ভারতে করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়াতে শুরু করল৷ কেরালা, মহারাষ্ট্র, বিহার এবং রাজস্থানে চীন থেকে আসা আটজনকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে৷ তাদের জ্বর, সর্দি কাশি থাকায় কোনো ঝুঁকি নেওয়া হয়নি৷
বিজ্ঞাপন
প্রথমে কেরালা, তারপর মহারাষ্ট্র, বিহারের পর এ বার রাজস্থান৷ করোনাভাইরাসের আতঙ্ক গ্রাস করছে ভারতকে। রাজস্থানে চীন থেকে সর্দি জ্বর নিয়ে আসা একজনের মধ্যে করোনা ভাইরাসের কিছু লক্ষণ পাওয়া গিয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন৷ তাঁকে হাসপাতালে একেবারে আলাদা করে রাখা হয়েছে৷ উহান থেকে এমবিবিএস পাস করে তিনি সদ্য দেশে ফিরেছেন৷ হাসপাতালের সুপার ডিএস মিনা জানিয়েছেন, উহান থেকে আসা চিকিৎসককে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে৷ স্যাম্পল পুনের ল্যাবরেটারিতে পাঠানো হয়েছে৷ তাঁরা রিপোর্টের অপেক্ষায় আছেন৷ বস্তুত যাঁরাই চীন বা তার আশপাশের দেশ থেকে আসছেন, তাঁদের প্রথমে বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিং এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে৷ সেখান থেকে আসা যাত্রীদের সর্দি বা জ্বর দেখলেই আলাদা করে রাখা হচ্ছে৷ মুম্বইয়ে এ ভাবে একজনকে আলাদা রাখা হয়েছে৷ সবলমিলিয়ে চীন ফেরত মোট আটজনকে এভাবে আলাদা রেখে দেখা হচ্ছে৷
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন প্রতিদিন রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ রাখছেন৷ বৈঠক হচ্ছে। সোমবার নেপাল সীমান্তেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের পানিট্যাঙ্কি ও উত্তরাখণ্ডের পিথোরাগড়কে বিশেষভাবে সতর্ক করা হয়েছে৷ নেপালে একজন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ভারত কোনও ঝুঁকি নিতে চাইছে না৷ প্রবীণ সাংবাদিক সুরেশ উপাধ্যায় ডয়চে ভেলেকে জানিয়েছেন, স্বাস্থ্য পরিষেবা দেওয়ার মূল দায়িত্ব রাজ্য সরকারের৷ তাই তাঁদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখাটা খুব জরুরি৷ হর্ষবর্ধন সেটাই করছেন৷
করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষার উপায়
বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ এ থেকে নিজেকে রক্ষার কিছু উপায়ের কথা থাকছে ছবিঘরে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনের ভিত্তিতে পরামর্শগুলো দেয়া হলো৷
ছবি: Getty Images/X. Chu
কিছু না থাকার চেয়ে ভালো
ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে এমন মাস্ক কার্যকর বলে প্রমাণিত না হলেও এগুলো অন্তত কিছু জীবাণু মুখ কিংবা নাকে যাওয়া ঠেকাতে পারে৷ এর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, মাস্ক পরা থাকলে মানুষের হাত যখন-তখন মুখ বা নাকে যায় না৷ আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে এমন মাস্ক অন্যদের আক্রমণ থেকে বাঁচাবে৷
ছবি: Getty Images/Stringer
হাত ধোয়া
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শে কিন্তু মাস্ক পরার কথা নেই৷ তাদের এক নম্বর পরামর্শটি হচ্ছে নিয়মিত ভালোভাবে হাত ধোয়া৷ সবচেয়ে ভালো হয় অ্যালকোহলসমৃদ্ধ তরল ব্যবহার করা, যেমনটা ছবিতে দেখতে পাচ্ছেন৷
ছবি: picture-alliance/dpa/S. Pilick
সাবান, পানি হলেও চলবে
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, পানি ও সাবান দিয়ে হাত ধুলেও চলবে৷ তবে নিশ্চিত করতে হবে যেন পুরো হাত ভালোভাবে ধোয়া হয়৷
ছবি: picture alliance/dpa/C. Klose
সঠিকভাবে হাঁচি-কাশি দেয়া
ছবিটি ভালোভাবে খেয়াল করুন৷ হাঁচি-কাশি দেয়ার সময় ঠিক এভাবে মুখ আর নাক ঢাকতে হবে৷ তবে টিস্যুও ব্যবহার করতে পারেন৷ সেক্ষেত্রে ব্যবহারের পর টিস্যুটি দূরে ফেলে দিয়ে হাত ভালোভাবে ধুতে হবে৷ তেমনিভাবে শার্ট আর সোয়েটারটিও ধুয়ে ফেলতে হবে৷
ছবি: Fotolia/Brenda Carson
দূরে থাকুন!
