বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে৷ জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে৷
বিজ্ঞাপন
এই প্রতিবেদন লেখা পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে প্রাণ হারিয়েছেন এক লাখ ৩৭৬ জন৷ সবচেয়ে বেশি ১৮ হাজার ৮৪৯ জন মারা গেছেন ইটালিতে৷ স্পেনে ১৫ হাজার ৯৭০, আর ফ্রান্সে মারা গেছেন ১২ হাজার ২১০ জন৷ আট হাজার ৯৫৮ জন প্রাণ হারিয়েছেন যুক্তরাজ্যে৷
এখন পর্যন্ত আক্রান্তের দিক থেকে সবার উপরে আছে যুক্তরাষ্ট্র৷ দেশটিতে পৌনে পাঁচ লাখ মানুষে কোভিড ১৯ সংক্রমিত হয়েছেন৷ এরপরই আছে স্পেন, আক্রান্তের সংখ্যা এক লাখ ৫৭ হাজার ছাড়িয়েছে৷ ইটালিতে করোনার রোগীর সংখ্যা এক লাখ ৪৭ হাজারের বেশি৷ জার্মানিতে আছে এক লাখ ১৯ হাজার রোগী৷
তবে করোনা আক্রান্ত হওয়ার পর সেরে ওঠা রোগীর সংখ্যাও কম নয়৷ তিন লাখ ৬৮ হাজার ৬৬৯ জন আরোগ্য লাভ করেছেন৷
এফএস/এডিকে (জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়)
দেশে দেশে অস্থায়ী করোনা হাসপাতাল
করোনার বিরুদ্ধে লড়তে হিমশিম খাচ্ছে বিশ্বের অনেক দেশের স্বাস্থ্য ব্যবস্থা৷ ফলে অস্থায়ী হাসপাতাল গড়ে তোলা হচ্ছে৷
ছবি: Reuters/WANA/A. Khara
ইটালি
মিলানের কাছে ক্রেমোনা হাসপাতালের বাইরে একটি ফিল্ড হাসপাতাল৷
ছবি: Getty Images/E. Cremaschi
যুক্তরাষ্ট্র
নিউ ইয়র্কের ম্যানহাটানের জ্যাকব কে জ্যাভিটস কনভেনশন সেন্টারে একটি অস্থায়ী হাসপাতাল গড়ে তোলা হয়েছে৷
ছবি: Reuters/A. Kelly
স্পেন
মাদ্রিদের আইএফইএমএ কনফারেন্স সেন্টারে এই সামরিক হাসপাতালটি গড়ে তোলা হয়েছে৷
ছবি: Reuters/Comunidad de Madrid
ফ্রান্স
মুইলোজে শহরের একটি হাসপাতালের বাইরে সামরিক বাহিনী একটি ফিল্ড হাসপাতাল গড়ে তুলেছে৷
ছবি: Reuters/S. Bozon
ইরান
তেহরানের এক শপিং মলকে অস্থায়ী হাসপাতালে রূপ দেয়া হয়েছে৷
ছবি: Reuters/WANA/A. Khara
চীন
উহান শহরে প্রথম করোনা ধরা পড়েছিল৷ সেখানে গড়ে তোলা ১৬টি অস্থায়ী হাসপাতালের প্রয়োজন ফুরিয়ে যাওয়ায় গতমাসে সেগুলো বন্ধ করে দেয়া হয়৷
ছবি: Getty Images/AFP
ব্রাজিল
সাও পাওলোর আইবিরাপুয়েরা স্পোর্টস কমপ্লেক্সে করোনা রোগীদের চিকিৎসার ব্যবস্থা হচ্ছে৷
ছবি: Reuters/R. Patrasso
রাশিয়া
মস্কোর বাইরে এই হাসপাতালটি নির্মাণের কাজ চলছে৷
ছবি: Reuters/Moscow News Agency/D. Voronin
গাজা
রাফাহ সীমান্তে এই কোয়ারান্টিন ফ্যাসিলিটি গড়ে তোলা হয়েছে৷
ছবি: Reuters/WHO in the Occupied Palestinian Territories
সার্বিয়া
বেলগ্রেডের মেলা আয়োজনের এই হলকে করোনা রোগীদের জন্য প্রস্তুত করা হয়৷
ছবি: Reuters/M. Djurica
পোল্যান্ড
রকলো শহরের ইউনিভার্সিটি ক্লিনিক্যাল হাসপাতালের বাইরে এই অস্থায়ী এমার্জেন্সি রুম তৈরি করা হয়েছে৷
ছবি: Reuters/Agencja Gazeta/K. Cwik
সুইডেন
গোথেনবুর্গের একটি হাসপাতালের বাইরে এই ফিল্ড হাসপাতালটি নির্মাণ করা হয়৷
ছবি: Reuters/TT NEws Agency/A. Ihse
ইন্দোনেশিয়া
জাকার্তার কেমায়োরান অ্যাথলেট ভিলেজে গড়ে তোলা এই হাসপাতালের যন্ত্র পরীক্ষা করে দেখছেন এক ডাক্তার৷
ছবি: Reuters/Antara Foto/H. Mubarak
কলোম্বিয়া
বোগোতার সামরিক হাসপাতালের পার্কিং এলাকায় অস্থায়ী তাঁবু তৈরি করা হয়েছে৷
ছবি: Reuters/L. Munoz
জার্মানি
লায়েরের একটি সাবেক হাসপাতাল আবারও প্রস্তুত করা হয়েছে৷
ছবি: Reuters/L. Kuegeler
আর্জেন্টিনা
বুয়েনস আইরেসের কাছে সান মিগুয়েলেতে এই মিলিটারি মোবাইল হাসপাতালটি গড়ে তোলা হয়েছে৷