চীনের অনেক এলাকায় কুকুরের মাংস খাওয়া হয়৷তবে এখন থেকে হয়ত আর তা সম্ভব হবে না৷ কারণ কুকুরকে পোষা প্রাণীর মর্যাদা দেয়ার প্রস্তাব করেছে কৃষি মন্ত্রণালয়৷
বিজ্ঞাপন
সম্প্রতি তারা এক খসড়া নীতিমালায় কুকুরকে ‘লাইভস্টক' থেকে পোষা প্রাণী ক্যাটাগরিতে রাখার প্রস্তাব করেছে৷ লাইভস্টক ক্যাটাগরিতে সেই প্রাণীদের রাখা হয় যাদের মাংস, দুধ, চামড়া ইত্যাদি বাণিজ্যিকভাবে ব্যবহারের অনুমতি আছে৷এছাড়া সামরিক কাজে ও খেলাধুলায়ও এদের ব্যবহার করা যায়৷
সাধারণ নাগরিকদের পরামর্শের জন্য খসড়া নীতিমালাটি প্রকাশ করা হয়েছে৷ এতে লাইভস্টক ক্যাটাগরিতে গরু, শুকর, মুরগি, উটসহ ১৮টি প্রাণী রাখা হয়েছে৷
‘হর্সশু ব্যাট' নামের এক ধরনের বাদুড় থেকে মধ্যবর্তী এক জাতের প্রাণীর (ইন্টারমিডেয়েরি স্পেসিস) মাধ্যমে মানবদেহে করোনা ভাইরাস ছড়িয়েছে বলে ধারণা করা হয়৷ চীনের উহানের বন্যপ্রাণী কেনাবেচার এক বাজারে প্রথম ঐ ভাইরাস শনাক্ত করা হয়৷
রাজনীতিবিদদের কেউ ক্লান্তি থেকে মুক্তি পেতে, কেউ শখ করে আর কেউবা রাজনৈতিক সুবিধা পেতে প্রাণী পুষে থাকেন৷ ছবিঘরে এমনই কয়েকজন নেতার কথা থাকছে৷
ছবি: picture-alliance/dpa/P. Souza
বরিস জনসনের ডিলিন
ল্যারি নামে একটি বিড়ালের মালিক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও তাঁর পার্টনার ক্যারি সাইমন্ডস৷ সম্প্রতি ল্যারির সঙ্গে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে যোগ দিয়েছে ডিলিন (ছবি) নামের ১৫ সপ্তাহ বয়সি এই বাচ্চা কুকুর৷
ছবি: picture-alliance/empics/D. Lipinski
ভ্লাদিমির পুটিনের ভার্নি
তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট বার্ডিমুখামেদভ ২০১৭ সালে রাশিয়ার প্রেসিডেন্ট পুটিনকে ভার্নি নামের এই বাচ্চা কুকুরটি উপহার দেন৷ কুকুরের প্রতি পুটিনের ভালোবাসার কথা সবাই জানেন৷ তবে মেরু ভল্লুক থেকে শুরু করে সাইবেরিয়ান বাঘের সঙ্গেও তাঁকে দেখা গেছে৷
ছবি: picture-alliance/ZUMAPRESS/A. Druzhinin
পুটিনের আরেক কুকুর কনি
২০০৭ সালে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে বৈঠকের সময় পোষা কুকুর কনিকে ছেড়ে রেখেছিলেন পুটিন৷ ম্যার্কেলকে তিনি বলেছিলেন, ‘‘ও (কনি) আপনাকে বিরক্ত করছে না, করছে কি? ও ফ্রেন্ডলি কুকুর৷ আমি নিশ্চিত সে ভালো ব্যবহার করবে৷’’ পুটিন হয়ত জানেন না, ১৯৯৫ সালে ম্যার্কেলকে একটি কুকুর কামড়িয়েছিল৷ সেই থেকে কুকুর ভয় পান জার্মান চ্যান্সেলর৷
ছবি: picture-alliance/dpa/epa/S. Chirikov
বারাক ওবামার বো
ওবামা পরিবারের কুকুর এটি৷ তার কাজকর্ম প্রায়ই গণমাধ্যমের নজর ওবামার দিক থেকে তার দিকে সরিয়ে নিত৷
ছবি: picture-alliance/dpa/P. Souza
জর্জ ডাব্লিউ বুশের বার্নি
হোয়াইট হাউসের ওয়েবসাইটে বার্নিকে নিয়ে আলাদা একটি পাতা ছিল৷ হোয়াইট হাউসের লনে বার্নির দৌড়ে বেড়ানোর ছবি মার্কিন মিডিয়ায় প্রায়ই প্রকাশিত হতো৷
ছবি: picture-alliance/AP Photo/J. Larson
গেয়ারহার্ড শ্র্যোয়েডারের হোলি
জার্মানির সাবেক চ্যান্সেলর শ্র্যোয়েডারের শিকারি কুকুর হোলি৷ ২০০৩ সালের এই ছবিতে হোলিকে শ্র্যোয়েডার ও তাঁর তখনকার স্ত্রী ডোরিস শ্র্যোয়েডার-ক্যোপ্ফের সঙ্গে দেখা যাচ্ছে৷ হোলিকে ‘ফার্স্ট ডগ’ নামে ডাকা হতো৷ ২০১৭ সালে ক্যানসারে হোলির মৃত্যু হয়৷ ডোরিস সেই খবর ফেসবুকে জানিয়েছিলেন৷
ছবি: picture-alliance/dpa
এমানুয়েল মাক্রোঁর নিমো
জুলভার্নের ‘টুয়েন্টি থাউজেন্ড লিগস আন্ডার দ্য সি’ বইয়ের একজন ভক্ত মাক্রোঁ৷ সেই বইয়ের একটি চরিত্র ক্যাপ্টেন নিমো৷ তাইতো প্রিয় কুকুরের নাম রেখেছেন এই নামে৷
ছবি: picture-alliance/AP Photo/A. Jocard
7 ছবি1 | 7
তবে বল্গা হরিণ, অ্যালপ্যাকা নামের মেষসদৃশ এক প্রাণী, ফিজেন্ট নামের লম্বা লেজবিশিষ্ট রঙিন পাখি, অস্ট্রিচ ও শেয়ালসহ ১৩টি বন্যপ্রাণীকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখার প্রস্তাব করা হয়েছে৷
করোনার কারণে চীনে কুকুরের মাংস খাওয়া অজনপ্রিয় হয়ে উঠেছে৷প্রথম রাজ্য হিসেবে শেনজেনে কুকুরের মাংস বিক্রি নিষিদ্ধ করা হয়েছে৷
প্রাণীকল্যাণ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান হিউমেন সোসাইটি ইন্টারন্যাশনালের হিসেবে, মাংসের জন্ম চীনে প্রতিবছর প্রায় এক কোটি কুকুর হত্যা করা হয়৷ইউলিন শহরে প্রতিব ছর কুকুরের মাংস খাওয়ার উৎসবের আয়োজন করা হয়৷
কুকুরকে পোষা প্রাণী বিবেচনার প্রস্তাবকে ‘গেম চেঞ্জার' হিসেবে আখ্যায়িত করেছে হিউমেন সোসাইটি ইন্টারন্যাশনাল৷