বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৫৭১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে৷ মারা গেছেন দুইজন৷ সবমিলিয়ে শনাক্তের সংখ্যা আট হাজার ২৩১ জন৷ মারা গেছেন ১৭০ জন৷
বিজ্ঞাপন
এখন পর্যন্ত মোট ১৭৪ জন সুস্থ হয়েছেন বলে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা৷
তিনি বলেন, এখন মোট ৩১টি ল্যাবে পরীক্ষা হচ্ছে৷ নতুন তিনটি ল্যাব যুক্ত হয়েছে৷ এগুলো হলো সেন্ট্রাল পুলিশ হাসপাতাল, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ৷
নতুন মারা যাওয়া দুই জনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী৷ একজন ষাটোর্ধ্ব, অন্যজনের বয়স ৫০ থেকে ৬০ এর মধ্যে৷
করোনা শনাক্তে যুক্ত হচ্ছেন বায়োকেমিস্টরা
গ্রাজুয়েট বায়োকেমিস্ট এসোসিয়েশন (জিবিএ)-এর সদস্য বায়োকেমিস্ট এবং মলিকুলার বায়োলজিস্টরা এখন থেকে করোনা শনাক্তকরণ কাজে যুক্ত হচ্ছেন বলে জানিয়েছেন ডা. নাসিমা সুলতানা৷
বুধবার জিবিএ-র সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের আলোচনার পর এই সিদ্ধান্ত হয় বলে জানান তিনি৷ ‘‘এর ফলে বায়োকেমিস্ট এবং মলিকুলার বায়োলজিস্টরা করোনা শনাক্ত করার ব্যাপারে ব্যাপকভাবে সংযুক্ত হবেন,’’ বলে জানান ডা. নাসিমা সুলতানা৷
এখন পর্যন্ত প্রায় দেড়শ জন গ্রাজুয়েট বায়োকেমিস্ট ও মলিকুলার বায়োলজিস্টকে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে জিবিএ৷
উল্লেখ্য, প্রয়োজনের তুলনায় মেডিকেল টেকনোলজিস্ট কম থাকায় নমুনা সংগ্রহ ও করোনা পরীক্ষা নিয়ে বাংলাদেশকে হিমশিম খেতে হচ্ছে৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, বাংলাদেশে মেডিকেল টেকনোলজিস্টের পদ হওয়ার কথা এক লাখ ২৮ হাজার ৭৫টি৷ কিন্তু বর্তমানে কর্মরত আছেন পাঁচ হাজার ১৮৪ জন৷
করোনায় আরো এক পুলিশ প্রাণ হারালেন
পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ৫৫ বছর বয়সি এসআই নাজির উদ্দীন শুক্রবার সকাল ৮টার দিকে রাজারবাগ পুলিশ হাসপাতালে মারা গেছেন৷ ২৫ এপ্রিল থেকে তাঁর করোনা চিকিৎসা চলছিল৷
এই নিয়ে পুলিশের চার সদস্য করোনায় প্রাণ হারালেন৷ বাকি তিনজন হলেন, এএসআই মো. আবদুল খালেক (৩৬), কনস্টেবল মো. আশেক মাহমুদ (৪২) ও কনস্টেবল জসিম উদ্দিন৷
বুধবার পর্যন্ত পুলিশের ৪৭৫ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল৷
এসবির প্রধান অতিরিক্ত আইজিপি মীর শহিদুল ইসলাম বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২৫ এপ্রিল নাজিরের করোনা পজিটিভ আসার পর থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন৷ তাঁর আরো কিছু স্বাস্থ্য সমস্যা থাকায় শুরু থেকেই তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল বলেও জানান তিনি৷
১৯৮৩ সালে পুলিশে যোগ দেয়া নাজিরের গ্রামের বাড়ি পাবনার ভাঙ্গুরায়৷ তিনি দুই সন্তান রেখে গেছেন৷
করোনায় রোজা, করণীয় কী?
মুসলিমদের সবচেয়ে পবিত্র মাস রমজান এসেছে৷ কিন্তু করোনা মহামারি এবারের রমজানকে দিয়েছে অন্য এক রূপ৷ নিজে ও প্রিয়জনকে নিরাপদে রেখে কিভাবে পালন করা যাবে এ মাস?
