করোনাকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না৷ মৃত্যু বাড়ছে, আক্রান্তের সংখ্যাও৷ বৃহস্পতিবার আরও ৭৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ১৪৩ জন৷
বিজ্ঞাপন
নিয়ন্ত্রণ দূরস্থান, প্রতিদিনই করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে৷ চীন তো বটেই জার্মানি সহ ইউরোপের দেশগুলিতেও নতুন করে আক্রান্তের খবর আসছে৷ বৃহস্পতিবার চীনে ৭৩ জনের মৃত্যু হয়েছে৷ সবমিলিয়ে করোনা ছিনিয়ে নিল ৬৩৬ প্রাণ৷ আক্রান্তের সংখ্যা ৩১ হাজার৷ গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৪৩ জন৷ চীনে ৩৬ ঘন্টার নবজাতক শিশুর শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে৷ এই শিশুই হল সবচেয়ে কম বয়সী, যার শরীরে করোনার ভাইরাস পাওয়া গেল৷
এর মধ্যে যে চিকিৎসক চীনে করোনা ভাইরাসকে চিহ্নিত করেছিলেন, তাঁর মৃত্যুনিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছিল। ৩৪ বছর বয়সী ওই চিকিৎসকের নাম লি ওয়েনলিয়াং। তিনি এবং আরও সাতজন চিকিৎসক করোনা ভাইরাসের কথা প্রথম বলেছিলেন৷ উহানে তিনি মারা গিয়েছেন বলে বিবিসি জানায়৷ চীনের সরকারি সংবাদমাধ্যোমও প্রথমে একই কথা বলে৷ পরে তারা জানায়, ওই চিকিৎসক বেঁচে আছেন৷ ঘন্টা কয়েক পরে তারাই আবার জানায়, লি মারা গিয়েছেন৷ কিন্তু চীনের গ্লোবাল টাইমস টুইট করে বলেছে, ন্যাশনাল হেলথ কমিশনের মুখপাত্র লি-র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন৷
বিচ্ছিন্ন-অবিচ্ছিন্নের চীন
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর অনেক দেশ এবং এয়ারলাইন চীনের সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছে৷ ৩১ জানুয়ারি পর্যন্ত বাতিল হয়েছে ১০ হাজারের বেশি ফ্লাইট৷
ছবি: Getty Images/AFP/F. Coffrini
চীন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন
ফ্রান্স, জার্মানি, কানাডা, ফিনল্যান্ড, ইন্দোনেশিয়াসহ আরো বেশ কয়েকটি দেশ ফেব্রুয়ারিতে চীনে সব ধরনের বিমান চলাচল স্থগিত করেছে৷
ছবি: Imago/R. Zensen
অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা
মিশর, কেনিয়া ও কাতারসহ কয়েকটি দেশ বাড়তি ব্যবস্থা হিসেবে চীনের সঙ্গে বিমান চলাচলে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করেছে৷ ইতালি ২৮ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা আরোপ করেছে৷
ছবি: Getty Images/L. Dray
বিদেশিদেরও ঢুকতে দেওয়া দেওয়া হচ্ছে না
অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শুধু চীনা নাগরিকদের নয় বরং চীন ভ্রমণ করা বিদেশিদেরও ঢুকতে দিচ্ছে না৷
ছবি: Reuters/Antara Foto
ফ্রি ভিসা ও অন এরাইভাল ভিসা প্রদাণ স্থগিত
চীনা বা চীনে বসবাস করা ব্যক্তিদের জন্য ফ্রি ভিসা বা অন এরাইভাল ভিসা দেওয়া কয়েকটি দেশ সাময়িকভাবে এই ব্যবস্থা বন্ধ রাখছে৷ এরমধ্যে অন্যতম মিয়ানমার, ইন্দোনেশিয়া ও রাশিয়া৷
ছবি: picture-alliance/NurPhoto/S. Ramany
চীনা নাগরিকদের ভিসা বাতিল
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর ভারত ও সিঙ্গাপুরসহ কয়েকটি দেশ চীনা নাগরিকদের বা চীনে বসবাস করেন এমন ব্যক্তিদের বর্তমান ভিসাও বাতিল করেছে৷
ছবি: picture-alliance/dpa/L. Chung-ren
হংকং ও তাইওয়ান
চীনের মূলখণ্ড হুবেই প্রদেশ থেকে লোকজনকে হংকংয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না৷ স্থানীয় প্রশাসন মূলভূখণ্ড থেকে প্রবেশে আরো কড়াকড়ি আরোপের ব্যবস্থার অনুমতিও চেয়েছে৷ তাইওয়ানও একই ব্যবস্থা গ্রহণ করেছে৷
