কোভিড-১৯ মারাত্মক ছোঁয়াচে রোগ৷ সংক্রমণ এড়াতে অনেকে সংবাদপত্র রাখাও বাদ দিয়েছেন৷ কেউ কেউ আবার পত্রিকা পড়ার অভ্যাস ছাড়তেও পারছেন না৷
বিজ্ঞাপন
ঘরবন্দি জীবনে পত্রিকা পড়ে তারা জেনে নিচ্ছেন দেশ ও বিশ্বের খবর৷ সময় কাটাতে তাদের আদর্শ সঙ্গী হয়ে উঠছে কাগজের পত্রিকা৷
এমনই একজন গ্রিনরোডের বাসিন্দা শাহনাজ পারভীন৷ গৃহিনী শাহনাজের ছেলে-মেয়েরা যে যার মতো ব্যাস্ত৷ নাতিকে নিয়ে সময় কাটে তার৷
ফোনে তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘করোনা সংক্রমণের ভয়ে ঘর থেকে একদমই বের হচ্ছি না৷ পত্রিকা পড়া আমার পুরানো অভ্যাস৷ দিনের শুরুতে পত্রিকাটা না পড়লে মন কেমন করে৷ শুনেছি, করোনা ছড়াতে পারে এ আশঙ্কায় অনেকেই পত্রিকা রাখা বন্ধ করে দিয়েছেন, আমি করিনি৷ তবে হকার আর উপরে আসে না৷ গেটে দারোয়ানের হাতে দিয়ে যায়৷ আমি নীচে গিয়ে নিয়ে আসি৷’’
একই কথা বলেন তার প্রতিবেশী ব্যবসায়ী ইব্রাহিম মুন্সী৷ তিনি বলেন, ‘‘পত্রিকা পড়া দীর্ঘদিনের অভ্যাস৷ না পড়লে ভালো লাগে না, তাই রাখছি৷ তবে আমাদের ভবনের কয়েকজন করোনা ভাইরাস ছাড়নোর ভয়ে পত্রিকা রাখা বাদ দিয়েছেন৷’’
অনলাইনের এ যুগে সারা বিশ্বে কাগজে ছাপা পত্রিকার ভবিষ্যৎ আগেই কিছুটা ঝুঁকির মুখে ছিল৷ করোনা ভাইরাস কি তবে ওই ঝুঁকিকে আরেকটু বাড়িয়ে দিলো? গত কয়েক দিনে ঢাকার বাইরের কয়েকটি সংবাদপত্র ঘোষণা দিয়েই ছাপার কাজ বন্ধ করেছে বলে জানায় বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম৷
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর কাগজের মাধ্যমে এ ভাইরাস ছড়ায় কিনা এ নিয়ে পক্ষে-বিপক্ষে নানা কথা শুরু হয়৷ এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে সংবাদপত্র মালিকদের একটি সংগঠন নোয়াব বিজ্ঞাপনে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনের একটি গবেষণার কথা উল্লেখ করে বলে, বাতাস, তামা, কার্ডবোর্ড, প্লাস্টিক ও স্টেইনলেস স্টিলের মতো কিছু বস্তুতে করোনা নানা মেয়াদে বেঁচে থাকলেও কাগজের উপর এই ভাইরাসের বেঁচে থাকার তথ্য এখনো পাওয়া যায়নি৷
কিন্তু তাদের এ বিজ্ঞাপন জনমনে আতঙ্ক খুব একটা কমাতে পারেনি৷
করোনা থেকে বাঁচতে যা কিছু সাবধানে ধরবেন
কোন কোন জিনিসে করোনা ভাইরাস লুকিয়ে থাকতে পারে? কোন জিনিসগুলোতে বুঝেশুনে হাত দিতে হবে? দেখুন ছবিঘরে...
ছবি: picture-alliance/Kontrolab/IPA/S. Laporta
দরজার হাতল
গবেষণা বলছে, দরজার হাতলে পাঁচ দিন পর্যন্ত টিকে থাকতে পারে করোনা ভাইরাস। সুতরাং, সাবধান! সব সময় পরিষ্কার রাখুন দরজার হাতল। অথবা হাত দিলে সেই হাত খুব ভালো করে ধুয়ে নিন।
ছবি: picture-alliance/dpa Themendienst/F. Gabbert
চামচ
আপনার এলাকায় এখনো রেস্তোরাঁ বা অফিসের ক্যাফেটেরিয়া খোলা আছে? করোনার আতঙ্কের এই সময়েও সেখানে খেতে হয়? তাহলে চামচ বা কাঁটাচামচ ব্যবহারের ক্ষেত্রে সাবধান। অনেকেই বলছেন, করোনায় সংক্রমিত কেউ ব্যবহার করলে চামচে অনেকক্ষণ জীবাণু থেকে যেতে পারে।
ছবি: picture-alliance/dpa/J. Kalaene
টেডি বিয়ার
এমনিতে টেডি বিয়ার নিরাপদ। এমন খেলনার মাধ্যমে সংক্রমণের ঝুঁকির কথা কোনো গবেষণায় উঠে আসেনি। তবে খেলনা তৈরিতে প্লাস্টিক, কার্ডবোর্ড ইত্যাদি ব্যবহার করলে তার মাধ্যমে ঝুঁকি তৈরি হতে পারে।
ছবি: picture-alliance/dpa/S. Gollnow
প্যাকেট, চিঠি ইত্যাদি
যুক্তরাষ্ট্রের রকি মাউন্টেন ল্যাবরেটরির এক গবেষণা বলছে, কার্ডবোর্ড বা কাগজে তৈরি কোনো দ্রব্যে ৭২ ঘণ্টা পর্যন্ত থাকতে পারে করোনা ভাইরাস।
ছবি: picture-alliance/dpa/T. Weller
পোষা প্রাণীতেও ঝুঁকি?
না, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে পোষা প্রাণীর মাধ্যমে সংক্রমিত হওয়ার কথা এখনো গবেষকরা নিশ্চিত করে বলেননি।
ছবি: picture-alliance/dpa/AP/A. Tarantino
ফলমূল, শাকসবজি
না, ভালো করে ধুয়ে নিলে ফলমূল, শাক সবজির মাধ্যমেও করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি নেই। সুতরাং প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করে নিশ্চিন্তে খান।
ছবি: picture-alliance/Kontrolab/IPA/S. Laporta
ফ্রোজেন ফুড
করোনা ভাইরাস তাপমাত্রা হিমাঙ্কের ২০ ডিগ্রি নীচে নেমে গেলেও তরতাজা থাকে। সুতরাং ফ্রিজে রাখা প্যাকেটজাত খাবার খুব ভালো করে গরম না করে একদম খাবেন না।
ছবি: picture-alliance /imageBROKER/J. Tack
7 ছবি1 | 7
রাজধানীর ভূতের গলির বাসিন্দা আইনজীবী এ কে এম খালেকুজ্জামান বলেন, ‘‘পেশাগত কারণেই আমাকে দেশ-বিদেশের খবর রাখতে হয়৷ ছোট বেলা থেকে পত্রিকা পড়ার অভ্যাসও আছে৷ বাংলা-ইংরেজি দুই ভাষার পত্রিকাই রাখি৷ কিন্তু আজ (২৬ মার্চ) সকালে দরজার সামনে পত্রিকা না দেখে দারোয়ানকে ফোন দিলাম৷ উনি বললেন ‘এ বিল্ডিংয়ে ১০ জনের নয়জনই পত্রিকা রাখবে না বলে জানিয়ে দিয়েছে৷ তাই হকারকে আজ ঢুকতে দেওয়া হয়নি৷ আমি বললাম, আমি তো মানা করিনি৷ উনি পরে পত্রিকা এনে দিতে চাইলেন৷ মন খারাপ হলেও সরকারের নির্দেশ মানতে তাকে বাইরে যেতে নিষেধ করে দেই৷’’
অনেকে ইচ্ছা করেও আপাতত পত্রিকা রাখা বন্ধ করে দিয়েছেন৷ কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে পত্রিকা রাখা বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে৷ তাদের যুক্তি, কাগজের মাধ্যমে না ছড়ালেও হকারের মাধ্যমে করোনা ভাইরাস ছড়াতে পারে৷ তাই অনলাইন ও ইলেক্ট্রনিক সংবাদ মাধ্যমের দিকে ঝুঁকছেন তারা৷
টানা ১০ দিনের ছুটিতে অফিস-আদালত বন্ধ৷ অনেকে বাড়ি চলে গেছেন৷ এর ফলেও পত্রিকা বিক্রি অনেক কমে গেছে৷
কয়েকজন হকার বলেন, গত কয়েক দিনে তাদের পত্রিকা বিক্রি অর্ধেকের নীচে নেমে এসেছে৷
কলাবাগান এলাকার হকার ফারুক হোসেন ডয়চে ভেলেকে বলেন, সকাল সকালই তিনি পত্রিকা বিলি করতে বের হন৷ কিন্তু গত কয়েক দিনে তার নিয়মিত ক্রেতাদের বেশিরভাগই এখন পত্রিকা নেবেন না বলে জানিয়ে দিয়েছেন৷
‘‘কয়েকদিন আগেও অনায়াসে ২০০টি পত্রিকা বিক্রি হয়ে যেতো, এখন ৫০টিও বিক্রি করতে পারছি না৷ আমরা কিভাবে বাঁচবো৷’’
শরীয়তপুরের সরকারি চাকরিজীবী রানি আক্তার বলেন, ‘‘অফিসে দুই তিনটা পত্রিকা পড়তাম৷ এখন তো অফিস বন্ধ হয়ে গেল৷ বাসায়ও নিয়মিত পত্রিকা রাখতাম৷ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে শুরুর দিকে পত্রিকা ঘণ্টাখানেক রোদে রেখে তারপর ঘরে নিতাম৷ কিন্তু এখন আর সে সাহসও পাচ্ছি না৷ তাই বাদ দিয়েছি৷ বাড়িতে বয়স্ক এবং শিশুরা রয়েছে, তাদের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি৷’’
গত ১৫ দিন ধরে সংবাদপত্রের চাহিদা একটু একটু করে কমছিল৷ কিন্তু গত মঙ্গলবার থেকে বিক্রি ৬০ শতাংশ কমে গেছে বলে জানায় হকার্স ইউনিয়ন৷
করোনা আতঙ্ক: কীভাবে কোয়ারান্টিন উপভোগ করবেন
