন, ''বরুণ ও সন্দীপ দুজনেই সুস্থ হয়ে উঠছেন। দলের চিকিৎসকরা তাদের দেখছেন। সন্দীপের জ্বর ছেড়ে গেছে। বরুণের উপসর্গ আছে।'' কলকাতা শেষ ম্যাচ খেলেছিল দিল্লির বিরুদ্ধে। তাই দিল্লির প্লেয়ারদেরও নিভৃতবাসে রাখা হয়েছে।
সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাইয়ের প্লেয়ারদেরও নিভৃতবাসে রাখা হয়েছে।
ভারতে করনার দ্বিতীয় ঢেউ প্রবল হওয়ার পরই আইপিএল বাতিলের দাবি উঠেছিল। কিন্তু বোর্ডের যুক্তি ছিল, জৈব সুরক্ষা বলয়ের মধ্যে আইপিএল হচ্ছে। এভাবেই এর আগে ইংল্যান্ডের সঙ্গে ম্যাচগুলিও হয়েছিল। ফলে কোনো অসুবিধা হবে না। আইপিএল গভর্নিং কাউন্সিল ম্যাচগুলিকে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিল। তাতেও বোর্ড সায় দেয়নি। কিন্তু শেষ পর্যন্ত প্লেয়াররা আক্রান্ত হওয়ায় বোর্ড তা স্থগিত করে দিল।