করোনা: চীনে মৃত আড়াই হাজার, ভাইরাস ছড়াচ্ছে এশিয়া ও ইউরোপে
২৪ ফেব্রুয়ারি ২০২০
চীন থেকে এ বার পূর্ব এবং দক্ষিণ পূর্ব এশিয়াতেও করোনার সংক্রমণ ছড়াতে শুরু করেছে। ইটালিতে আক্রান্ত ১৫২ জন।
বিজ্ঞাপন
মাসখানেক আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঠিক যে আশঙ্কা করেছিল, করোনা পরিস্থিতি সে দিকেই যাচ্ছে। চীন থেকে এ বার ভাইরাস ছড়িয়ে পড়ছে পৃথিবীর বিভিন্ন দেশে। ইউরোপে ইটালি, মধ্যপ্রাচ্যে ইরান, পূর্ব এশিয়ায় দক্ষিণ এবং উত্তর কোরিয়ায় ক্রমশ ছড়াচ্ছে করোনা ভাইরাস। এ দিকে চীনের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, সোমবার আরও ১৫০ জনের মৃত্যু হয়েছে। যার জেরে মোট মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়ে গেল।
টাইমলাইনে করোনা ভাইরাস
২০১৯ সালের ডিসেম্বরে নভেল করোনা ভাইরাস প্রথম শনাক্ত হয়৷ শুরুতে এর নাম দেয়া হয় ২০১৯-এনসিওভি, পরে কোভাড-১৯৷ বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ চীনে এরই মধ্যে মৃত্যুবরণ করেছেন সহস্রাধিক৷
ছবি: picture-alliance/dpa/SOPA Images/A. Marzo
নিউমোনিয়ার লক্ষণ
২০১৯ সালের শেষ দিন ৩১ ডিসেম্বর চীন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে নতুন এক রোগের কথা জানায়৷ এক কোটিরও বেশি মানুষের উহান শহরে অনেকেই শ্বাসতন্ত্রের অজানা সংক্রমণ নিয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালে৷ রোগের কারণ ও ধরন অজানা৷ বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশেষজ্ঞরা তাৎক্ষণিকভাবে এ নিয়ে গবেষণা শুরু করেন৷ শহরের সামুদ্রিক খাবারের বাজার দ্রুত বন্ধ ঘোষণা করা হয়৷ শুরুতে কেবল ৪০ জনের মতো আক্রান্তের খবর এসেছিল৷
ছবি: Imago Images/UPI Photo/S. Shaver
নতুন ভাইরাস
২০০২ সালে চীন থেকেই ছড়িয়েছিল আরেক করোনা ভাইরাস- সার্স৷ সার্সে বিশ্বজুড়ে আট শতাধিক মানুষ মারা যান৷ শুরুতে এই ভাইরাসকে সার্স মনে করলেও পরে ৭ জানুয়ারি তারা ঘোষণা করেন, এটি মানুষের অজানা সম্পূর্ণ নতুন এক ভাইরাস৷ সার্স এবং সাধারণ ঠান্ডা-কাশির মতো এটিও করোনা ভাইরাস পরিবারেরই সদস্য৷ এর লক্ষণের মধ্যে রয়েছে জ্বর, কাশি, শ্বাসকষ্ট এবং নিউমোনিয়া৷
ছবি: picture-alliance/BSIP/J. Cavallini
প্রথম মৃত্যু
১১ জানুয়ারি করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর খবর ঘোষণা করে চীন৷ উহানের সামুদ্রিক খাবারের দোকানে এক নিয়মিত ক্রেতা ছিলেন এই ৬১ বছর বয়সি ব্যক্তি৷ শেষের দিকে নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি৷
ছবি: Reuters/Str
ছড়ালো পাশের দেশেও
পরের কয়েক দিনেই থাইল্যান্ড ও জাপানে মানুষের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়৷ এসব আক্রান্তও উহানের সেই বাজারে গিয়েছিলেন৷ উহানে দ্বিতীয় মৃত্যুর খবর আসে৷ জানুয়ারির ২০ তারিখের মধ্যে তিন জনের মৃত্যু হয়, ২০০ মানুষ আক্রান্ত হন ভাইরাসে৷
ছবি: Reuters/Kim Kyung-Hoon
ছড়াচ্ছে কিভাবে!
