করোনা আক্রান্তরা এসে পৌঁছানোয় ভারতের একাধিক শহরে জারি হয়েছে ১৪৪ ধারা৷ কড়া নির্দেশ জারি হয়েছে ভারতের অন্যত্র৷
বিজ্ঞাপন
বুধবার থেকে ভারতের রাজস্থানে জারি হয়েছে ১৪৪ ধারায় কার্ফু৷ সেখানের ঝুনঝুনু শহরে এক দম্পতি ও তাদের সন্তানের শরীরে করোনা ভাইরাস ধরা পড়লে সেখানে জারি হয় কার্ফু৷
আক্রান্তদের বাড়ির এলাকায় প্রথমে ১৪৪ ধারা জারি করা হলে পরে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোট তা পুরো রাজ্যের জন্য প্রযোজ্য হবে, বলে জানান৷
আক্রান্ত দম্পতি ৮ মার্চ ইটালি থেকে দেশে ফেরার পরে তাদের পরীক্ষা করা হয়৷ এরপর থেকেই জারি হয়েছে সতর্কতা৷
পাশাপাশি, বিদেশ থেকে আগতদের বাধ্যতামূলকভাবে কোয়ারান্টিনে থাকতে ও স্ক্রিনিং করাতে বলা হচ্ছে৷ পাশাপাশি, এয়ারপোর্ট সংলগ্ন হোটেলগুলিতে কোয়ারান্টিনের ব্যবস্থা করা হয়েছে যাতে সেখানে বিদেশফেরতদের রাখা যায়৷
রাজস্থানে এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে সব ধরনের বড় জমায়েত৷ জেলা পর্যায়ে করোনা ভাইরাস সংক্রমণ পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থার কাজ চলছে৷ অন্যদিকে, রাজ্যের রাজধানী জয়পুরে পরীক্ষার ক্ষমতা দ্বিগুণ করতেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী গেহলোট৷
বাংলাদেশ এবং আশেপাশের দেশে করোনা ভাইরাস
নভেল করোনাভাইরাসকে অনেকটাই সামলে নিয়েছে চীন। প্রকোপ বাড়ছে অন্য অনেক দেশে। দক্ষিণ এশিয়া, অর্থাৎ বাংলাদেশ এবং তার আশেপাশের দেশগুলোতে করোনা কতট আতঙ্ক ছড়িয়েছে? ছবিঘরে দেখুন...
ছবি: DW/S. Hossain
নেপালে করোনা হাসপাতাল
নেপালে করোনা হাসপাতাল
ভরতপুরের চিতওয়ান প্রদর্শন কেন্দ্রে করোনাভাইরাসের সংক্রমণ চিকিৎসার জন্য নতুন হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। ৭২ ঘণ্টার মধ্যে হাসপাতালটি চালু হবে বলে জানিয়েছে নেপাল সরকার। নেপালে এ পর্যন্ত একজনের সংক্রমিত হবার কথা জানা গেলেও প্রকৃত সংখ্যা আরো বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। ওপরের ছবিতে চীন থেকে ফেরা এক নেপালিকে দেখা যাচ্ছে৷ তাকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে৷
ছবি: Reuters/N. Chitrakar
আফগানিস্তানের ২২ জন
আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সেদেশে এ পর্যন্ত মোট ২২ জনের দেহে করোনা ধরা পড়েছে। সংক্রমিতদের সবাই এসেছেন ইরান থেকে।
ছবি: DW/S. T. Shokran
পাকিস্তানে আতঙ্ক বাড়ছে
পাকিস্তানের ডন পত্রিকার খবর অনুযায়ী, সে দেশে এখন পর্যন্ত মোট ১৯৫ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এর মধ্যে দুজন সুস্থ হয়ে উঠেছেন।
ছবি: DW/G. Kakar
ভারতে সংক্রমণ বাড়ছে
ভারতে আতঙ্ক দ্রুত বাড়ছে৷ সে দেশে সংক্রমিতের সংখ্যা এখন ১৩৭ বলা হলেও প্রকৃত সংখ্যা অনেক বেশিও হতে পারে৷
ছবি: Getty Images/Y. Nazir
শ্রীলঙ্কায় ৩৫
শ্রীলঙ্কায় এ পর্যন্ত ৩৫ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে। তাদের মধ্যে একজন সেরে উঠেছেন।
ছবি: Reuters/D. Liyanawatte
মালদ্বীপে জরুরি অবস্থা
দ্বীপ দেশ মালদ্বীপে এ পর্যন্ত ১৩ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। সংক্রমিতদের সবাই বিদেশি। বড় সংকট এড়াতে মালদ্বীপে স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন সে দেশের স্বাস্থ্যমন্ত্রী। গত ১২ই মার্চ এক মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়। মালদ্বীপে এখন পর্যটক যাওয়া বন্ধ। হোটেল, রেস্তোরাঁ, রিসোর্টে পর্যটকদের রাখতে নিষেধ করেছে সরকার।
ছবি: DW/R. Richter
ভুটান ৯৯ শতাংশ মুক্ত
ভুটানের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, তার দেশে এখনো করোনায় সংক্রমিত কোনো রোগী পাওয়া যায়নি। তবে তিনি তার দেশকে একেবারে ঝুঁকিমুক্ত বলতে নারাজ। তার মতে, ভুটানকে শতকরা ৯৯ ভাগ করোনামুক্ত বলা যেতে পারে।
ছবি: AFP
বাংলাদেশ সতর্ক
করোনা ভাইরাসের নতুন এপিসেন্টার এখন ইউরোপ। তাই ব্রিটেন ছাড়া ইউরোপের অন্য সব দেশের সঙ্গে বিমান যোগাযোগ দুই সপ্তাহের জন্য বন্ধ করেছে বাংলাদেশ। এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১০ জন, তার মধ্যে দুজন এখন পুরোপুরি সুস্থ। এছাড়া ১৬ জন রয়েছেন আইসোলেশনে এবং ৪৩ জন সরকারি ব্যবস্থায় কোয়ারান্টিনে।
ছবি: DW/S. Hossain
8 ছবি1 | 8
ভারতের অন্যত্রও জারি ১৪৪ ধারা
অন্যদিকে, দেশের রাজধানী দিল্লির পাশের শহর নয়ডায় দুজনের শরীরে পাওয়া গেছে করোনা ভাইরাস৷ নয়ডা পুলিশ কমিশনারেটের একটি টুইট থেকে জানা যায়া, আক্রান্ত দুজনই সম্প্রতি ফ্রান্স ঘুরে এসেছেন৷
তিন হাজার মানুষের বসবাস এমন একটি আবাসনে থাকেন তারা৷ সংক্রমণ ধরা পড়ার পর আবাসনের বাসিন্দাদের করোনা লক্ষণের জন্য পরীক্ষা করা হয়৷ কিন্তু এখনও সেখান থেকে নতুন কোনো সংক্রমণের খবর পাওয়া যায়নি৷
কিন্তু বুধবার থেকে গোটা নয়ডায় জারি আছে ১৪৪ ধারা৷ মহারাষ্ট্রের নাসিক শহরে ৪জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেলে সেখানেও জারি করা হয়েছে ১৪৪ ধারা৷ এছাড়াও, ১৪৪ ধারা জারি করা হয়েছে কর্ণাটকের কোডাগু জেলায়৷
বর্তমানে, ভারতে আক্রান্তদের মোট সংখ্যা ১৯৭, মারা গেছেন ৪ জন৷