ছবি: Reuters/T. Siu
সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়নি চীন
এখনো কয়েকটি দেশ চীনের সঙ্গে বিমান যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করেনি৷ যদিও আগের তুলনায় তাদের ফ্লাইট সংখ্যা কমে গেছে৷ নিউ জিল্যান্ড, সিঙ্গাপুর, পাকিস্তান এ দলে রয়েছে৷
ছবি: AFP/A. Wallace
ব্যতিক্রমী পাকিস্তান
অন্যান্য দেশের মত পাকিস্তানও চীনের উহান (এই নগরীতেই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হয়) এবং হুবেই প্রদেশে বিমান চলাচল বন্ধ করেছে৷ কিন্তু দেশটি তাদের অন্যতম মিত্র দেশ চীনের অন্যান্য অঞ্চলের সঙ্গে ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে দিয়েছে৷ যদিও উহানে অবস্থান করা নাগরিকদের দেশে ফেরাতে রাজি না৷
ছবি: Getty Images/AFP/H. Retamal
চীনারা প্রবাসে কর্মক্ষেত্রে ফিরতে পারছেন না
বিদেশে থাকা অনেক চীনা নাগরিক পরিবারের সঙ্গে নববর্ষ উদযাপন করতে দেশে ফিরেছিলেন৷ নববর্ষ উৎসবের মধ্যই করোনা ভাইরাস মারাত্মকভাবে ছড়িয়ে পড়ায় রাশিয়া, ভিয়েতনামসহ আরো কয়েকটি দেশ এখন তাদের ফেরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে৷
ছবি: pictur-alliance/Yonhab
চীন ভ্রমণে সর্বোচ্চ জরুরি সতর্কতা
বিশ্বের বেশিরভাগ দেশ নাগরিকদের আপাতত চীন ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিয়েছে৷
ছবি: Getty Images/AFP/T. Aljibe
এখনই এত কড়াকড়ির প্রয়োজন নেই
করোনা ভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধে বিভিন্ন দেশের কড়াকড়িতে নাগরিক দুর্ভোগ বাড়ার পাশাপাশি চীনের অর্থনীতি ঝুঁকির মধ্যে পড়ে গেছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এখনই এত কড়াকড়ি আরোপের কোনো কারণ নেই৷
ছবি: Getty Images/AFP/F. Coffrini
11 ছবি1 | 11
এই পরিস্থিতিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফোন করেন অ্য়ামেরিকার প্রেডিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে৷ চীনের প্রেসিডেন্ট করোনাকে নিয়ন্ত্রণে আনার ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী৷ ট্রাম্পের কাছে তিনি দাবি করেছেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে চীন জয়ী হবেই৷ ট্রাম্পও জানিয়েছেন, তাঁরও বিশ্বাস চীন এই কাজ করতে পারবে৷
চীনের প্রেসিডেন্ট করোনাকে আয়ত্ত্বে আনার দাবি করলেও এখনও পর্যন্ত তা সম্ভব হয়নি। জার্মানি সহ ইউরোপের দেশগুলিতেও করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। জার্মানির বাভারিয়াতে আরও একজন আক্রান্ত হয়েছেন৷ তিনি হলেন আগে এক আক্রান্তের স্ত্রী৷ যুক্তরাজ্যেও আরেকজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। সবমিলিয়ে লন্ডনে তিনজন করোনায় আক্রান্ত হলেন৷ ইউরোপে মোট ৩১ জন করোনায় আক্রান্ত৷ জাপানে প্রমোদতরিতে থাকা আরও ৪১ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে৷ ওই প্রমোদতরিতে থাকা মোট ৬১ জন করোনায় আক্রান্ত হলেন৷
করোনার ধাক্কা চীনের অর্থনীতিতে ভালোভাবেই পড়েছে৷ চীন থেকে জিনিস রফতানি কার্যত বন্ধ৷ জাপানি গাড়ি উৎপাদক টয়োটা চীনে তাঁদের সব কারখানা ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রেখেছে৷ চীনের কোনও শিল্প ও বানিজ্য প্রতিনিধিদলকে বিশ্বের কোনও সম্মেলন, মেলা বা দ্বিপাক্ষিক আলোচনায় যোগ নিতে দিচ্ছে না কোনও দেশ৷ চীনের সেন্ট্রাল ব্যাঙ্ক দাবি করেছে, এই ধাক্কাটা সাময়িক৷ পরে তা কাটিয়ে ওঠা যাবে৷ শি জিনপিং-ও মার্কিন প্রেসিডেন্টকে বলেছেন, করোনার থাবা চীনের অর্থনীতির প্রবৃদ্ধিকে দীর্ঘকালীন ভিত্তিতে ঠেকাতে পারবে না৷ চীনের সঙ্গে অধিকাংশ দেশের বিমান চলাচলও বন্ধ৷ তাই বালিতে আটকে পড়েছেন কয়েক হাজার চীনা পর্যটক৷
