1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্য

করোনায় মৃত্যু চারশ ছাড়াল

২১ মে ২০২০

সর্বোচ্চ রোগী শনাক্তের দিনে বাংলাদেশে কোভিড-১৯ এ মোট মৃত্যু চারশ ছাড়ালো৷ এদিন মারা গেছেন ২২ জন, যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড৷

ফাইল ফটোছবি: Sazzad Hossain

গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ২৬২টি নমুনা পরীক্ষা করে আরো এক হাজার ৭৭৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে৷ মোট শনাক্ত ২৮ হাজার ৫৫১ জন৷ মোট মৃত্যু ৪০৮ জন৷ এদিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ১৯ জন এবং নারী ৩ জন৷ সর্বোচ্চ মৃত্যু এখনো ঢাকা বিভাগে, ১০ জন৷ এছাড়া, চট্টগ্রাম বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মারা গেছেন৷ 

বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় পরীক্ষার আওতাও বাড়ানো হচ্ছে৷ এখন ঢাকায় ৪৫টি ও ঢাকার বাইরে ২টি ল্যাব মিলিয়ে মোট ৪৭টি ল্যাবে কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে৷

সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও পরীক্ষা শুরু হয়েছে৷ করোনা পরীক্ষার জন্য বেসরকারি হাসপাতগুলোকে পরীক্ষার ফি নির্ধারণ করে দিয়েছে সরকার৷

বেসরকারি হাসপাতালের আন্তঃবিভাগ ও বহির্বিভাগে পরীক্ষার জন্য সাড়ে তিন হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে৷ এছাড়া যদি রোগীর বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে সেক্ষেত্রে আরো এক হাজার টাকা নিতে পারবে৷

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য তুলে ধরেন৷ এদিন আরো ৩৯৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷ দেশে এখন পর্যন্ত মোট সুস্থ পাঁচ হাজার ৬০২ জন৷

এসএনএল/কেএম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