1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা কোথায় গিয়ে দাঁড়াবে?

২৭ আগস্ট ২০২০

সব কিছু খুলে দেয়া হলেও চিকিৎসক ও বিশেষজ্ঞরা আশ্বস্ত হতে পারছেন না৷ তার মনে করছেন. বাংলাদেশে করোনা সংক্রমণ কোনোভাবেই কমছে না৷ আর যদি এরপর দ্বিতীয় ওয়েভ আসে তাহলে তা হবে ভয়ঙ্কর৷

ছবি: Reuters/M. Ponir Hossain

করোনা সংক্রমণ প্রতিরোধে গঠিত জাতীয় টেকনিক্যাল কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমইউ) সাবেক উপাচার্য ও ভাইরোলজিস্ট অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, ‘‘আমাদের দেশে আমরা সব কিছু নিয়তির হাতে ছেড়ে দিয়েছি৷ আমাদের অনেক পরামর্শই উপেক্ষিত হয়েছে৷ আর এই দেশে অনেক কিছুই মানানো সম্ভব হয় না৷ গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানবে কে?’’

২৬ আগস্টের সর্বশেষ হিসাব অনুযায়ী এ পর্যন্ত বাংলাদেশে করোনায় মারা গেছেন চার হাজার ৮২ জন৷ ওইদিন ২৪ ঘন্টায় মারা গেছেন ৫৪ জন৷ এপর্যন্ত আক্রান্ত হয়েছেন তিন লাখ দুই হাজার ১৪৭ জন৷ আর ১৫ হাজার ৭০ টি নমুনা পরীক্ষা করে ২৪ ঘন্টায় আক্রান্ত শনাক্ত হয়েছে দুই হাজার ৫১৯ জন৷ এপর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ লাখ ৮৫ হাজার ২৬১টি৷

স্বাস্থ্য অধিদপ্তর বলছে ২৪ ঘন্টায় শনাক্তের শতকরা হার ১৬.৭২ ভাগ৷ এপর্যন্ত গড় শনাক্তের হার ২০.৩৪ ভাগ৷ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৫ ভাগ৷

বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম রোগীর মৃত্যু হয় গত ১৮ মার্চ, প্রথম রোগী শনাক্ত হয়েছিল গত ৮ মার্চ৷

যদি দ্বিতীয় ওয়েভ হয় তাহলে তা ভয়ঙ্কর হবে: ডা. জাহিদুর রহমান

This browser does not support the audio element.

ডা. নজরুল ইসলাম বলেন, ‘‘মে মাসের ২৫ তারিখ পর্যন্ত সংক্রমণের গড় হার শতকরা ২০ ভাগের নিচে ছিলো৷ এরপর থেকে তা গড়ে ২০ ভাগের উপরে উঠে যায়৷ একক দিন হিসেবে আগস্ট মাসের ১৮ তারিখে সংক্রমণের হার ২০ ভাগের নিচে চলে যায়৷ ২০ তারিখে আবার ২০ ভাগের উপরে চলে যায়৷ এখন আবার ২০-এর নিচে আছে৷ কিন্তু এটা দিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না যে এখানে করোনা সংক্রমণ কমছে৷ আমাদের আরো কিছু দিন অপেক্ষা করতে হবে৷ দেখতে হবে কমার ধারা অব্যাহত থাকে কিনা৷’’

বাংলাদেশে করোনা টেস্ট এবং হাসাপাতালে ভর্তির হার দুটোই কমছে৷ কিন্তু মৃত্যু কমছে না৷ আবার একই অবস্থায় সংক্রমণ ও মৃত্যু হার প্রায় একই পর্যায়ে রয়েছে তিন মাসেরও বেশি সময় ধরে৷ এর কারণ কী? বাংলাদেশে করোনা কি দীর্ঘয়িত হবে? এর জবাবে বিশেষজ্ঞরা বলছেন, এখানে করোনা আসলে কোন অবস্থায় রয়েছে তা এখন বোঝা কঠিন৷ টেস্ট কমলে তো সংক্রমণের হার কিছুটা কম দেখা যাবে৷ আর টেস্টের প্রতি মানুষের নানা কারণে আগ্রহও কমে গেছে৷ এখন করোনার সাধারণ লক্ষণে মানুষ আর টেস্ট করায় না৷ হাসপাতালেও যায় না৷ আর যে টেস্ট করা হচ্ছে তাও লক্ষ্যহীন৷ সিদ্ধান্ত নিতে হবে দেশের প্রতিটি জেলা উপজেলা থেকে প্রতিদিন কতগুলো নমুনা পরীক্ষা করা হবে৷ আর সেটা করা হলে প্রকৃত সংক্রমণ বোঝা যাবে৷