তবে করোনার ফলে ভারতের চাল রফতানিকারীদের সুবিধা হয়েছে৷ কারণ, করোনা আতঙ্কের জন্য আফ্রিকার দেশগুলি এখন থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে চাল নিচ্ছে না৷ তারা চাল কিনছে ভারত থেকে৷ তাই ভারতের রফতানি করা চালের দাম কিছুটা বেড়েছে। গত চার মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে ভারতের চালের দাম সবথেকে বেশি হয়েছে৷
জিএইচ/এসজি (এএফপি, রয়টার্স, নিউজ ১৮)
করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষার উপায়
বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ এ থেকে নিজেকে রক্ষার কিছু উপায়ের কথা থাকছে ছবিঘরে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনের ভিত্তিতে পরামর্শগুলো দেয়া হলো৷
ছবি: Getty Images/X. Chu
কিছু না থাকার চেয়ে ভালো
ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে এমন মাস্ক কার্যকর বলে প্রমাণিত না হলেও এগুলো অন্তত কিছু জীবাণু মুখ কিংবা নাকে যাওয়া ঠেকাতে পারে৷ এর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, মাস্ক পরা থাকলে মানুষের হাত যখন-তখন মুখ বা নাকে যায় না৷ আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে এমন মাস্ক অন্যদের আক্রমণ থেকে বাঁচাবে৷
ছবি: Getty Images/Stringer
হাত ধোয়া
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শে কিন্তু মাস্ক পরার কথা নেই৷ তাদের এক নম্বর পরামর্শটি হচ্ছে নিয়মিত ভালোভাবে হাত ধোয়া৷ সবচেয়ে ভালো হয় অ্যালকোহলসমৃদ্ধ তরল ব্যবহার করা, যেমনটা ছবিতে দেখতে পাচ্ছেন৷
ছবি: picture-alliance/dpa/S. Pilick
সাবান, পানি হলেও চলবে
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, পানি ও সাবান দিয়ে হাত ধুলেও চলবে৷ তবে নিশ্চিত করতে হবে যেন পুরো হাত ভালোভাবে ধোয়া হয়৷
ছবি: picture alliance/dpa/C. Klose
সঠিকভাবে হাঁচি-কাশি দেয়া
ছবিটি ভালোভাবে খেয়াল করুন৷ হাঁচি-কাশি দেয়ার সময় ঠিক এভাবে মুখ আর নাক ঢাকতে হবে৷ তবে টিস্যুও ব্যবহার করতে পারেন৷ সেক্ষেত্রে ব্যবহারের পর টিস্যুটি দূরে ফেলে দিয়ে হাত ভালোভাবে ধুতে হবে৷ তেমনিভাবে শার্ট আর সোয়েটারটিও ধুয়ে ফেলতে হবে৷
ছবি: Fotolia/Brenda Carson
দূরে থাকুন!
এই পরামর্শটি সবার জন্য কার্যকর নাও হতে পারে৷ সেটি হচ্ছে, যার জ্বর ও কাশি আছে তার কাছ থেকে দূরে থাকুন৷ আপনার যদি অসুস্থ মানুষের সেবা করতে হয় তাহলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিন৷
ছবি: picture alliance/empics
জ্বর হলে ডাক্তারের কাছে যান, ঘুরতে নয়!
জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্ট হলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যেতে হবে৷ যেখানে জনসমাগম বেশি সেসব জায়গায় যাওয়া থেকে বিরত থাকুন৷
ছবি: Reuters/P. Mikheyev
অর্ধসিদ্ধ নয়!
মাংস খুব ভালোভাবে রান্না করতে হবে৷ অর্ধসিদ্ধ হলে চলবে না৷ কাচা মাংস, দুধ কিংবা প্রাণীর অঙ্গপ্রত্যঙ্গ এমনভাবে নড়াচড়া করতে হবে যেন সেগুলো রান্না হয়নি এমন খাবারের সংস্পর্শে আসতে না পারে৷