করোনার কারণে প্রায় ৫০ হাজার ক্যানসার রোগীর অপারেশন করা সম্ভব হয়নি৷ এ কারণে তাদের অনেকের জীবন হুমকিতে পড়তে পারে৷
বিজ্ঞাপন
করোনার কারণে বিপুল সংখ্যক অপারেশন না হওয়ায় জার্মানির এক ক্যানসার সহায়তা সংস্থার সিইও গ্যার্ড নেটেকোভেন সতর্কবাণী উচ্চারণ করে আউগ্সবুর্গার আলগেমাইনেন পত্রিকাকে বলেন, ‘‘আমাদের বড় উদ্বেগ হলো, করোনার কারণে এসব অপারেশনই স্থগিত রাখার সিদ্ধান্ত ডাক্তারি দিক থেকে ন্যায্য ছিল না৷’’
তিনি আরো জানান, যেসব স্তন ক্যানসার রোগীর ফলোআপ পরীক্ষা স্থগিত করা হয়েছে, তাদের অবস্থার মারাত্মক পরিণতি হতে পারে৷ এবং যাদের প্রাথমিক স্তন ক্যানসার শনাক্তকরণ হয়েছে, তাদের অবস্থাও জটিল হতে পারে৷ তিনি বলেন, ‘‘আমরা আশঙ্কা করছি যে, যাদের রোগ নির্ণয় করতে অনেক দেরি হয়ে গেছে, তাদের জীবনও হুমকির মুখে পড়তে পারে৷’’
বর্তমানে ক্যানসার সেন্টারগুলোতে করোনার কারণে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে৷ কিন্তু ক্লিনিকগুলোতে করোনা আক্রান্তদের চিকিত্সা ও বিশেষ প্রতিরক্ষামূলক ব্যবস্থা রাখার কারণে ক্যানসার রোগীদের প্রয়োজনীয় সব পরীক্ষা তাড়াতাড়ি করা সম্ভব হবে না৷
কোভিড -১৯ রোগীদের জন্য প্রয়োজনীয় চিকিত্সার ব্যবস্থা থাকা জরুরি৷ তবে এই বিশেষ পরিস্থিতিতে ক্যানসার রোগীদেরও পর্যাপ্ত চিকিত্সা চালিয়ে যেতে বিশ্ববিদ্যালয় ক্লিনিক এবং বড় ক্যানসার কেন্দ্রগুলিকে একসাথে কাজ করার আহ্বান জানান গ্যার্ড নেটেকোভেন৷
এনএস/এসিবি (কেএনএ)
প্রসাধনী থেকে ক্যানসার হতে পারে, সাবধান!
প্রতিটি নারীই কম-বেশি প্রসাধনী ব্যবহার করে থাকেন৷ তবে প্রসাধনীর কিছু রাসায়নিক উপাদান নারীর জন্য খুবই বিপজ্জনক হতে পারে৷ ছবিঘর থেকে জেনে নিন বিস্তারিত৷
ছবি: Fotolia
মহিলাদের যৌন হরমোনকে প্রভাবিত করতে পারে
বিভিন্ন প্রসাধন সামগ্রীতে থাকা রাসায়নিক পদার্থ বা কেমিক্যালস৷ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের করা এক সমীক্ষা থেকে এই তথ্য বেরিয়ে এসেছে৷
ছবি: Reuters/B. McDermid
প্রস্রাবে ক্ষতিকর রাসায়নিক পদার্থ
১৮ থেকে ৪৪ বছর বয়সি মোট ১৪৩ জন নারীর ৫০০ বারের প্রস্রাব নিয়ে করা হয় গবেষণাটি, যার মধ্যে ছিল আলট্রা ভয়োলেট ফিল্টার, অ্যান্টিমাইক্রোবায়াল প্রিজারভেটিভস, বিসফেনল এ, এবং ক্লোলোফেনলস৷
ছবি: picture alliance/empics/J. Green
ইস্ট্রজেন হরমোন
আলট্রা ভায়োলেট ফিল্টার এবং ফেনোলস ,ফোলিক স্ট্রিমুলেশন হরমোন এবং লুইটিনিজিং হরমোনের মাত্রা কমায় ঠিকই, তবে প্যারাবেস হরমোন এবং ডিম্বাশয়ের উত্পাদিত প্রধান হরমোন ইস্ট্রজেনের মাত্রা বৃদ্ধি পায়৷
ছবি: picture-alliance/BSIP/S. Alice
স্তন ক্যানসার
প্রসাধনীর কিছু কেমিক্যালস স্তন ক্যানসারের মতো এস্ট্রোজেন-নির্ভর রোগগুলিকে প্রভাবিত করতে পারে বলে জানান গবেষকরা৷
ছবি: Colourbox
সতর্কতা
সেজন্য প্রসাধন সামগ্রীগুলোতে কী কী রাসায়নিক দ্রব্য বা উপাদান থাকে তা প্রসাধনী কেনা এবং ব্যবহারের আগে দেখে নেয়া উচিত বলে জানান গবেষকরা ৷