1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনায় বিপর্যস্ত রাজনৈতিক দল, ঈদে নেতারা ঢাকায়

১৪ মে ২০২১

করোনায় রাজনৈতিক দলগুলোও বিপর্যস্ত৷ দলের নেতা-কর্মী এবং এমপিরা আক্রান্ত হয়েছেন, মারাও গেছেন৷  তারপরও এবারের ঈদে সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন বলে বড় দুই দলের নেতাদের দাবি৷

প্রতীকী ছবি৷ছবি: DW

জানা গেছে, এ পর্যন্ত ৩৫০ জন সংসদ সদস্যের মধ্যে ৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷  আর মন্ত্রীদের মধ্যে আক্রান্ত হয়েছেন ১৬ জন৷  করোনায় মারা গেছেন দুই জন সংসদ সদস্য৷  ধর্মপ্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আব্দুল্লাহও মারা গেছেন একই কারণে৷

আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, করোনায় আওয়ামী লীগের এক হাজারেরও বেশি নেতা-কর্মী মারা গেছেন৷  আক্রান্ত হয়েছেন কয়েক হাজার৷ প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো. কেউ মুভ না করে যে যার যে যারা অবস্থানে থেকে যেন ঈদ করেন৷

ফলে এবার আওয়ামী লীগের অধিকাংশ মন্ত্রী এবং এমপিই ঢাকায় অবস্থান করছেন৷ তবে তারা তাদের লোকজনকে দিয়ে ঈদের আগেই যার যার এলকায় শাড়ি ও লুঙ্গিসহ গরিব মানুষের মধ্যে ঈদের উপহার হিসেবে পাঠিয়েছেন৷  আর ত্রাণ মন্ত্রনালয় প্রশাসনের মাধ্যমে বিভিন্ন জেলা ও উপজেলায় খাদ্য সহায়তা পাঠিয়েছে৷  তবে প্রত্যন্ত অঞ্চলে ওই সহায়তা নির্ধারিত কিছু মানুষের হাতে যাওয়ার অভিযোগ রয়েছে৷

‘করোনায় আওয়ামী লীগের এক হাজারেরও বেশি নেতা-কর্মী মারা গেছেন’

This browser does not support the audio element.

ঢাকায় কয়েকজন আওয়ামী লীগ নেতা ও এমপির সাথে কথা বলে জানা গেছে করোনার দ্বিতীয় ঢেউ সবার মধ্যেই আতঙ্ক ছড়িয়েছে৷  তাই এমপি-মন্ত্রীদের বড় একটি অংশ ঢাকায়ই বাসায় অবস্থান করছেন৷  বাসার বাইরে বের হচ্ছেন না৷  ১৬ মে পর্যন্ত লকডাউন আরো সাত দিন বাড়ানো হচ্ছে৷  ফলে অনেকেই ঢাকা ছাড়েননি৷
একজন মন্ত্রী বলেন, ‘‘যারা এলাকায় আগে থেকেই আছেন তারা আছেন৷  কিন্তু  ঈদ উপলক্ষে মন্ত্রী এমপিদের এলাকায় যেতে নিরুৎসাহিত করা হয়েছে৷ কারণ, তারা গেলে মানুষের ভিড় হবে৷ সামাজিক দূরত্ব মানা যাবে না৷ তবে অনেকেই এলাকায় শাড়ি, লুঙ্গি এবং খাদ্য সামগ্রী পাঠিয়েছেন৷  আমরা মানুষের কাছে যাই৷  আর আজকে ঈদের দিন আমি যদি এলাকায় থাকতাম তাহলে মানুষ তো আমার কাছে চলে আসত৷”
বিএনপির দাবি, তাদের চার শতাধিক নেতা-কর্মী এখন পর্যন্ত করোনায় মারা গেছেন৷ আর আক্রান্ত কয়েক হাজার৷  বিএনপির এমপি রুমিন ফারহানা বলে, ‘‘আমাদের দলের চেয়ারপার্সনই তো করোনায় আক্রান্ত৷  যারা মার গেছেন তাদের হিসাব আমাদের কাছে আছে৷  কিন্তু আক্রান্ত তো অনেক৷  তাদের হিসাব রাখা সম্ভব নয়৷’’

