করোনা আতঙ্ক কমার কোনও সম্ভাবনাই দেখা যাচ্ছে না। ইউরোপে মৃতের সংখ্যা বাড়ছে। এশিয়ায় ভাইরাস আরও ছড়াচ্ছে।
বিজ্ঞাপন
করোনা ভাইরাসের প্রকোপে ইউরোপে আতঙ্ক আরও বাড়ল। ইটালিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭। অ্যামেরিকায় আক্রান্ত একশরও বেশি মানুষ। ভারতে এই মুহূর্তে আক্রান্ত ২৯। ইরানে আক্রান্ত দেশের ভাইস প্রেসিডেন্ট এবং ডেপুটি স্বাস্থ্যমন্ত্রী। সব মিলিয়ে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে।
করোনার সঙ্গে লড়াই করতে আগেই বিশেষ টাস্ক ফোর্স তৈরি করেছিল অ্যামেরিকার ট্রাম্প সরকার। বুধবার দেশের কংগ্রেস ৮৩০ কোটি মার্কিন ডলার বরাদ্দ করেছে। বৃহস্পতিবার পার্লামেন্টের উচ্চকক্ষে তা পাশ হয়ে গেলেই কাজ শুরু হয়ে যাবে। কারণ, অ্যামেরিকায় করোনার প্রকোপ ক্রমশ ছড়াতে শুরু করেছে। এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে একশ। তবে এই মুহূর্তে সব চেয়ে ভয়াবহ পরিস্থিতি ইটালিতে। মঙ্গলবার রাত পর্যন্ত সেখানে মৃতের সংখ্যা ছিল ৭৯। বুধবার তা এক লাফে ১০৭ এ পৌঁছে গিয়েছে। উত্তর ইটালির বহু স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। জন সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে সকলকে। নাম প্রকাশে অনিচ্ছুক ইটালিতে বসবাসকারী এক ভারতীয় গবেষকের বক্তব্য, ''গত এক সপ্তাহ ধরে কার্যত গৃহবন্দি হয়ে বসে আছি। বাজারে যাওয়া ছাড়া বেরতে পারছি না। প্রবল আতঙ্ক কাজ করছে সকলের মধ্যে। ইটালি ছেড়ে যে দেশে ফিরে আসব, সে উপায়ও নেই। বিমানবন্দর কিংবা রেলওয়ে স্টেশনে যেতেও ভয় করছে।''
করোনা ভাইরাস নিয়ে গান ভাইরাল
01:44
ইরানে করোনায় আতঙ্কের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ২৩ জন সাংসদ সেখানে করোনা আক্রান্ত। তার মধ্যে দেশের ভাইস প্রেসিডেন্টও আছেন। তারই মধ্যে সে দেশে আরও এক ব্যক্তির মৃত্যুর খবর মিলেছে। অস্ট্রেলিয়াও জানিয়েছে, এখনও পর্যন্ত সে দেশে করোনায় দুই জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ৫২। বিভিন্ন দেশে যাতায়াতের বিষয়ে আরও কড়া নিয়ম জারি করেছে অস্ট্রেলিয়া। কিন্তু এই পরিস্থিতির মধ্যেও জাপান অলিম্পিক পিছোতে রাজি হচ্ছে না। আগামী জুলাই মাসে সেখানে অলিম্পিক শুরু হওয়ার কথা। সে দেশের অলিম্পিক মন্ত্রীর বক্তব্য, অলিম্পিক বাতিল করলে কিংবা পিছিয়ে দিলে ক্রীড়াবিদরা তা মেনে নিতে পারবেন না। চার বছর ধরে তাঁরা নিজেদের অলিম্পিকের জন্য তৈরি করছেন। যদিও জাপানের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বহু দেশ। তাদের বক্তব্য, করোনা যদি এ ভাবেই সংক্রমিত হতে থাকে, তা হলে অলিম্পিকের মতো বড় সমাগম পিছিয়ে দেওয়াই উচিত হবে।
করোনায় যাদের পৌষমাস
বিশ্ব অর্থনীতিতে করোনা ভাইরাসের ধাক্কা লেগেছে৷ তবে সবার জন্য করোনা সর্বনাশ হয়ে আসেনি৷
ছবি: Reuters/A. Jalal
নেটফ্লিক্স
করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে লোকজনকে ঘরে অবস্থানের পরামর্শ দেওয়া হচ্ছে৷ এই সময় নেটফ্লিক্সের মতো অনলাইন ভিডিও স্ট্রিমিং সেবা মানুষের সঙ্গী হয়ে উঠছে৷ ফলে গত সপ্তাহে বিশ্ববাজারে নেটফ্লিক্সের শক্তিশালী অবস্থান দেখা গেছে৷
