1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা-আক্রান্ত নেতাও গাড়ি পোড়ানো মামলার আসামী!

১৪ নভেম্বর ২০২০

হঠাৎ করেই রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে৷ রাজধানীতে গাড়িতে আগুন দেওয়ার ঘটনার পর আওয়ামী লীগ দায়ী করছে বিএনপিকে৷ আর বিএনপির দাবি, এ ঘটনার জন্য দায়ী ক্ষমতাসীন দলের লোকেরা৷

Dhaka Bus Brandanschlag Unruhen Opposition 29.11.2013
প্রতীকী ছবিছবি: picture-alliance/AP

রাজধানীতে গত বৃহস্পতিবার ৯টি গাড়িতে অগ্নিসংযোগকরা হয়৷ এই ঘটনায় বিএনপির সাড়ে চারশ' নেতাকর্মীর বিরুদ্ধে ১৪টি মামলা দায়ের হয়েছে৷ ইতিমধ্যে ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এর মধ্যে ২৮ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে৷ আরো অনেক অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে৷

রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলা বিশ্লেষণ করে দেখা গেছে, করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে, হাসপাতালে চিকিৎসাধীন, পঙ্গু হয়ে গৃহবন্দি- বিএনপি'র এমন নেতাদেরও মামলার আসামী করা হয়েছে৷ মামলার তালিকায় আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাশুকুর রহমান, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুসহ অনেক নেতাকর্মী৷ 

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ডয়চে ভেলেকে বলেন, ‘‘সরকারি দল গতানুগতিক ধারায় এই মামলা করেছে৷ এই ঘটনার সঙ্গে বিএনপি নেতাকর্মীদের কোন সম্পৃক্ততা নেই৷ অথচ আমাদের এমন সব নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, যাদের অনেকেই ঘর থেকে বের হতে পারেন না৷ স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বাসা থেকেই বের হন না৷ করোনায় আক্রান্ত হয়ে ইশরাক হোসেন আইসোলেশনে আছেন৷ ওই দিন প্রেস কনফারেন্সে আমার পাশে বসা বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাশুকুর রহমান, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু সপরিবারে করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন৷ এছাড়াও, যুবদলের ভাইস প্রেসিডেন্ট জাকির হোসেন সিদ্দিকী কিছুদিন আগে সাংগঠনিক কাজে ব্রাহ্মণবাড়িয়ায় গিয়েছিলেন৷ সেখানে পুলিশি নির্যাতনের শিকার হন তিনি৷ তার হাত-পা ভেঙে গেছে৷ গত ১৫ দিন যাবত তিনি ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন৷ আরেক ভাইস প্রেসিডেন্ট, মোনায়েম মুন্না ও নুরুল ইসলাম নয়ন, করোনায় আক্রান্ত৷ এছাড়া যুবদলের আরেক ভাইস প্রেসিডেন্ট জাকারিয়া মনজু দুই বছর যাবত পঙ্গুত্ব বরণ করেছেন৷ তিনি বাড়ি থেকে বের হতে পারেন না, চলাফেরাও করতে পারেন না৷ অথচ তাকেও এই গাড়ি পোড়ানো মামলার আসামী করা হয়েছে৷''

‘সরকারি দল গতানুগতিক ধারায় এই মামলা করেছে’: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

This browser does not support the audio element.

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-কমিশনার ওয়ালিদ হোসেন ডয়চে ভেলেকে বলেন, ‘‘শুধু যারা ঘটনাস্থলে থাকেন তাদেরই আসামী করতে হবে এমন কোন কথা নেই৷ ধরেন একটি মার্ডারের ঘটনায় যিনি খুনি তার সঙ্গে নির্দেশদাতাকেও প্রধান আসামী করা হয়৷ সেখানে তো নির্দেশদাতা সরাসরি খুনে জড়িত হন না৷ তাহলে কেন তাকে প্রধান আসামী করা হয়? বিষয়টি কারা পরিকল্পনা করেছেন, কারা নির্দেশ দিয়েছেন এগুলো দেখেই আসামী করা হয়৷ এই ঘটনায় যাদের আসামী করা হয়েছে, তারা সবাই আমাদের কাছে ওয়ানটেড৷ তাদের সবাইকে আমরা গ্রেপ্তার করব৷''

এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার এক অনুষ্ঠানে অগ্নিকান্ডের এ ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেন৷ তিনি বলেন, নির্বাচন ও আন্দোলনে জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি আবারও আগুন-সন্ত্রাসের মাধ্যমে মানুষ পুড়িয়ে প্রতিশোধ নিতে চাচ্ছে৷

তার দাবি, ২০১৩ সালে যাত্রীবেশে বাসে উঠে গান-পাউডার দিয়ে তারা (বিএনপি) যেভাবে আগুন দিয়েছে, এবারও তারা সেভাবেই আগুন দিয়েছে৷ বাস পোড়ানোর ঘটনার ভিডিও ফুটেজ আছে, সবই পুরোনো ও চেনা মুখ৷ এই ঘটনাকে কেন্দ্র করে একটি ফোনালাপের রহস্য উন্মোচনের চেষ্টা করছে পুলিশ, বলে জানা তিনি৷৷

‘শুধু যারা ঘটনাস্থলে থাকেন তাদেরই আসামী করতে হবে এমন কোন কথা নেই’: ডি সি ওয়ালিদ হোসেন

This browser does not support the audio element.

তবে আওয়ামী লীগ নেতাদের এই অভিযোগ অস্বীকার করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে নিশ্চিহ্ন করতে ক্ষমতাসীন আওয়ামী লীগের মদতে বাস পোড়ানোর পুরনো খেলার পুনরাবৃত্তি হচ্ছে৷ শনিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের দ্বি-বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে তিনি এই অভিযোগ করেন৷

বিএনপি মহাসচিব বলেন, ‘‘আপনারা লক্ষ্য করেছেন, গত বৃহস্পতিবার ঢাকায় কতগুলো বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা, কে বা কারা৷ সেটাকে সম্পূর্ণভাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিএনপির ওপরে দোষ চাপানোর চেষ্টা করছে৷ সেই আগের খেলা, সেই ওল্ড গেইম৷''

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