1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনায় বাংলাদেশে নতুন রোগী শনাক্ত হয়নি

৯ মার্চ ২০২০

করোনা ভাইরাসে বাংলাদেশে গত ২৪ ঘন্টায় নতুন কোন রোগী শনাক্ত হয়নি৷ নিয়মিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআর৷

ছবি: A. Goni

বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা এখনও তিনজন৷ নতুন করে কেউ এই ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য নেই বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআর৷ এই বিষয়ে কাউকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন প্রতিষ্ঠানের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা৷ বিদেশ ফেরত কারো প্রতি বিরুপ আচরণ না করতে বাড়ির মালিকদের প্রতি আহবান জানিয়েছেন তিনি৷

এর আগে রোববার বাংলাদেশে তিনজন নভেল করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার ঘোষণা দেয় আইইডিসিআর৷ আক্রান্তদের দুইজন সম্প্রতি ইটালি থেকে দেশে ফিরেছেন৷ পরবর্তীতে তাদের সংস্পর্শে আসা মোট চারজনকে পরীক্ষা করা হলে একজনের পরিবারের নারী সদস্যের দেহে কোভিড ১৯ ভাইরাসটি পাওয়া৷ আক্রান্ত তিনজনের বয়স ২০ থেকে ৩৫ বছর৷

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, নভেল করোনার ভাইরাস কোভিড ১৯ বাংলাদেশে এখনও ব্যাপকতা নিয়ে ছড়িয়ে পড়েনি৷ তাই স্কুল, কলেজ বন্ধের প্রয়োজন নেই৷

প্রবাসীদের পরিস্থিতি

আইইডিসিআরের রবিবারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সিঙ্গাপুর, আরব আমিরাত, ইটালি ছাড়া অন্য দেশে এখন পর্যন্ত কোনো প্রবাসী বাংলাদেশি কোভিড ১৯ আক্রান্ত হননি৷ সিঙ্গাপুরের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন একজন বাংলাদেশি, তার অবস্থার উন্নতি হয়নি৷ এছাড়া উহান থেকে ভারতে ফেরা ২৩ জন বাংলাদেশি দিল্লি শহর থেকে ৪০ মাইল দূরে কোয়ারেন্টাইনে রয়েছেন৷ পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাস তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে৷ 

প্রতিরোধে যেসব ব্যবস্থা নেয়া হয়েছে

শনিবার থেকে দেশের সব আন্তর্জাতিক বিমান বন্দরে যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে৷ পাশাপাশি দুটি সমুদ্র বন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট ও বেনাপোল রেলওয়ে স্টেশনেও যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে৷ রবিবার ১৬,৯৫৫ জনকে পরীক্ষা করা হয়েছে৷

সংক্রমণ প্রতিরোধে সবাইকে ঘন ঘন সাবান ও পানি দিয়ে অন্তত ২০ সেকেন্ড সময় ধরে হাত ধুতে হবে৷ অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ স্পর্শ করা যাবে না৷ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলতে হবে৷ হাঁচি, কাশি দেয়ার সময় বাহু, টিস্যু বা কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখতে হবে৷ অসুস্থ পশু-পাখির সংস্পর্শ এড়িয়ে চলা, মাছ-মাংস ভালোভাবে রান্না করে খাওয়ার পরামর্শ দেয়া হয়েছে৷

করোনা সম্পর্কিত তথ্যের জন্য হটলাইন চালু করেছে আইইডিসিআর৷ নাম্বার: ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫৷

এফএস/কেএম (আইডিসিআর, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