‘‘তারপরও এবারের ঈদে আমাদের নির্দেশনা হলো যে যেখানে আছেন, সেখান থেকেই যেন মানুষের পাশে দাঁড়ান,’’ জানান বিএনপির এই সংসদ সদস্য৷  তিনি নিজেও ঢাকায় অবস্থান করছেন৷
এখন পর্যন্ত যা পরিস্থিতি তাতে দেশের বড় দুইটি রাজনৈতিক দলের তৃনমূলের বিপূল সংখ্যক কর্মী করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছেন৷  আর্থিকভাবেও দুর্বল হয়ে পড়েছেন তারা৷  সাধারণ মানুষের মতো তাদেরও এখন নানা ধরনের সহায়তা প্রয়োজন৷  আওয়মী লীগ সূত্রে জানা গেছে, স্থানীয় পর্যায়ের নেতা এবং দলীয় এমপিদের তাদের সহায়তায় এগিয়ে আসার জন্য নির্দেশ দেয়া হয়েছে৷  বিএনপিও চেষ্টা করছে তাদের কর্মীদের মধ্যে যারা বিপদ্রগ্রস্ত তাদের পাশে দাঁড়াতে৷
দেশের কয়েকটি এলাকায় কথা বলে জানা গেছে এমপিদের অনেকেই রোজার আগেই ঢাকায় চলে এসেছেন৷ তারা করোনার মধ্যে আর এলাকায় ফেরেননি৷  আর ত্রাণ বা সহায়তা যা দেয়া হচ্ছে তা প্রশাসনের মাধ্যমে৷  তাতে এমপি বা জনপ্রতিনিধিদের কোনো ভূমিকা নাই৷  তারা নিজেদের উদ্যোগেও তেমন কিছু করছেন না৷ 

‘আমাদের দলের চেয়ারপার্সনই তো করোনায় আক্রান্ত’

This browser does not support the audio element.

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার একজন আওয়ামী লীগ নেতা জানান, ‘‘সাধারণ মানুষ তো দূরের কথা, দলীয় নেতা-কর্মীরা যারা করোনায় বিপদাপন্ন তাদেরও সহয়তা করা যাচ্ছে না৷  ঈদে আলাদা করে কোনো সহয়াতা নেই৷  সবাই ফেসবুকে হাপিত্যেশ করছেন৷ বাস্তবে কিছু হচ্ছেনা৷’’  তিনি বলেন, ‘‘এমন দুরবস্থা আগে কখনো দেখিনি৷’’
ভোলার চরফ্যাশান এলাকার একজন বিএনপি নেতা জানান, ‘‘দলীয় পর্যায়ে এই ঈদে করোনায় যারা সহায়তা করছেন তারা ব্যক্তিগতভাবে করছেন৷  ধনী মানুষরা ঈদে এমনিতেই দান খয়রাত করেন৷  সেরকমই করা হচ্ছে৷  আলাদা করে বিশেষ কোনো উদ্যোগ নাই৷’’

তিনি বলেন, নেতাদের অধিকাংশই করোনার কারণে ঢাকায় অবস্থান করছেন৷  কয়েক মাস ধরে তারা এলাকায় নাই৷  আর কর্মীদের যারা করোনায় বিপর্যস্ত অবস্থায় আছেন গ্রামে তাদের চিহ্নিত করা যায়৷  কিন্তু ঢাকায়ই আক্রান্ত হয়েছেন বেশি , ফলে তাদের চিহ্নিত করাও জটিল৷  তাই সাহায়তা করাও যাচ্ছে না৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