এই পরামর্শটি সবার জন্য কার্যকর নাও হতে পারে৷ সেটি হচ্ছে, যার জ্বর ও কাশি আছে তার কাছ থেকে দূরে থাকুন৷ আপনার যদি অসুস্থ মানুষের সেবা করতে হয় তাহলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিন৷
ছবি: picture alliance/empics
জ্বর হলে ডাক্তারের কাছে যান, ঘুরতে নয়!
জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্ট হলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যেতে হবে৷ যেখানে জনসমাগম বেশি সেসব জায়গায় যাওয়া থেকে বিরত থাকুন৷
ছবি: Reuters/P. Mikheyev
অর্ধসিদ্ধ নয়!
মাংস খুব ভালোভাবে রান্না করতে হবে৷ অর্ধসিদ্ধ হলে চলবে না৷ কাচা মাংস, দুধ কিংবা প্রাণীর অঙ্গপ্রত্যঙ্গ এমনভাবে নড়াচড়া করতে হবে যেন সেগুলো রান্না হয়নি এমন খাবারের সংস্পর্শে আসতে না পারে৷
ছবি: picture-alliance/Ch. Mohr
7 ছবি1 | 7
উহানে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার জন্য এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৩৭ বিমান তৈরি রাখা আছে৷ উহানে প্রচুর ভারতীয় ছাত্র ডাক্তারি পড়েন৷ চীনের নববর্ষের ছুটি উপলক্ষে তাঁদের অনেকে দেশে ফিরেছেন৷ অনেকে আবার থেকেও গিয়েছেন৷ কতজন এখন উহানে আছেন, সেই তথ্য মন্ত্রকের কাছে নেই৷ আর করোনাভাইরাস যাতে না ছড়ায়, সে জন্য উহানকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। সেখান থেকে বিমান উড়ছে না। তাই এয়ার ইন্ডিয়ার বিমানও যেতে পারছে না৷ বাকি যানবাহনও কার্যত চলছে না৷ আটকে থাকা এক ছাত্র কামরানের বাবা জানিয়েছেন, ''আমার ছেলের কাছে কোনও খাবার নেই৷ সব দোকান বন্ধ৷ ওদের বাড়ি থেকে বেরতে নিষেধ করে দেওয়া হয়েছে৷'' এমনকী, বেজিংয়ে কর্মরত ভারতীয় সাংবাদিকরা সামাজিক মাধ্যমে পোস্ট করে বলছেন, রাজধানী শহরেও দোকান থেকে খাবার জিনিস দ্রুত উধাও হয়ে যাচ্ছে৷ এই অবস্থায় উহান থেকে ভারতীয়দের দেশে ফেরানো নিয়ে সরকার রীতিমতো চিন্তিত৷
চিকিৎসকরা মনে করছেন, সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য সধারণ মানুষকেও কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়াটা জরুরি৷ চিত্তরঞ্জন পার্কের বিশেষজ্ঞ চিকিৎসক পার্থ প্রতিম বসু ডয়চে ভেলেকে বলেছেন, ''কিছু খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুতে হবে৷ হাঁচি,কাশি হলে, মুখ ও নাক কাপড় দিয়ে ঢেকে নিতে হবে৷ মাংস ও ডিম খুব ভালো করে সেদ্ধ করে খেতে হবে৷ কারও সর্দি, কাশি, জ্বরের লক্ষ্ণণ থাকলে সঙ্গে সঙ্গে সতর্ক হতে হবে৷ পশুদের সংস্পর্শও এড়িয়ে যাওয়া উচিত৷ আতঙ্কগ্রস্ত হওয়ার দরকার নেই। আবার ন্যুনতম স্বাস্থ্যবিধি পালন করাটাও জরুরি৷''