নতুন ভাইরাস কিভাবে একজনের শরীর থেকে আরেক জনের শরীরে ছড়াচ্ছে, তা বের করতে পারছিলেন না বিজ্ঞানীরা৷ করোনা ভাইরাস জুনোটিক, অর্থাৎ, পশু থেকে মানুষে ছড়িয়েছে৷ কিছু করোনা ভাইরাস কাশি বা হাঁচির মাধ্যমেও ছড়াতে পারে৷ বিশ্বের বিভিন্ন দেশে চীন থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে পরীক্ষা শুরু হয়৷ জানুয়ারির ২০ তারিখে কর্মকর্তারা নিশ্চিত হন, নতুন এই ভাইরাস মানুষ থেকে মানুষে সংক্রমিত হতে পারে৷
ছবি: picture-alliance/YONHAPNEWS AGENCY
আবদ্ধ উহান
জানুয়ারির ২৩ তারিখে ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে পুরো উহানকে কার্যত বাকি দেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলে চীন৷ যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলা হয়৷ শ্রমিকরা দ্রুত হাসপাতাল তৈরি করা শুরু করেন৷ জানুয়ারির ২৪ তারিখের মধ্যে ২৬ জনের মৃত্যু হয়, আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ায় ৮৩০ জনে৷ উহানের পাশাপাশি আরো ১২টি শহর বিচ্ছিন্ন করে ফেলে চীন৷ এর প্রভাবে অবরুদ্ধ হয়ে পড়েন সাড়ে তিন কোটি মানুষ৷
ছবি: AFP/STR
‘জরুরি অবস্থার সময় হয়নি’
চীনের বাইরে দক্ষিণ কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, নেপাল, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং তাইওয়ানেও ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যেতে থাকে৷ আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকে৷ কিন্তু জানুয়ারির ২৩ তারিখ বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ‘এখনই’ জরুরি স্বাস্থ্য সতর্কতা জারির সময় হয়নি৷
ছবি: Getty Images/X. Chu
আক্রান্ত ইউরোপ
জানুয়ারির ২৪ তারিখ ফরাসি কর্তৃপক্ষ ইউরোপে প্রথম করোনা ভাইরাসে একজন আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করে৷ কয়েক ঘণ্টার মধ্যে অস্ট্রিয়ায় চার জন আক্রান্ত হওয়ার খবর আসে৷
ছবি: picture-alliance/dpa/S. Mortagne
বাড়লো ছুটি
জানুয়ারির ২৫ তারিখ চীনা নববর্ষ শুরু হয়৷ তবে ভাইরাস ছড়ানোর আশঙ্কা থেকে বড় বড় সব অনুষ্ঠান বাতিল ঘোষণা করে কর্তৃপক্ষ৷ জানুয়ারির শেষের দিকে বিচ্ছিন্ন করে ফেলা শহরের সংখ্যা পৌঁছায় ১৭-তে, অবরুদ্ধ হয়ে পড়েন পাঁচ কোটি মানুষ৷ মানুষের যাতায়াত কমাতে নববর্ষের ছুটি বাড়ানো হয় আরো তিন দিন৷
ছবি: Reuters/C. Garcia Rawlins
সীমান্ত বন্ধ
কম্বোডিয়ায় প্রথম ভাইরাস সংক্রমণের খবর পাওয়া যায়৷ চীন সীমান্তে গাড়ি চলাচল বন্ধ ঘোষণা করে মঙ্গোলিয়া৷ রাশিয়া পূর্বাঞ্চলের তিনটি সীমান্ত বন্ধ করে দেয়৷ বিশ্বজুড়ে পর্যটন ব্যবসা ও তেলের দামে ধস নামে৷ বিভিন্ন দেশ মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১,৩০০-তে, মৃতের সংখ্যা বেড়ে হয় ৪১৷ গবেষকরা তিন মাসের মধ্যে ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের আশা প্রকাশ করেন৷
ছবি: Reuters/C. G. Rawlins
নড়েচড়ে বসে জার্মানিও
২৭ জানুয়ারি জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস উহান থেকে জার্মান নাগরিকদের ফেরত আনার ঘোষণা দেন৷ চিকিৎসকরা এর জন্য প্রস্তুত আছেন বলে জানানো হয়৷ জার্মানির মারবুর্গে গবেষকরা এর প্রতিষেধক আবিষ্কারের পরীক্ষা চালাচ্ছেন৷