ছবি: picture-alliance/AA/M.E. Yildirim
ঘরে বসে শরীরচর্চা
করোনা ভাইরাসের কারণে ঘরে থাকার সময়টা শরীরচর্চা করেও কাটাচ্ছেন অনেকে৷ ফলে শরীরচর্চা যন্ত্রপাতির বিক্রি যেমন বেড়েছে, তেমনি অনলাইনে বেড়েছে দর্শক৷ ফলে এ ব্যবসায় জড়িতদের এখন বেশ রমরমা অবস্থা৷
ছবি: picture-alliance/AP Photo/M. Lennihan
করোনা ভাইরাসে কোটিপতি
যুক্তরাষ্ট্রের বায়োটেকনোলজিক্যাল কোম্পানি ‘মর্ডানা’ করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের দাবি করেছে৷ তাদের টিকা পরীক্ষাগারে মানবদেহে পরীক্ষা করা হবে৷ এ খবর কোম্পানিটির শেয়ারের দাম কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে৷
ঘরে থাকুন, সঙ্গে থাকুন
অনলাইনে টেলিকনফারেন্সের অ্যাপ ‘জুম ভিডিও’র শেয়ারের দাম ফেব্রুয়ারি পর্যন্ত ৫০ শতাংশ বেড়েছে৷ করোনা ভাইরাস আতঙ্কে ভ্রমণ কমিয়ে মানুষ এভাবেই এখন যোগাযোগ রক্ষা করছে৷
ছবি: zoom.us
দোকানে খালি তাক
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পর শুধু মাস্ক বা জীবাণুনাশক পণ্য কিনতেই হুড়াহুড়ি নয় বরং ইউরোপ, বিশেষ করে জার্মানিতে লোকজন খাবার মজুদ করতে শুরু করেছেন৷ ফলে সুপার মার্কেটগুলোর বিক্রি হু হু করে বেড়ে গেছে৷
ছবি: picture-alliance/Photoshot/Sintesi/M. Biatta
নিরাপত্তা পণ্য
মাস্ক, জীবাণুনাশক, স্যানেটারি ওয়াইপসের মতো পণ্যের চাহিদা এতটা বেড়ে গেছে যে কয়েক গুণ বেশি দামে বিক্রি হওয়ার পরও সব দেশে এসব পণ্যের সংকট দেখা দিয়েছে৷ এসব পণ্য উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত কোম্পানির ব্যবসা আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে৷
ছবি: picture-alliance/NurPhoto/Yichuan Cao
6 ছবি1 | 6
ভারতে বুধবার বিকেল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ২৮। বৃহস্পতিবার দিল্লিতে আরও একজনের শরীরে ভাইরাসের সন্ধান মিলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বুধবারেই ঘোষণা করে দিয়েছেন তাঁদের হোলি উৎসব এ বছর হবে না। স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, ইরাকে আটকে থাকা ভারতীয় ছাত্রদের চিকিৎসার জন্য বিশেষ চিকিৎসক দল পাঠানোর কথা ভাবা হচ্ছে। বাংলাদেশের প্রশাসনও জানিয়েছে, করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলা করার জন্য চরটি ধাপের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু ব্যক্তিকে আইসোলেশনে রেখে পরীক্ষা করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত বাংলাদেশে একজনের শরীরেও করোনার জীবাণু মেলেনি।
দক্ষিণ কোরিয়ার পরিস্থিতিও ভয়াবহ। এখনও পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৭৬৬ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৩৮ জন। সব মিলিয়ে মৃতের সংখ্যা ৩৫। এ দিকে শুধু চীনেই বুধবার মৃত্যু হয়েছে ৩১ জনের। যার জেরে সে দেশে মোট করোনা মৃত্যু তিন হাজার ছাড়িয়ে গেল। আক্রান্ত ৮০ হাজার ৪০৯ জন।
এসজি/জিএইচ (রয়টার্স, পিটিআই, এএফপি)
করোনার কারণে চুমু, হাত মেলানো বন্ধ!
বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে৷ এর বিস্তার ঠেকাতে বিভিন্ন দেশ সম্ভাষণে পরিবর্তন আনতে তাদের নাগরিকদের পরামর্শ দিয়েছে৷
ছবি: picture-alliance/Captital Pictures/P. Loftus
চীন
হ্যান্ডশেকের পরিবর্তে নিজের দুই হাত একসঙ্গে জড়ো করার পরামর্শ দেয়া হয়েছে৷ এছাড়া চীনে হ্যালো বলার যে ঐতিহ্যবাহী উপায় ‘গং শৌ’- এক হাতের তালুতে অন্য হাতের মুঠা দিয়ে আঘাত করা (ছবিতে যেমনটা দেখা যাচ্ছে)- সেটি নিয়মিত করার পরামর্শ দেয়া হচ্ছে৷
ছবি: picture-alliance/Captital Pictures/P. Loftus
ফ্রান্স
ফরাসিরা সাধারণত গালে চুমু খেয়ে সম্ভাষণ জানান৷ কিন্তু করোনা ভাইরাসের যুগে সেটি এড়িয়ে চলতে সংবাদপত্রে নিয়মিত বিজ্ঞাপন দেয়া হচ্ছে৷ এর পরিবর্তে মানুষের চোখের দিকে তাকিয়ে সম্ভাষণ জানানোর পরামর্শ দিয়েছেন শিষ্টাচার বিশেষজ্ঞ ফিলিপ লিশটফুস৷
ছবি: picture-alliance/dpa/M. Kappeler
ব্রাজিল
ক্যাফেনসমৃদ্ধ পানীয় ‘মাটে’ সাধারণত মেটাল স্ট্র (ছবি) দিয়ে পান করা হয়৷ ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় নাগরিকদের এই স্ট্র শেয়ার না করার পরামর্শ দিয়েছে৷ এছাড়া সম্ভাষণ হিসেবে চুমু না খাওয়ারও পরামর্শ দেয়া হয়েছে৷
ছবি: picture-alliance/AP Photo/Felipe Dana
জার্মানি
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফারের সঙ্গে হ্যান্ডশেক করতে হাত বাড়িয়েছিলেন৷ কিন্তু সেহোফার তাঁর হাত না বাড়িয়ে ম্যার্কেলের সঙ্গে শুধু হাসি বিনিময় করেছেন৷ পরিস্থিতি বুঝতে পেরে ম্যার্কেলও তাঁর হাত শূন্যে তুলে আসনে বসে পড়েন৷
ছবি: picture-alliance/AA/A. Hosbas
স্পেন
সামনেই ইস্টার৷ সেই সময় ভার্জিন মেরির ভাস্কর্যে চুমু খাওয়া স্পেনের একটি এতিহ্য৷ তবে করোনা ভাইরাসের কারণে এবার সেটি নিষিদ্ধ করা হতে পারে বলে আভাস দিয়েছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তা ফার্নান্দো সিমোন৷
ছবি: Imago/Agencia EFE
রোমানিয়া
বসন্তের শুরুতে মার্জিসর উৎসবে মেতে ওঠেন রোমানিয়ার নাগরিকরা৷ এই সময় সাধারণত ছেলেরা মেয়েদের ফুল ও তাবিজ দিয়ে থাকেন, সঙ্গে একটি চুমু৷ কিন্তু এবার সরকারের পক্ষ থেকে শুধু ফুল আর তাবিজই দিতে বলা হয়েছিল, চুমু নয়!
ছবি: picture-alliance/dpa
ইরান
সম্প্রতি দেশটিতে একটি ভিডিও ভাইরাল হয়েছে৷ এতে দুই বন্ধুকে মাস্ক পরে পরস্পরের পায়ে পা লাগিয়ে সম্ভাষণ জানাতে দেখা যাচ্ছে৷ লেবাননের আরেক ভিডিওতেও সংগীত শিল্পী রাঘেব আলামাকে কমেডিয়ান মিশেল আবুর সঙ্গে একইভাবে সম্ভাষণ করতে দেখা গেছে৷ সেই সঙ্গে তাঁরা মুখে চুমুর শব্দ করেছেন৷
ছবি: AFP/A. Kenare
নিউজিল্যান্ড
ওয়েলিংটন পলিটেকনিক ইন্সটিটিউট সম্প্রতি নতুন শিক্ষার্থীদের সম্ভাষণের সময় মাওরি নিয়ম (নাকের সঙ্গে নাক ঘষা) পরিহার করতে স্টাফদের পরামর্শ দিয়েছে৷ এর পরিবর্তে মাওরি গান গাইতে বলা হয়েছে৷ আরো কয়েকটি প্রতিষ্ঠানও এমন পদক্ষেপ নিয়েছে৷
ছবি: Getty Images/L. M. Williams/
অস্ট্রেলিয়া
নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাড হ্যাজার্ড হ্যান্ডশেকের পরিবর্তে হাতের পেছনে মৃদু আঘাত করার পরামর্শ দিয়েছেন৷ সেই সঙ্গে চুমু খাওয়ার সময় সতর্ক থাকতে বলেছেন তিনি৷
ছবি: Stuart Franklin/Getty Images
সংযুক্ত আরব আমিরাত
কাতার ও সংযুক্ত আরব আমিরাত তাদের নাগরিকদের ‘নাকে নাক’ লাগিয়ে সম্ভাষণ না করার পরামর্শ দিয়েছে৷ এছাড়া হ্যান্ডশেকের পরিবর্তে ‘হাত নাড়িয়ে’ সম্ভাষণ করতে বলা হয়েছে৷