উহান যেন মাস্কের নগরী
চীনা নববর্ষ উপলক্ষ্যে সপ্তাহব্যাপী ছুটি শুরু শুক্রবার থেকে৷ কিন্তু করোনাভাইরাসের কারণে এই উৎসবই এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে৷ ভাইরাসের কারণে চীনের উহান শহরে জনজীবন প্রায় থমকে গেছে৷ মৃত্যু হয়েছে ২৫ জনের, আক্রান্ত ৮৩০৷
ছবি: Getty Images/X. Chu
বন্ধ গণপরিবহন
উহানসহ আশেপাশের অন্তত ১০টি নগরীতে গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে৷
ছবি: Getty Images
বন্ধ উপাসনালয় ও বিনোদন পার্ক
ভিড় এড়াতে উহানসহ কয়েকটি নগরীতে মন্দির এবং বিনোদন পার্ক বন্ধ করে দেওয়া হয়েছে৷ সাধারণত চীনা নববর্ষের ছুটিতে মন্দিরে মেলা আয়োজন করা হয়, বিনোদন পার্কে থাকে উপড়ে পড়া ভিড়৷
ছবি: Reuters/C. Garcia Rawlins
উহানে নতুন হাসপাতাল
করোনা ভাইরাস অত্যন্ত ছোঁয়াচে এবং মানুষ থেকে মানুষে ছড়ায়৷ এ কারণে ঝুঁকি কমাতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় উহানে আলাদা একটি এক হাজার শয্যার হাসপাতাল তৈরির কাজ দ্রুত গতিতে চলছে৷
ছবি: AFP/STR
ডাব্লিউএইচও-র জরুরি অবস্থা ঘোষণা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার চীনে জরুরি অবস্থা ঘোষণা করেছে৷ তবে এখনই একে মহামারি ঘোষণা করা হচ্ছে না৷
ছবি: Reuters/Kim Hong-Ji
তারপরও থেমে নেই জীবন
উহান রেলস্টেশনে নামা যাত্রী হু বলেন, ‘‘আমি কী করতে পারি? চীনা নববর্ষ শুরু হয়েছে৷ আমাকে আমার পরিবারের সঙ্গে দেখা করতেই হবে৷’’
ছবি: AFP/M. Ralston
বাজার থেকে ছড়িয়েছে ভাইরাস
উহানে প্রথম করোনা ভাইরাসের প্রকোপ শুরু হয়৷ সেখানে বন্যপ্রাণী কেনাবেচার একটি অবৈধ বাজার থেকে রোগ ছড়িয়েছে বলে ধারণা করা হয়৷
ছবি: Getty Images/Wang He
সাপ থেকে মানব দেহে
সাপ থেকে মানব দেহে করোনা ভাইরাস ছড়িয়েছে বলেও ধারণা করা হচ্ছে৷
উহানে করোনা ভাইরাস প্রতিরোধে শুরুতেই সরকার গুরুত্বের সঙ্গে ব্যবস্থা নিলে রোগ এতটা ছড়াতে পারতো না বলে মনে করেন অনেকে৷
ছবি: Getty Images/A. Kwan
চীন ছাড়িয়ে অন্য দেশে
এখন পর্যন্ত চীন ছাড়া থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে৷ তবে অন্য কোথাও মৃত্যুর খবর এখনো শোনা যায়নি৷