ছবি: picture-alliance/dpa/A. Dedert
জার্মানিতে ভাইরাস
২৭ জানুয়ারিতেই জার্মানিতে প্রথম সংক্রমণের খবর পাওয়া যায়৷ জার্মানি সফররত চীনা সহকর্মীদের কাছ থেকে বাভারিয়া অঞ্চলের ৩৩ বছর বয়সি এ নাগরিকএ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হয়৷ মিউনিখের হাসপাতালে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়৷ পরের দিনই তার আরো তিন সহকর্মীর আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়৷ চীনে মৃতের সংখ্যা দাঁড়ায় ১৩২-এ৷
ছবি: Reuters/A. Uyanik
ফেরত নেয়া শুরু
২৮ জানুয়ারি জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র উহান থেকে নিজেদের নাগরিক সরিয়ে আনে৷ চার নাগরিককে জ্বরে আক্রান্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়৷ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও তাদের নাগরিকদের ফিরিয়ে আনার ঘোষণা দেয়৷ ২০০২ সালে সার্স ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে যায় নতুন এ ভাইরাস, বিশ্বজুড়ে আক্রান্ত হন ৬০০০ মানুষ৷
ছবি: imago images/Kyodo News
অবশেষে জরুরি অবস্থা
জানুয়ারির ৩০ তারিখ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবশেষে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করে৷ তবে সংস্থার মহাসচিব তেদ্রোস আধানম গেব্রেয়েসুস বাণিজ্য ও পর্যটন সীমিত না করতে দেশগুলোকে আহ্বান জানান৷
ছবি: picture-alliance/KEYSTONE/J.-C. Bott
ফেরালো জার্মানি
পয়লা ফেব্রুয়ারি ১০২ জন জার্মান নাগরিকসহ ১,১২৪ জনকে উহান থেকে বিমানবাহিনীর বিমানে ফ্রাঙ্কফুর্টে নিয়ে আসা হয়৷ গেরমেরশাইমে সেনা ব্যারেক তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়৷ তাদের মধ্যে অন্তত দুই জনের ভাইরাস সংক্রমণের খবর মিলেছে৷
ছবি: picture-alliance/dpa/F. Rumpenhorst
উহান থেকে বাংলাদেশ
উহানে আটকে পড়া বাংলাদেশিদেরও ফেরত নিয়ে আসা হয় ১ ফেব্রুয়ারি৷ বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ৩১২ জনকে আনা হয় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে৷ সেখান থেকে তাদের সরাসরি আশকোনার হাজি ক্যাম্পে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়৷ ১৪ দিন পরও তাদের কারো মধ্যে সংক্রমণের লক্ষণ মেলেনি৷
ছবি: A. Goni
চীনের বাইরে প্রথম মৃত্যু
২ ফেব্রুয়ারি চীনের বাইরে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায় ফিলিপাইন্সে৷ তবে ৪৪ বছর বয়সি এ ব্যক্তিও চীনা নাগরিক৷ উহান থেকে ম্যানিলা যাওয়ার পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি৷ নিউমোনিয়ায় মৃত্যু হয় তার৷
ছবি: Getty Images/AFP/T. Aljibe
১০ দিনে হাসপাতাল
নতুন করোনা ভাইরাসের চিকিৎসায় উহানে মাত্র ১০ দিনে নতুন হাসপাতাল তৈরি করে তাক লাগায় চীন৷ ৩ ফেব্রুয়ারি চালু হয় দ্য হোশেনশান হাসপাতাল৷ আক্রান্তদের সারিয়ে তুলতে পশ্চিমা চিকিৎসা পদ্ধতির পাশাপাশি ঐতিহ্যগত চীনা ওষুধও ব্যবহারের কথা জানায় কর্তৃপক্ষ৷
ছবি: Imago/L. He
প্রমোদতরীতে ভাইরাস
