করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম একজন চিকিৎসক মারা গেছেন৷ তিনি সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ছিলেন৷
বিজ্ঞাপন
বুধবার সকাল পৌনে সাতটায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান৷ বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির উপপরিচালক লেফটেন্যান্ট কর্নেল এবিএম বেলায়েত হোসেন৷ তিনি বলেন, ‘‘কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে তিনি (সিলেটের চিকিৎসক) আমাদের এখানে এসেছিলেন৷ গত তিন দিন তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল৷ রেসপিরেটরি ফেইলিওরের কারণে আজ তার মৃত্যু হয়৷’’
গত ৫ এপ্রিল তার করোনা সংক্রমণ নিশ্চিত হওয়া যায়৷ সিলেটে নিজ বাসায় তিনি ‘আইসোলেশনে’ ছিলেন৷ ৭ এপ্রিল তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়৷ অবস্থার অবনতি হলে পরদিন বিকালে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়৷
কীভাবে তিনি সংক্রমিত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি৷ ওসমানী মেডিকেলের এই সহকারী অধ্যাপক সিলেটের ইবনে সিনা হাসপাতালেও নিয়মিত রোগী দেখতেন বলে জানা গেছে৷ তার বয়স ছিল প্রায় ৫০ বছর৷
এফএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
যারা বাঁচিয়ে রাখছেন তাদের ধন্যবাদ
তারা না থাকলে বিনা চিকিৎসায় মারা যেতো অনেক বেশি মানুষ৷ করোনার কারণে ঘরবন্দি জীবনও হয়ে যেতো অচল৷ সারা বিশ্ব ধন্যবাদ জানাচ্ছে তাদের৷ দেখুন ছবি ঘরে...
ছবি: Reuters/H. McKay
ভবনজুড়ে ধন্য ধন্য
ব্রাজিলের সাও পাওলোর একটি ভবন৷ ভবনজুড়ে লেখা, সংহতি, সহানুভূতি, সহমর্মিতা, ঐক্য এবং স্নেহ৷ এসবই দেশের সব নার্স, ডাক্তার এবং পরিচ্ছন্নতাকর্মীদের জন্য লেখা৷
খুব বড় অক্ষরে ধন্যবাদও জানানো হয়েছে তাদের
ছবি: Reuters/A. Perobelli
চিকিৎসাকর্মীদের ধন্যবাদ
করোন ভাইরাসের কবলে যুক্তরাষ্ট্রও বিপর্যস্ত৷ নিউ ইয়র্কের এক হাসপাতালে সংক্রমিতদের বাঁচানোর জন্য দিনরাত কাজ করছেন ডাক্তার-নার্সরা৷ বিশাল অক্ষরে তাদের ধন্যবাদ জানাচ্ছেন এক নিউইয়র্কবাসী৷
ছবি: Reuters/A. Kelly
কৃতজ্ঞ পাব
কদিন আগেও নিউইয়র্কের উইন্টার বিয়ার নামের পাবটির বাইরে লেখা থাকতো মেনু, খোলার সময় আর বন্ধের সময়৷ এখন সেই বোর্ড জুড়ে শুধু ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মীদের ধন্যবাদ জানানোর বার্তা৷
ছবি: Reuters/A. Couldridge
'গুরুত্বপূর্ণ' কর্মীদের ধন্যবাদ
সমাজে ডাক্তার-নার্সদের গুরুত্ব কে না বোঝে৷ তবে পরিচ্ছন্নতাকর্মী, মুদি বা ঔষধের দোকানদার, কিংবা নিরাপত্তাকর্মীদের গুরুত্বের কথা স্বাভাবিক সময়ে ক''জনইবা মনে রাখে৷ করোনা সংকটের সময় তাদের গুরুত্ব খুব উপলব্ধি করছে সবাই৷ বৃটেনের ম্যানচেস্টার শহরের এক রাস্তায় তাদের ধন্যবাদ জানানো ব্যানার৷
ছবি: Reuters/P. Noble
নীল 'লন্ডন আই'
বৃটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মীদের প্রতি সমর্থন ও কৃতজ্ঞতা জানাতে নীল রঙে সেজেছে লন্ডন আই৷
ছবি: Reuters/H. McKay
কিশোরীর কৃতজ্ঞতা
বৃটেনের হাই উইকম্ব শহরের এক দেয়ালে লিখেকরোনার বিরুদ্ধে যারা সামনে থেকে লড়ছেন, তাদের ধন্যবাদ জানাচ্ছে এক কিশোরী৷
ছবি: Reuters/E. Keogh
মুম্বাইয়ের ধন্যবাদ
হাততালি দিয়ে, থালাবাসন বাজিয়ে আর পতাকা নেড়ে করোনার বিরুদ্ধে লড়াইরত অগ্রসৈনিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে ভারতের মুম্বাইয়ের এক ভবনের মানুষ৷
ছবি: Reuters/F. Mascarenhas
যারা যত্ন নাও...
প্যারিসের এক বাড়ির ব্যালকনিতে সাদা কাপড়ে লেখা, ‘‘যারা আমাদের যত্ন নাও, তাদের অনেক ধন্যবাদ’’
ছবি: Reuters/B. Tessier
'তোমাদের জন্য হাততালি'
তখন সুইজারল্যান্ডের রাজধানী জুরিখ হাততালি দিয়ে করোনা-সংকটের সময়ও যারা দায়িত্ব পালন করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে৷ এক নারীও যোগ দিলেন তাতে৷
ছবি: Reuters/A. Wiegmann
খেলার মাঠেও...
ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামেও এখন ন্যাশনাল হেলথ সার্ভিসকে ধন্যবাদ জানানোর বার্তা৷