জার্মানির স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, রেস্তোরাঁগুলোতে স্বাস্থ্যবিধি ঠিকভাবে না মানায় ইতিমধ্যে লোকজন নতুন করে সংক্রমিত হতে শুরু করেছে। এর ফলে মুরমারলান্ডের এক রেস্তোরাঁয় মালিকসহ ১০ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এছাড়া কয়েকটি গির্জাতেও সংক্রমণ ধরা পড়ার খবর জানিয়েছে স্বাস্থ্য দপ্তর।
জার্মানির দুজন প্রখ্যাত চিকিৎসক মনে করেন, আগামী গ্রীষ্মের ছুটিতে সংক্রমণ ভয়াবহ হারে বাড়তে পারে। সেরকম হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যাবে বলেও মনে করেন তারা।
ফ্রাংকফুট বিশ্ববিদ্যালয়ের গবেষক ও চিকিৎসট মাক্স গেরেডস বার্তাসংস্থা ডিপিএকে বলেছেন, জার্মানিতে খুব বেশি মানুষের এখন ইমিউনিটি নেই। ফলে করোনার দ্বিতীয় স্রোত শুরু হলে সংক্রমণ এবং মৃত্যু নিয়ন্ত্রণ করা খুব কঠিন হবে। আসন্ন গ্রীষ্মের ছুটিতে অনেক পর্যটক আসবে জার্মানিতে। সতর্ক না হলে তখন এমন পরিস্থিতির আশঙ্কা করছেন তিনি। লাইবনিৎস-এর হায়ো সিপ-ও তার সঙ্গে একমত।
ডেভিস ভ্যান ওডর্প/এসিবি
জার্মানিতে রেস্তোরাঁ আর বার আবার খুলেছে
কোভিড-১৯-এর জন্য কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর জার্মানিতে বার আর রেস্তোরাঁগুলো আবার খুলতে শুরু করেছে। সেখানে শুরু হয়েছে খানাপিনা। তবে স্বাস্থ্যবিধি মানতে হচ্ছে সবাইকে। দেখুন ছবিঘরে...
ছবি: picture-alliance/dpa/A. Dedert
ফিরছে স্বাভাবিক ছন্দ
স্যাক্সনি রাজ্যের ড্রেসডেন শহরের এক রেস্তোরাঁর টেবিল পরিষ্কার করছেন এক কর্মী। বার্লিন, ব্রাণ্ডেনবুরগ, হেসে, স্যাক্সনি এবং থুরিঙিয়ার বার এবং রেস্তোরাঁগুলো খোলার অনুমতি পেয়েছে ১৫ মে থেকে। মেকলেনবুর্গ, ওয়েস্টার্ন-পমারানিয়া, নর্থ রাইন-ওয়েস্টফালিয়া, লোয়ার স্যাক্সনি, হামবুর্গ এবং রাইনল্যান্ড পালাটিনাটের রেস্তোরাঁ আর বার তার আগেই খুলেছে।
ছবি: picture-alliance/dpa/R. Michael
পুতুলের সঙ্গে পানাহার
পাশাপাশি বসে পানাহার করা যাবে না। সোশ্যাল ডিসট্যান্স বজায় রাখতে অনেক আসনে মানুষের জায়গায় বসানো হয়েছে পুতুল।সুতরাং আপনার পাশে মানুষের আকৃতির কোনো-না-কোনো পুতুল থাকবেই।
ছবি: picture-alliance/dpa/J. Stratenschulte
সব জীবাণুমুক্ত
স্বাস্থ্যবিধি মানার বাধ্যবাধকতা মেনেই খুলতে হচ্ছে রেস্তোরা, বার। খেতে বসলে অনেক টেবিলে দেখা যাবে 'দয়া করে সব জীবাণুমুক্ত করুন’ লেখা বিজ্ঞপ্তি। অর্থাৎ, খাওয়া শুরুর আগে হাত খুব ভালো করে ধুয়ে নেয়া একান্ত কর্তব্য।
ছবি: picture-alliance/dpa/S. Sauer
খোলা আকাশের নীচে খাওয়া-দাওয়া
বার্লিনের এক রেস্তোরাঁর বাইরে চলছে খাবার পরিবেশনের প্রস্তুতি। করোনায় সংক্রমণ এড়াতে অনেকরেস্তোরাঁ কর্তৃপক্ষকে শুধু খোলা আকাশের নীচে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
ছবি: picture-alliance/dpa/J. Kalaene
সংখ্যা খুব গুরুত্বপূর্ণ
খাওয়া শুরুর আগে মাস্ক পরে থাকলে ভালো। সংক্রমণ ছড়িয়ে পড়লে দরকার হতে পারে ভেবে অনেক রেস্তোরাঁ কর্তৃপক্ষ ক্রেতাদের টেলিফোন নাম্বার এবং বাড়ির ঠিকানা জানতে চায়। এক ঘর থেকে সর্বোচ্চ দুজন অতিথি নেয়ার নিয়মও রয়েছে কিছু রেস্তোরাঁয়।