ছবি: DW/H. Ur Rashid Swapan
করোনাকালে রমজান, কিছু পরামর্শ
রমজান মাসকে বিশ্বজুড়ে ইসলাম ধর্মাবলম্বীরা দেখে থাকেন দানশীলতা, সংযম, আত্মশুদ্ধি ও প্রার্থনার মাস হিসেবে৷ একসঙ্গে নামাজ পড়া ও সারাদিনের রোজা শেষে ইফতার ভাগাভাগি করে নেয়াকেও দেয়া হয় গুরুত্ব৷ কিন্তু চলমান করোনা মহামারি এবারের রমজানকে সবার সামনে হাজির করেছে একটু অন্যভাবে৷ সব দেশের জন্যই এ বিষয়ে কিছু সুনির্দিষ্ট পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷
ছবি: DW/H. Ur Rashid Swapan
রোজা রাখতে ঝুঁকি নেই
রোজা রাখলে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ে, এমন কোনো তথ্য এখনও কোনো গবেষণায় পাওয়া যায়নি৷ ফলে স্বাভাবিক সময়ের মতোই রোজা রাখতে সুস্থ মানুষের কোনো বাধা নেই৷ কিন্তু ধর্মীয় বিধি অনুযায়ীও নানা রোগের ক্ষেত্রে রোজা রাখায় ছাড় দেয়ার কথা বলা হয়েছে৷ কেউ কোভিড-১৯ এ আক্রান্ত হলে এ বিষয়টি বিবেচনায় রাখার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ সেক্ষেত্রে চিকিৎসক ও ধর্মীয় বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে৷
ছবি: DW/H. Ur Rashid Swapan
পুষ্টিকর খাবার, পর্যাপ্ত পানি
কোভিড-১৯ এর কোনো ওষুধ বা প্রতিষেধক এখনও আবিষ্কার হয়নি৷ ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার ওপরই এখন পর্যন্ত ভরসা৷ তাই সারাদিন রোজা রাখার পর ইফতার ও সেহরিতে নানা ধরনের সুষম খাবারের ওপর জোর দেয়া হচ্ছে৷ এছাড়া গরমের ফলে পানিশূন্যতা দূর করতে ইফতার ও সেহরির মধ্যে পর্যাপ্ত পানিও পান করা খুব জরুরি৷
ছবি: Colourbox/Haivoronska_Y
শারীরিক কার্যক্রমে জোর
অন্যসময় রোজা রেখেও কাজকর্ম করার ফলে শরীরে রক্ত চলাচল ও অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকতো৷ কিন্তু করোনার কারণে মানুষের চলাচল সীমিত হওয়ায় কমেছে শারীরিক কার্যক্রমও৷ এজন্য বিজ্ঞানীরা জোর দিচ্ছেন বাসার মধ্য়েই নিয়মিত হালকা ব্যায়াম বা হাঁটাচলা করার জন্য৷ তা না হলে রোজায় শরীরে পড়তে পারে বিরূপ প্রভাব৷
ছবি: Colourbox
শুভেচ্ছা ও সম্ভাষণ
কারো সঙ্গে দেখা হলে হাত মেলানোর রীতি থাকলেও, এবার শারীরিক দূরত্ব বজায় রেখে সম্ভাষণ জানানোর ওপর জোর দেয়া হচ্ছে৷ অনেক দেশে ধর্মীয় আচার ও সংস্কৃতি অনুযায়ী সালাম দেয়া, মাথা নাড়া বা বুকে হাত দিয়ে সম্ভাষণ জানানো হয়৷ এ বছর করোনা সংক্রমণ ঠেকাতে এমন সম্ভাষণকেই স্বাগত জানাচ্ছেন বিজ্ঞানীরাও৷
ছবি: DW/A. Ansari
ঝুঁকিতে থাকাদের বিশেষ ব্যবস্থা
নভেল করোনা ভাইরাস সব বয়সের মানুষকে আক্রান্ত করলেও সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন ষাটোর্ধ্ব ব্যক্তিরা৷ এছাড়া যারা ডায়বেটিস, রক্তচাপ, হৃদযন্ত্রের রোগ, শ্বাসকষ্ট ও ক্যান্সারের মতো দুরারোগ্য রোগে ভুগছেন, তারাও রয়েছেন কোভিড-১৯ এ সবচেয়ে ঝুঁকিতে৷ ফলে রমজানের সময়টাতে এই ব্যক্তিদের সবচেয়ে বেশি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷
