বিশ্বে নতুন নতুন দেশ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে৷ ভারতে বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ ইটালি, ইরানের পরিস্থিতির উন্নতি হয়নি৷
বিজ্ঞাপন
রবিবার বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ মিলেছে৷ এখনও পর্যন্ত ৩ জনের শরীরে এই জীবাণু মিলেছে বলে জানিয়েছে সরকার৷ অন্যদিকে, রবিবার ভারতে আরও পাঁচ জনের শরীরে করোনা ভাইরাস মিলেছে৷ যার জেরে মোট আক্রান্তের সংখ্যা ৩৯ এ পৌঁছে গেছে৷
করোনার এই সংক্রমণের কারণে আগামী ১৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরও বাতিল হয়েছে৷ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা ছিল৷ কিন্তু করোনার কারণে সেই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে বাংলাদেশের তরফ থেকে জানানো হয়েছে৷ অন্যদিকে, এই প্রথম বাতিল হল শান্তিনিকেতনের বসন্ত উৎসব৷ গোটা আশ্রম প্রাঙ্গন ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে৷ পর্যটকদের আশ্রমের ভিতরে ঢুকতেই দেওয়া হচ্ছে না৷
ইউরোপের দেশগুলোর মধ্যে ইটালিতে মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে৷ গত ২৪ ঘণ্টায় সেখানে মারা গিয়েছেন ১৩৩ জন৷ সব মিলিয়ে শুধু ইটালিতেই এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৬৬ জন৷ আক্রান্ত সাত হাজার ৩৭৫ জন৷
করোনায় করণীয়
করোনা প্রতিরোধে কী করতে হবে তা নিয়ে একটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআর৷ ছবিঘরে দেখুন বিস্তারিত৷
ছবি: picture-alliance/dpa/ZUMA Wire/Cdc
বাংলাদেশে করোনা ভাইরাস
আট মার্চ বাংলাদেশে প্রথমবারের মতো করোনা ভাইরাস আক্রান্ত তিন রোগী শনাক্তের ঘোষণা দিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর৷ ইনস্টিটিউটের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে দুজন সম্প্রতি ইটালি থেকে ফিরেছেন৷ পরবর্তীতে তাদের একজনের সংস্পর্শে পরিবারের আরেক সদস্য আক্রান্ত হয়েছেন৷ তাদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে৷
ছবি: Privat
করোনা যেভাবে ছড়ায়
মোট সাতটি প্রজাতির করোনা ভাইরাস মানুষের দেহে সংক্রমিত হতে পারে৷ তার একটি ২০১৯ এন করোনা ভাইরাস৷ এই ভাইরাসটি প্রথমে প্রাণী থেকে মানুষে এবং এখন তা মানুষ থেকে মানুষে সংক্রমিত হচ্ছে৷ এটি ফুসফুসে সংক্রমণ ঘটায়৷ হাঁচি, কাশি, কফ, থুথু বা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শেও এই রোগ ছড়ায়৷
ছবি: picture-alliance/dpa/ZUMA Wire/Cdc
যেসব লক্ষণ দেখা যায়
শরীরে নভেল করোনা ভাইরাস প্রবেশের পর দুই থেকে ১৪ দিনের মধ্যে লক্ষণ দেখা দেয়৷ বেশিরভাগ ক্ষেত্রে প্রথমে জ্বর হয়৷ এছাড়াও শুকনো কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট, নিউমোনিয়া হতে পারে৷ কারো ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, হৃদরোগ, কিডনি সমস্যা, ক্যান্সার থাকলে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিকল হতে পারে৷
ছবি: picture-alliance/dpa/XinHua/Xiong Qi
কী করবেন?
প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতাই একমাত্র উপায়৷ ঘন ঘন সাবান ও পানি দিয়ে অন্তত ২০ সেকেন্ড সময় ধরে হাত ধুতে হবে৷ অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ স্পর্শ করা যাবে না৷ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলতে হবে৷ হাঁচি, কাশি দেয়ার সময় বাহু, টিস্যু বা কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখতে হবে৷ অসুস্থ পশু-পাখির সংস্পর্শ এড়িয়ে চলুন৷ মাছ-মাংস ভালোভাবে রান্না করে খান৷
ছবি: Reuters/R. Patrasso
চিকিৎসা কী?
