1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনায় বিলুপ্তপ্রায় ঈদকেন্দ্রিক রাজনীতি

২১ জুলাই ২০২১

বাংলাদেশে ঈদকেন্দ্রিক রাজনীতির একটি চল ছিল৷ সেই রাজনীতি ছিল আন্দোলনের৷ ঈদকে উপলক্ষ করে নেতা-কর্মীদের সমবেত করার, সাধারণ মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করার। করোনাকালে গত চার ঈদে এর কোনোটিই দেখা যায়নি৷

Bangladesch Mirza Fakhrul Islam Alamgir, Generalsekretär BNP
ছবি: DW

বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়৷ এর পরের রোজা ও কোরবানির ঈদে করোনা সর্বোচ্চ পর্যায়ে ছিল৷ আর এবারও ঈদ ও কোরবানির সময় করোনার দ্বিতীয় ঢেউ৷ কোনো ঈদেই অবশ্য সাধারণ মানুষকে থামিয়ে রাখা যায়নি৷ তারা যে করেই হোক লকডাউন আর সীমিত বিধিনিষেধ য-ই হোক না কেন গ্রামের বাড়িতে গিয়েছেন৷ যদিও গত দুই বছর ধরে কোরবানি শতকরা ২০ ভাগ কম হয়েছে৷ কিন্তু ঈদের রাজনীতি , ঈদ পরবর্তী রাজনীতি আর সাধারণ মানুষকে নিয়ে রাজনীতিবিদদের ঈদ বলতে গেলে হচ্ছেই না

শ. ম. রেজাউল করিম

This browser does not support the audio element.

বাংলাদেশে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৮ হাজার ৩২৫ জন৷ শনাক্ত হয়েছেন ১১ লাখ ২৮ হাজার ৮৮৯ জন৷ এখন সংক্রমণের হার ২৯.৩১ ভাগ৷ এই ঈদের পর ২৩ জুলাই থেকে বাংলাদেশের আবার কঠোর লকডাউনে যাওয়ার কথা রয়েছে৷ গত বছর সাধারণ ছুটির নামে ৬৬ দিনের লকডাউন দেয়া হয়৷ এ বছর ১৪ দিনের কঠোর লকডাউন ছাড়াও সব সময়ই নানা ধরনের বিধিনিষেধ চলছে৷ শিক্ষা প্রতিষ্ঠান গত বছরের মার্চ থেকে বন্ধ রয়েছে৷

নানা সূত্র থেকে খবর নিয়ে জানা গেছে,  এ পর্যন্ত ৩৫০ জন সংসদ সদস্যের মধ্যে ৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ আর মন্ত্রীদের মধ্যে আক্রান্ত হয়েছেন ১৬ জন৷ সংসদ সদস্য করোনায় মারা গেছেন দুই জন৷ ধর্মপ্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আব্দুল্লাহ মারা গেছেন করোনায়৷

করোনায় সারাদেশে আওয়ামী লীগের এক হাজারেরও বেশি নেতা-কর্মী মারা গেছেন৷ আক্রান্ত হয়েছেন কয়েক হাজার৷ বিএনপির হিসেবে তাদের চার শতাধিক নেতা-কর্মী এখন পর্যন্ত করোনায় মারা গেছেন৷ আর আক্রান্ত কয়েক হাজার৷ দুই দলের পক্ষ থেকেই এখন সুস্থ থাকার নির্দেশনাই প্রধান৷

আওয়ামী লীগের সাবেক আইন সম্পাদক এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ. ম.  রেজাউল করিম বলেন, ‘‘এই সময়ে দলীয় নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা হলো, কোনো দলীয় রাজনীতি নয়, যার যার অবস্থান থেকে মানবতার জন্য কাজ করতে হবে৷ আমরা তা-ই করছি৷ আর প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো, মুভ না করে যে যেখানে আছেন সেখানে অবস্থান করবেন৷ সেখান থেকেই কাজ করবেন৷’’

গত দুই বছর ধরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সরাসরি ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন না৷ বিরোধী দলগুলোর শীর্ষ নেতারাও ঈদ শুভেচ্ছা বিনিময় বাতিল করছেন করোনার কারণে৷

খোঁজ নিয়ে জানা গেছে, এবারও অধিকাংশ মন্ত্রী-এমপি ঢাকায় আছেন৷ তারা এলকায় যাননি৷ যারা আগে থেকেই এলাকায় আছেন, তারাই রয়েছেন৷ তবে তারা জনসংযোগ বা সাধারণ মানুষের সাথে মেলামেশা করছেন না৷ বিএনপিরও একই অবস্থা৷ তাদের এমপি নেতারাও ঢাকায় অবস্থান করছেন ৷ বিএনপির এমপি হারুন অর রশীদ বলেন, ‘‘করোনা শুধু বাংলাদেশে নয় এটা একটা বৈশ্বিক মহামারি৷ তাই বিএনপির মাঠের রাজনীতি বন্ধ আছে৷ আর নেতা-কর্মীরা এই ঈদে যার যার অবস্থানে  থেকে সামাজিক দূরত্ব মেনে সাধারণ মানুষকে সহায়তা করছেন৷’’

হারুন অর রশীদ

This browser does not support the audio element.

আন্দোলন সংগ্রামের প্রশ্নে তিনি বলেন, ‘‘এটা আগেও এই সরকার করতে দেয়নি আর করোনায় তো পরিস্থিতি আরো খারাপ৷ এখন গণতন্ত্র নেই, কথা বলার স্বাধীনতা নেই৷ সেটা থাকলে এই করোনা মোকাবেলায় আমরা সবাই মিলে অংশ নিতে পারতাম৷’’

তিনি আরো জানান, সংসদে তারা করোনার মধ্যেও সাধারণ মানুষের কথা তুলে ধরার চেষ্টা করছেন৷ কিন্তু এমপিদের প্রতি দুই দিন পর পর করোনা টেস্ট করা হয়৷ যারা নেগেটিভ হন কেবল তারাই অধিবেশনে যেতে পারেন৷

রাজনীতির বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ড. শান্তনূ মজুমদার বলেন, ‘‘করোনার বাইরেও রজনীতিতে এক ধরনের অদ্ভুত পরিবর্তন আসছে৷ রাজনীতি যেন না-ই হয়ে যাচ্ছে৷ বিএনপি করোনার আগেও সংগঠিত ছিলনা৷ আর এখন তো নয়ই৷ তাদের নেতৃত্বের সংকট , ইস্যু এগুলো এখনও স্পষ্ট নয়৷ কিন্তু আমি বলবো, সরকারি দল আওয়ামী লীগ থেকে রাজনীতি হাওয়া হয়ে গেছে, যা বিস্ময়কর৷ এই করোনায় রাজনীতিবিদদের অংশগ্রহণ নেই, যেন সব কিছুতে ‘আমলায়ন' হয়েছে, যা ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য অশনিসংকেত৷ আর যাদের ইতিহাস জনসম্পৃক্ত নয়, তারা সংকটে টিকে থাকতে পারে না৷ করোনায় সেটা স্পষ্ট হয়েছে৷’’

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