ডা. নজরুল ইসলাম বলেন মনে করেন, ‘‘দেশে করোনা আক্রান্ত আসলে কত লোক আছেন তা আমরা জানি না৷ টেস্টের ভিত্তিতে সংক্রমিত ব্যক্তির কথা বলা হচ্ছে৷ কিন্তু বাস্তবতা সেটা নাও হতে পারে৷ কত লোক করোনা ছড়াচ্ছে তাও বোঝা যাচ্ছেনা৷ কেউ মাস্ক পরছেন, কেউ পরছেন না৷ কেউ স্বাস্থ্যবিধি মানছেন, কেউ মানছেন না৷ ফলে এখানে করোনা ছড়ানোর হার বেশি সেটা বোঝা যায়৷ এখন দেখা যাচ্ছে ঢাকায় সংক্রমণের হার অনেক বেশি এবং বাড়ছে, প্রত্যন্ত এলকায় হয়তো কম৷ কিন্তু সেটার গড় করে করোনা কমছে তা বলা যাবেনা৷’’

দেশে করোনা আক্রান্ত আসলে কত লোক আছেন তা আমরা জানি না: ডা. নজরুল ইসলাম

This browser does not support the audio element.

বাংলাদেশে অনেক দিন ধরেই কথা হচ্ছে করোনা কি এখানে চূড়ায় পৌঁছেছে? তার জবাব কিন্তু মিলছে না৷ চিকিৎসকেরা বলছেন যে, চূড়ায় পৌঁছানোর পর তা দ্রুত নেমে যায়৷ কিন্তু এখানে অনেক দিন ধরে একই পর্যায়ে আছে৷ সোহারাওয়ার্দী হাসপাতালের ভাইরোলজি বিভাগের চিকিৎসক ডা. জাহিদুর রহমান বলেন, ‘‘করোনায় দ্বিতীয় ওয়েভ অনেক পরের কথা৷ বাংলাদেশে প্রথম ওয়েভই এখনো শেষ হয়নি৷ প্রতিদিনই ৪০-৫০ জন করে মানুষ মারা যাচ্ছে৷ মৃত্যু তো কমছে না৷ আর যদি এখানে দ্বিতীয় ওয়েভ হয় তাহলে তা ভয়ঙ্কর হবে৷ সেটা হবে শীতের সময়৷’’

এখন বাংলাদেশে অ্যান্টিবডি টেস্ট জরুরি বলছেন তারা৷ তাহলে বোঝা যাবে ইমিউনিটি এখানো কতটা হয়েছে৷ অ্যান্টিজেন টেস্টের অনুমতি দেয়া হয়েছে৷ কিন্তু শুরু হতে সময় লাগবে৷ বাংলাদেশের চেয়ে বিশ্বের অনেক দেশে মৃত্যু ও সংক্রমণ বেশি হলেও তারা কিন্তু সেটা কমিয়ে এনেছেন৷ ডা. জাহিদ বলেন, ‘‘এখানে প্রবণতাই হলো অস্বীকার করা৷ তাহলে আর কী হবে!’’

আর ডা. নজরুল ইসলামের মতে, ‘‘আমরা এখানে করোনা প্রতিরোধে তখনো চীনা পদ্ধতি আবার কখনো ইটালীয় পদ্ধতি কাজে লাগানোর চেষ্টা করেছি৷ এখন তো যে যার মত চলছেন৷ নিয়তির হাতে ছেড়ে দিয়েছি৷’’

২১ আগস্টের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