ছবি: DW/M. M. Rahman
সামাজিক দূরত্ব
বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও তারাবিসহ অন্যান্য নামাজ মসজিদের বদলে বাসায় পড়ার আহ্বান জানানো হয়েছে৷ কিন্তু তারপরও ইমাম, খতিব, মুয়াজ্জিনসহ যাদের মসজিদে যেতেই হবে, তাদেরও নিজেদের মধ্যে অন্তত এক মিটার দূরত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়েছে৷ এছাড়া ইফতার ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য কেনাকাটার জন্য যারা দোকানে বা বাজারে যাবেন, তাদেরও ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে৷
ছবি: DW/H. Ur Rashid Swapan
পরিষ্কার-পরিচ্ছন্নতা
প্রতিবার নামাজের আগে ওজুর ফলে এমনিতেই পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত হয়৷ কিন্তু এবার একটু বাড়তি সতর্কতা অবলম্বনের কথা বলছেন চিকিৎসকেরা৷ শুধু পানির বদলে পরামর্শ দেয়া হচ্ছে সাবান ব্যবহারের৷ মসজিদেও পর্যাপ্ত পরিচ্ছন্নতা সরঞ্জাম, টিস্যু, ঢাকনাযুক্ত ডাস্টবিন রাখার পরামর্শ দেয়া হচ্ছে৷ পাশাপাশি প্রতিবার নামাজের আগে-পরে কার্পেটসহ মসজিদ ভবনের অন্যান্য ব্যবহার্য বস্তু পরিষ্কার করারও আহ্বান জানানো হচ্ছে৷
ছবি: Imago Images/allover-mev
যাকাত ও সদকা
রমজান মাসে মুসলিমদের দানশীলতার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়৷ তবে যাকাত বা সদকা দেয়ার সময়ও সতর্ক থাকার পরামর্শ দেয়া হচ্ছে৷ যাতে একসঙ্গে বেশি মানুষ জড়ো না হন, সেজন্য এলাকার সবাই মিলে বা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে শৃঙ্খলাবদ্ধ উপায়ে পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷
ছবি: DW/H.U.R. Swapan
মানসিক স্বাস্থ্য
লকডাউন, সামাজিক দূরত্ব ইত্যাদি মানতে গিয়ে মানসিক স্বাস্থ্য পড়ছে হুমকির মুখে৷ রমজানে ধর্মপ্রাণ মানুষ মসজিদে যেতে ও সামাজিক যোগাযোগ বেশি পছন্দ করেন৷ কিন্তু এ বছর তাদেরকে থাকতে হচ্ছে কড়া বিধিনিষেধের মধ্যে৷ পরিবর্তিত পরিস্থিতিতেও যে আত্মশুদ্ধি, প্রার্থনা, দান, সেবা, সবই করা সম্ভব তা প্রচার করার জন্য বিভিন্ন দেশের সরকারে পাশাপাশি ধর্মীয় নেতাদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷
ছবি: picture alliance/empics/D. Lipinski
10 ছবি1 | 10
পোশাক কারখানা বন্ধের সুপারিশ
কারখানা খোলার পর সাভারে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ‘লাগামহীনভাবে’ বাড়ছে জানিয়ে সেখানকার সব পোশাক কারখানা বন্ধ করতে প্রশাসনকে চিঠি দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা৷
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান বরাবর এই চিঠিটি পাঠানো হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি৷
বাংলাদেশকে ইইউর ২৩০ কোটি টাকা, এডিবির ৮৫০ কোটি টাকা
সামাজিক নিরাপত্তা খাতে সংস্কার আনতে বাংলাদেশকে ২৩০ কোটি টাকা (২৪ মিলিয়ন ইউরো) দেয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল৷ এক বিবৃতিতে তারা জানায়, করোনার মতো সংকটের সময় মানুষকে নিরাপদে রাখতে একটি কার্যকর সামাজিক নিরাপত্তা ব্যবস্থা থাকা প্রয়োজন৷
