1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা আটকাতে ভারতের বিভিন্ন অংশে ১৪৪ ধারা

১৯ মার্চ ২০২০

করোনা আক্রান্তরা এসে পৌঁছানোয় ভারতের একাধিক শহরে জারি হয়েছে ১৪৪ ধারা৷ কড়া নির্দেশ জারি হয়েছে ভারতের অন্যত্র৷

Corona Auswirkungen weltweit / Indien
ছবি: Reuters/M. Sabharwal

বুধবার থেকে ভারতের রাজস্থানে জারি হয়েছে ১৪৪ ধারায় কার্ফু৷ সেখানের ঝুনঝুনু শহরে এক দম্পতি ও তাদের সন্তানের শরীরে করোনা ভাইরাস ধরা পড়লে সেখানে জারি হয় কার্ফু৷

আক্রান্তদের বাড়ির এলাকায় প্রথমে ১৪৪ ধারা জারি করা হলে পরে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোট তা পুরো রাজ্যের জন্য প্রযোজ্য হবে, বলে জানান৷

আক্রান্ত দম্পতি ৮ মার্চ ইটালি থেকে দেশে ফেরার পরে তাদের পরীক্ষা করা হয়৷ এরপর থেকেই জারি হয়েছে সতর্কতা৷

পাশাপাশি, বিদেশ থেকে আগতদের বাধ্যতামূলকভাবে কোয়ারান্টিনে থাকতে ও স্ক্রিনিং করাতে বলা হচ্ছে৷ পাশাপাশি, এয়ারপোর্ট সংলগ্ন হোটেলগুলিতে কোয়ারান্টিনের ব্যবস্থা করা হয়েছে যাতে সেখানে বিদেশফেরতদের রাখা যায়৷

রাজস্থানে এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে সব ধরনের বড় জমায়েত৷ জেলা পর্যায়ে করোনা ভাইরাস সংক্রমণ পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থার কাজ চলছে৷ অন্যদিকে, রাজ্যের রাজধানী জয়পুরে পরীক্ষার ক্ষমতা দ্বিগুণ করতেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী গেহলোট৷

ভারতের অন্যত্রও জারি ১৪৪ ধারা

অন্যদিকে, দেশের রাজধানী দিল্লির পাশের শহর নয়ডায় দুজনের শরীরে পাওয়া গেছে করোনা ভাইরাস৷ নয়ডা পুলিশ কমিশনারেটের একটি টুইট থেকে জানা যায়া, আক্রান্ত দুজনই সম্প্রতি ফ্রান্স ঘুরে এসেছেন৷

তিন হাজার মানুষের বসবাস এমন একটি আবাসনে থাকেন তারা৷ সংক্রমণ ধরা পড়ার পর আবাসনের বাসিন্দাদের করোনা লক্ষণের জন্য পরীক্ষা করা হয়৷ কিন্তু এখনও সেখান থেকে নতুন কোনো সংক্রমণের খবর পাওয়া যায়নি৷

কিন্তু বুধবার থেকে গোটা নয়ডায় জারি আছে ১৪৪ ধারা৷ মহারাষ্ট্রের নাসিক শহরে ৪জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেলে সেখানেও জারি করা হয়েছে ১৪৪ ধারা৷ এছাড়াও, ১৪৪ ধারা জারি করা হয়েছে কর্ণাটকের কোডাগু জেলায়৷

বর্তমানে, ভারতে আক্রান্তদের মোট সংখ্যা ১৯৭, মারা গেছেন ৪ জন৷

এসএস/কেএম (সূত্র: ইন্ডিয়া টুডে, এএনআই)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