এন করোনা ভাইরাস নতুন হওয়ায় এর কোন টিকা বা ভ্যাকসিন এখনও আবিষ্কার হয়নি৷ চিকিৎসা লক্ষণভিত্তিক৷
ছবি: picture-alliance/dpa/XinHua/C. Min
অসুস্থ হলে করণীয়
অসুস্থ হলে ঘরে থাকতে পরামর্শ দিয়েছে আইইডিসিআর৷ তবে মারাত্মক অসুস্থ হলে নিকটস্থ সদর হাসপাতালে যেতে হবে৷ রোগীকে মাস্ক ব্যবহার করতে হবে৷
ছবি: Reuters/W. Rattay
সরকারের নির্দেশনা
কেউ যদি চীন, সিঙ্গাপুর, জাপান, দক্ষিন কোরিয়া, ইতালি, ইরান এসব দেশে ভ্রমণ করে থাকেন এবং ফিরে আসার ১৪ দিনের মধ্যে যদি জ্বর-কাশি-গলা-ব্যথা-শ্বাসকষ্ট দেখা দেয়, তাহলে অতি দ্রুত আইইডিসিআর-এর হটলাইন নাম্বারে যোগাযোগ করুন এবং কুয়েত-মৈত্রী সরকারি হাসপাতালের ডাক্তারের পরামর্শ নিন৷
সৌদি আরব দেশটির পূর্ব প্রান্তের কাতিফ অঞ্চল অবরুদ্ধ করে দিয়েছে৷ সেখান থেকেই দেশের অন্যপ্রান্তে ভাইরাস দ্রুত ছড়াচ্ছিল বলে সে দেশের প্রশাসন জানিয়েছে৷ কাতারও দেশের সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে৷ ১৪ টি দেশের নাগরিককে আপাতত সে দেশে ঢুকতে দেওয়া হবে না বলেও কাতারের প্রশাসন নোটিস জারি করেছে৷ যার মধ্যে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানও আছে৷ ইরানে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৪৯ জনের৷ সে দেশে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ১৯৪৷ এরই মধ্যে রবিবার বাগদাদে জড়ো হন প্রতিবাদকারীরা৷ তাঁদের বক্তব্য, করোনা ভাইরাসের মোকাবিলায় দেশের সাধারণ মানুষের জন্য ঠিকভাবে ব্যবস্থা নিচ্ছে না ইরান সরকার৷ দেওয়া হচ্ছে না যথেষ্ট মাস্ক এবং গ্লাভস৷
ইটালি, ইরান, দক্ষিণ কোরিয়ার পাশাপাশি করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ফ্রান্স এবং সুইজারল্যান্ডে৷ রবিবার ফ্রান্সে ৩ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে৷ দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন এক হাজার ১২৬ জন৷ সুইজারল্যান্ডেও দুই জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত ২৮১৷ জার্মানি নির্দেশ দিয়েছে এক হাজার লোকের বেশি কোনও জমায়েত আপাতত করা যাবে না৷ এখনও পর্যন্ত জার্মানিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৮৪৭৷
এ দিকে করোনার প্রভাব পড়তে শুরু করেছে অর্থনীতিতেও৷ সোমবার জাপানের শেয়ার বাজারে পতন হয়েছে৷ বাজার খোলার পরই সূচক ৬ শতাংশ কমে যায়৷ ভারতের শেয়ার বাজারেও পতন চলছে গত কয়েক দিন ধরে৷ তবে তার জন্য করোনা ভাইরাস কতটা দায়ী, তা নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে বিতর্ক আছে৷
এসজি/জিএইচ (রয়টার্স, এপি, পিটিআই)
করোনায় বাতিল যত আয়োজন
ফ্যাশন শো থেকে অপেরা হাউজ, মেলা বা নানা সাংস্কৃতিক আয়োজন; করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে একের পর এক অনুষ্ঠান আয়োজন বাতিল হয়ে যাচ্ছে৷