এছাড়া করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে ১০ কোটি ডলার, অর্থাৎ ৮৫০ কোটি টাকা ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)৷ বৃহষ্পতিবার ফিলিপাইন্সে এডিবির বোর্ড সভায় এই ঋণের অনুমোদন দেওয়া হয়৷
বেনাপোল দিয়ে আমদানি শুরু
করোনার কারণে বন্ধ হওয়ার ৩৮ দিন পর বৃহস্পতিবার বেনাপোল স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি হয়েছে৷
জেডএইচ/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
করোনা ভাইরাসে যে দেশে যত মৃত্যু
বিশ্বের ২১০টি দেশে করোনা ভাইরাস ছড়িয়েছে৷ এই মহামারিতে মৃতের সংখ্যাও ক্রমশ বাড়ছে৷ বুধবার অবধি প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এখানে থাকছে করোনা আক্রান্তে শীর্ষে থাকা নয় দেশের কথা৷
ছবি: AFP/A. Weiss
শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র
মার্কিন মুল্লুকে করোনা ভাইরাসের সংক্রমণ কিছুটা দেরিতে শুরু হলেও এখন আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে দেশটি৷ বুধবার অবধি দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ১,০৩৫,৭৬৫ জন, আর মৃতের সংখ্যা ৫৯,২৬৬ জন৷ বিশেষজ্ঞরা মনে করেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ট্রাম্প প্রশাসনের উদাসীনতা দেশটিতে এই পরিস্থিতি সৃষ্টি করেছে৷
ছবি: picture-alliance/Zuma/V. Carvalho
দ্বিতীয় অবস্থানে স্পেন
করোনা সংক্রমণে আক্রান্ত ও মৃতের সংখ্যা বিবেচনা করলে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউরোপের দেশ স্পেন৷ দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৩২,১২৮, আর মৃতের সংখ্যা ২৩,৮২২ জন৷
ছবি: picture-alliance/AP Photo/M. Fernandez
মৃতের সংখ্যায় স্পেনের চেয়ে এগিয়ে ইটালি
ইউরোপের আরেক দেশ ইটালিতে করোনা সংক্রমণের সংখ্যা স্পেনের তুলনায় কম ২০১,৫০৫ জন হলেও মৃতের সংখ্যা ২৭,৩৫৯ জন৷ আশার কথা হচ্ছে, দেশটিতে নতুন আক্রান্তের হার এখন কমতির দিকে৷
ছবি: picture-alliance/NurPhoto/C. Minelli
ফ্রান্সেও ভয়াবহ আঘাত
করোনায় আক্রান্তের সংখ্যা বিচারে ইউরোপে স্পেন ও ইটালির পরেই রয়েছে ফ্রান্স৷ দেশটিতে বুধবার অবধি মৃতের সংখ্যা ২৩,৬৬০ জন, আর আক্রান্ত ১৬৫,৯১১ জন৷
ছবি: AFP/S. Bozon
পঞ্চম যুক্তরাজ্য
সদ্য ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করা যুক্তরাজ্যে করোনার আঘাতে প্রাণ হারিয়েছেন ২১,৬৭৮ জন, আর আক্রান্ত ১৫৯,৯১২ জন৷
করোনা ভাইরাসে ইরানে আক্রান্তের সংখ্যা ৯২,৫৮৪ জন আর মৃতের সংখ্যা ৫,৮৭৭ জন৷ দ্রষ্টব্য: ছবিঘরটি তৈরিতে জনস হপকিন্স ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ডোমিটারস-এ প্রকাশিত তথ্য ব্যবহার করা হয়েছে৷ বিভিন্ন দেশের সরকারি হিসেবের সঙ্গে এই সংখ্যায় মাঝেমাঝে তারতম্য দেখা যায়৷