1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা: ইটালিতে এক দিনে সব চেয়ে বেশি মৃত্যু

১১ মার্চ ২০২০

গত ২৪ ঘণ্টায় করোনার প্রকোপে শুধু ইটালিতেই মৃত্যু হয়েছে ১৬৮ জনের। বিশ্বে মৃত্যুর সংখ্যা ছাড়ালো চার হাজার।

ছবি: picture-alliance/AA/F. Bahrami

গোটা দেশ অবরুদ্ধ। ৬ কোটি মানুষ আইসোলেশনে। বন্ধ দেশের সীমান্ত। তবু করোনার প্রকোপ এতটুকু কমেনি ইটালিতে। মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে ১৬৮ জনের। ইটালিতে এটাই এখনও পর্যন্ত করোনায় এক দিনে সব চেয়ে বেশি মৃত্যু। যার জেরে ইটালিতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যুর সর্ব মোট সংখ্যা দাঁড়াল ৬৩১। আক্রান্ত ১০ হাজারেরও বেশি মানুষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে চার হাজারেরও বেশি ব্যক্তির। আক্রান্ত এক লক্ষ ১৩ হাজার মানুষ। করোনার হাত থেকে বেঁচে ফিরেছেন ৬৪ হাজার জন। 

এ দিকে মঙ্গলবার তুরস্কে প্রথম করোনা ভাইরাসের রোগী পাওয়া গিয়েছে। তুরস্ককে ঘিরে থাকা ইরান এবং ইরাকে আগেই করোনার সংক্রমণ ঘটেছিল। ইরানের অবস্থা ভয়াবহ। সে কারণে সপ্তাহ কয়েক আগেই ইরান এবং ইরাকের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছিল তুরস্ক। কিন্তু তাতেও করোনা আটকানো গেল না। 

ইউরোপে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার সংক্রমণ। জার্মানি, ফ্রান্সে রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। এমন অবস্থায় ইউরোপীয় কমিশন করোনার সঙ্গে লড়াইয়ের জন্য ২৫ বিলিয়ন ইউরোর একটি ফান্ড তৈরির কথা ঘোষণা করেছে। মঙ্গলবার এ বিষয়ে জরুরি ভিডিও কনফারেন্স হয় ইইউ নেতৃত্বের। তারপরেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

নিউ ইয়র্কের একটি অঞ্চলে করোনার সঙ্গে লড়াইয়ের জন্য ন্যাশনাল গার্ডদের মোতায়েন করেছেন সেখানকার গভর্নর। ওই অঞ্চলের সমস্ত স্কুল, কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা জারি হয়েছে বড় জমায়েতে। অ্যালজেরিয়াতেও সমস্ত রকম জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত প্রতিষ্ঠান। জার্মানির বার্লিনেও বড় জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। আগামী ৩১ তারিখ ইটালির সঙ্গে জার্মানির একটি বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচ হওয়ার কথা। ম্যাচ বাতিল না হলেও দর্শকদের জন্য স্টেডিয়াম খোলা হবে না বলে জানিয়ে দিয়েছে জার্মান প্রশাসন। অর্থাৎ, ফাঁকা মাঠেই খেলতে হবে ফুটবলারদের। 

 

যুক্তরাজ্যে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সেখানে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হল ছয়জনের। আক্রান্ত ৩৭৩। যুক্তরাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন। সুইডেনের স্বাস্থ্য দফতর ঘোষণা করেছে, সেখানে করোনা সংক্রমণের সম্ভাবনা প্রবল।

ভারতে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৫১। সরকার জানিয়েছে, ইটালি এবং দক্ষিণ কোরিয়া থেকে ভারতে কেউ ঢুকতে চাইলে তাকে বিশেষ সার্টিফিকেট দেখাতে হবে। যাতে লেখা থাকবে, করোনা নেগেটিভ। যদিও মোদী সরকারের কাছে এই নিয়ম বাতিলের জন্য আবেদন করেছে কেরালা। সেখানকার সরকারের বক্তব্য, এর ফলে বহু নাগরিক দেশে ঢুকতে পারবেন না। বাংলাদেশে অবশ্য এখনও পর্যন্ত নতুন করে কেউ আক্রান্ত হননি। 

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