1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনায় বাড়তে পারে আর্থিক প্রতারণা, বিশেষ ব্যবস্থা ইউরোপে

৭ জুন ২০২০

আর্থিক দুর্নীতি ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের পুলিশ বাহিনী ইউরোপোল একটি বিশেষ ইউনিট তৈরি করেছে৷ করোনার অর্থনৈতিক সংকট কাটাতে অনেকে অর্থ পাচার ও প্রতারণার আশ্রয় নিতে পারেন বলে তাদের ধারণা৷

Deutschland Euro Geldscheine
ছবি: picture-alliance/dpa/M. Skolimowska

গেল শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন একটি তদন্তকারী ইউনিট তৈরি করেছে৷ করোনার কারণে যে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে তা আর্থিক প্রতারণার ঝুঁকি বাড়িয়েছে বলে মনে করে আঞ্চলিক জোটটি৷ 

ইউরোপের অর্থনৈতিক অপরাধ কেন্দ্র বা ফিন্যান্সিয়াল অ্যান্ড ইকনোমিক ক্রাইম সেন্টার জোটের পুলিশ বাহিনী ইউরোপোলের সঙ্গে কাজ করবে৷

এ বিষয়ে ইউরোপোলের প্রধান ক্যাথরিন দ্য বোলে বলেন, ‘‘কোভিড-১৯ আমাদের অর্থনীতিকে দূর্বল করে দিয়েছে এবং এতে করে অপরাধ প্রবণতা তৈরি আশঙ্কা তৈরি হয়েছে৷’’

টুইটারে ইউরোপোলের পক্ষ থেকে লেখা হয়, ‘‘গন্তব্যে অর্থ পৌঁছানো পর্যন্ত আমাদের লেনদেনগুলো খতিয়ে দেখতে হবে এবং অপরাধীদের কাছ থেকে একে দূরে রাখতে হবে৷’’

ইউরোপোল জানিয়েছে, নির্মাণ খাত, হোটেল, ভ্রমণ ও পর্যটন খাতে অপরাধের ঝুঁকি সবচেয়ে বেশি৷

চিকিৎসা সরঞ্জামেও সমস্যা হবার ঝুঁকির কথা বলছেন তারা৷

বিশেষ ইউনিটটিতে ২৭টি ইইউ সদস্য দেশ থেকে ৬৫ জন বিশ্লেষক থাকবেন৷ তারা নিজ নিজ দেশকে প্রতিনিধিত্ব করবেন৷

জেডএ/এসিবি (এএফপি, রয়টার্স)

৬ মের ছবিঘর দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