করোনা ভাইরাস বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছে৷ ছোঁয়াচে এই ভাইরাস ছড়িয়ে পড়া রোধে আক্রান্তদের ‘আইসোলেশনে’, রাখা হচ্ছে৷ সন্দেহভাজনদেরও ১৪ দিন হোম কোয়ারান্টিনে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে৷ বুদ্ধি খাটালে কোয়ারান্টিনও হতে পারে উপভোগ্য৷
ছবি: picture-alliance/dpa/SvenSimon
বই পড়ে
চরম ব্যস্ত এ পৃথিবীতে সারা বিশ্বেই বই পড়ুয়াদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে৷ কোয়ারান্টিনের সময়ে বই হয়ে উঠতে পারে আপনার প্রিয় সঙ্গী৷ এত দিন ‘পড়ব, পড়ব’ করেও সময়ের কারণে যে বইগুলো পড়ে উঠতে পারছিলেন না, সেগুলো নিয়ে বসে যেতে পারেন৷
কোয়ারান্টিনে থাকার সময় আপনি নতুন নতুন রেসিপিতে রান্নার চেষ্টা করতে পারেন৷ এমন সব খাবার রান্না করতে পারেন যা খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে৷
ছবি: Miguel Medina/AFP/Getty Images
শরীরচর্চা
দৈনন্দিন কাজের চাপে অনেকেই শরীরচর্চার সময় পান না৷ কোয়ারান্টিনে থাকার সময় আপনি অনায়াসেই শরীরচর্চা করতে পারেন৷ তবে বাইরের কোনো জিমে যেতে পারবেন না৷ ঘরে ব্যায়ামের যন্ত্র না থাকলেও চিন্তা নেই৷ করতে পারেন ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ বা যোগব্যায়াম৷ এটা একইসঙ্গে আপনার শরীরকে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সক্ষম করে তুলবে৷
ছবি: picture-alliance/dpa/K.-D. Gabbert
ঘরদোর পরিষ্কার করা
কোয়ারান্টিনে থাকার সময় আপনি বাড়িঘর ঝকঝকে তকতকে করে মনের মতো সাজিয়ে নিতে পারেন৷
করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বেই মেলা, কনসার্ট, সম্মেলনসহ নানা অনুষ্ঠান আয়োজন বন্ধ হয়ে গেছে৷ খেলা হচ্ছে দর্শকহীন মাঠে৷ এ নিয়ে মন খারাপ না করে আপনি সহজেই অনলাইনে নানা সরাসরি অনুষ্ঠানের দর্শক হতে পারেন৷
ছবি: DW/R. Akbar Putra
দেখতে পারেন টেলিভিশন
এখন কত নাটক, সিনেমা, টিভি সিরিজ বা ওয়েব সিরিজ হচ্ছে৷ টেলিভিশনে সেগুলো দেখে নিতে পারেন৷
১৪ দিনের কোয়ারান্টিনে থাকলে আপনার হাতে তখন অফুরন্ত সময়৷ এই সময়ে নানা ধরনের বোর্ড গেম খেলে মস্তিষ্ক ঝালিয়ে নিতে পারেন৷
ছবি: picture-alliance/dpa/S. Stache
আয়করের হিসাব-নিকাশ
হাস্যকর শোনালেও এই সময়ে ঠান্ডা মাথায় বসে আপনি নিজের আয়করের হিসাবনিকাশ করে ফেলতে পারেন৷ তবে খুব বেশি চাপের হয়ে গেলে হাল ছেড়ে দেওয়াই ভালো৷
ছবি: Colourbox
দক্ষতা বাড়াতে নতুন কিছু শেখা
কোয়ারান্টিনে থাকার দিনগুলোতে অনলাইন থেকে আপনি নতুন কিছু শিখতে পারেন৷ শিখতে পারেন নতুন কোনো ভাষা৷ অনলাইনে সহজেই এটা করা যায়, কোথাও কোথাও বিনামূল্যেই পাবেন৷ তাই কোয়ারেন্টাইনে সময় কিভাবে কাটাবেন তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই৷
ছবি: Colourbox
স্মৃতি রোমন্থন
কোথাও বেড়াতে গিয়েছিলেন, দারুণ সময় কাটিয়েছেন৷ তুলেছেন অসংখ্য ছবি৷ কোয়ারান্টিনের সময় খুলে বসতে পারেন সেসব ছবির অ্যালবাম৷ মনে মনে চলে যেতে পারেন সেই সময়ে৷ কিংবা বন্ধু বা পরিবারের সঙ্গে কাটানো আনন্দের স্মৃতি রোমন্থন করেও কাটিয়ে দিতে পারেন বন্দি থাকার সময়টা৷