ছবি: Imago Images/Zuma Press/MGM
‘নো টাইম টু ডাই’
জেমস বন্ডের হাতে হয়তো আরো কিছুটা সময় আছে৷ তাই ড্যানিয়েল ক্রেগ অভিনীত ‘নো টাইম টু ডাই’ সিনেমার মুক্তির তারিখ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে৷ এপ্রিলে জেমস বন্ড সিরিজের এই সিনেমাটি মুক্তির কথা ছিল৷ কিন্তু করোনা ভাইরাস বিশ্বজুড়ে যে আতঙ্ক সৃষ্টি করেছে তাতে প্রযোজক ঝুঁকি নিতে চান না৷
ছবি: Imago Images/Zuma Press/MGM
ভেনিস আর্কিটেকচার বিয়েনালে
মে মাসে শুরু হওয়ার কথা থাকলেও মর্যাদাপূর্ণ এই আয়োজনটি তিনমাস পিছিয়ে আগস্টে নিয়ে যাওয়া হয়েছে৷ ২৯ আগস্ট থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে এটি৷
ছবি: picture-alliance/S. Lubenow
লন্ডন বইমেলা
মার্চের ১০ থেকে ১২ তারিখ লন্ডনে বইমেলা হওয়ার কথা ছিল৷ কিন্তু কর্মীদের নিরাপত্তার খাতিরে বেশ কয়েকটি বড় প্রকাশক মেলায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিলে মেলা বাতিল ঘোষণা করা হয়৷
ছবি: Getty Images/AFP/C. De Souza
ম্যুজিকমেসে ফ্রাঙ্কফুর্ট
করোনা ভাইরাসের কারণে সংগীত বিষয়ে ইউরোপের সবচেয়ে বড় মেলা ‘ম্যুজিকমেসে ফ্রাঙ্কফুর্ট’ স্থগিত করা হয়েছে৷ আগামী ২ থেকে ৪ এপ্রিল এই মেলা হওয়ার কথা ছিল৷ এবার মেলার ৪০তম বার্ষিকী উদযাপনের পরিকল্পনা ছিল৷
ছবি: picture-alliance/dpa/F. Sommer
লাইপসিশ বইমেলা
করোনার কারণে লাইপসিশ বইমেলাও বাতিল করা হয়েছে৷ জার্মানির দ্বিতীয় বৃহৎ বইমেলাটি আগামী ১২ থেকে ১৫ মার্চ হওয়ার কথা ছিল৷
ছবি: Stiftung Buchkunst/Carolin Blöink
আইটিবি ট্রাভেল ট্রেড শো (বার্লিন)
ভ্রমণ বিষয়ে বিশ্বের সবচেয়ে বড় এই মেলার আয়োজনও শেষ মুহূর্তে বাতিল করেছেন আয়োজকরা৷
ছবি: Imago/V. Hohlfeld
দ্য ল্যুভর
বিশ্বজুড়ে পর্যটকদের প্যারিস ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ ল্যুভর মিউজিয়াম৷ ফ্রান্সে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর সেটি বন্ধ করে দেওয়া হয়েছে৷
ছবি: Imago Images/PanoramiC/J.B. Autissier
মিলান ডিজাইন সপ্তাহ
প্রতিবছর এপ্রিলে সারা বিশ্বের পেশাদার ডিজাইনার, শিল্পী ও কোম্পানি নতুন নতুন আসবাবপত্রের নকশা এবং ইন্টেরিয়র ডিজাইন দেখতে মিলান যান৷ করোনা ভাইরাসের কারণে আয়োজকরা মেলা পিছিয়ে জুনে নিয়ে গেছেন৷
ছবি: Phillip K. Smith
লা স্কালা অপেরা হাউজ
ইটালির অভিজাত অপেরা হাউজগুলোর একটি মিলানের লা স্কালা৷ আগামী ৮ মার্চ পর্যন্ত যেটি বন্ধ ঘোষণা করা হয়েছে৷
ছবি: AP
কে-পপ কনসার্ট
দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর কে-পপ বয় ব্যান্ড ‘বিটিএস’ সৌল অলিম্পিক স্টেডিয়ামে তাদের চারটি কনর্সাট বাতিল করেছে৷
ছবি: Facebook/BTS Official
‘মিশন ইম্পসিবল’
ইটালিতে করোনা ভাইরাস শনাক্তের পর টম ক্রুজ ভেনিসে তার ‘মিশন ইম্পসিবল’ সিনেমার শুটিং বাতিল করেছেন৷