৩ ফেব্রুয়ারি জাপান উপকূলে ইয়োকোহামায় প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস-এ করোনা ভাইরাস সংক্রমণের খবর পাওয়া যায়৷ ফেব্রুয়ারির ১৭ তারিখের মধ্যে প্রমোদতরীর ৪৫০ জন ভাইরাসে আক্রান্ত হন৷
ছবি: picture-alliance/dpa/kyodo
নতুন পরিসংখ্যান
১৩ ফেব্রুয়ারি একদিনে সর্বোচ্চ আক্রান্ত হওয়ার তথ্য জানায় চীন৷ অবশ্য কর্তৃপক্ষ জানায়, তারা সংক্রমণের তথ্য জানতে নতুন পদ্ধতি ব্যবহার করছে৷ আগে কেবল নিউক্লিইক অ্যাসিড পরীক্ষা করা হলেও এখন ফুসফুসের সিটি স্ক্যানও করা হচ্ছে৷
ছবি: Getty Images/AFP
20 ছবি1 | 20
গত মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, চীনের মতো উচ্চবিত্ত দেশ যে ভাবে করোনা ভাইরাসের মোকাবিলা করছে, অপেক্ষাকৃত গরিব দেশগুলির পক্ষে তা সম্ভব নয়। ফলে সংক্রমণ চীনের বাইরে চলে গেলে ভয়াবহ ঘটনা ঘটতে পারে। সেই আশঙ্কা ক্রমশ বাস্তব হয়ে উঠছে। সোমবার দক্ষিণ কোরিয়ারস্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেখানে আরও ১৬১ জনের করোনা ভাইরাস সংক্রমণ ঘটেছে। মৃত্যু হয়েছে দু'জনের। এখনও পর্যন্ত সব মিলিয়ে দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হলেন ৭৬৩ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। রবিবারেই দক্ষিণ কোরিয়ায় চূড়ান্ত করোনা সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। উত্তর কোরিয়া থেকেও করোনা সংক্রমণের খবর মিলেছে। তবে সে দেশের পরিস্থিতি সম্পর্কে এখনও পর্যন্ত কোনও বিস্তারিত তথ্য জানা যায়নি।
করোনায় বিপর্যস্ত চীনের পর্যটন
ফরবিডেন সিটি সত্যিই এখন পরিত্যক্ত, চীনের প্রাচীরের অনেকাংশ বন্ধ, বন্ধ নানা বিনোদন পার্ক- সবই করোনা ভাইরাসের কারণে৷ ভিড় এড়াতে উৎসবের মৌসুমে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে৷
ছবি: AFP/G. Baker
বিশ্বজুড়ে প্রভাব
নানা আন্তর্জাতিক অনুষ্ঠানে করোনা ভাইরাসের প্রভাব দেখা গেছে৷ হংকংয়ের বিখ্যাত চিত্রকলা প্রদর্শনী ‘দ্য আর্ট ব্যাজেল হংকং’ বাতিল করা হয়েছে৷ ৭০তম বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে চীন ছোট পরিসরে অংশ নিয়েছে৷ বার্লিনে নিউ ইয়ার কনসার্টও বাতিল করেছে চীন৷
ছবি: Getty Images
ফরবিডেন সিটি
সাধারণত এই সময়ে স্থাপত্যশৈলীতে বিখ্যাত বিশ্বঐতিহ্যের অংশ চীনের ফরবিডেন সিটিতে পর্যটকের ভিড় লেগে থাকে৷ কিন্তু এবার ফরবিডেন যেন সত্যি এক পরিত্যক্ত নগরীতে পরিণত হয়েছে৷
ছবি: AFP/G. Baker
বন্ধ বিনোদন পার্ক
ডিজনিল্যান্ড সাংহাই অনির্দিষ্টকালের জন্য তাদের ‘ম্যাজিক কিংডম’ বন্ধ ঘোষণা করেছে৷ অথচ গত বছর নববর্ষে ছুটির এক সপ্তাহে চীনে পর্যটন খাতে আয় ছিল সাত হাজার ৮০০ কোটি টাকা৷
ছবি: picture-alliance/dpa/Kyodo/Maxppp
প্রবেশ নিষেধ
করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে চীন একের পর এক ঐতিহাসিক স্থাপনায় প্রবেশ-নিষেধাজ্ঞা টানিয়ে দিচ্ছে৷ চীনের প্রাচীরের অনেকাংশ এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে৷
ছবি: Reuters/C. G. Rawlins
ড্রাগন নৃত্য
ছবিতে ২০১৯ সালে সেনইয়াংয়ে একটি দল ড্রাগন নৃত্য পরিবেশন করছে৷ ড্রাগন নাচের মাধ্যমে চীনে বসন্তবরণ করা হয়৷ চীনা ক্যালেন্ডারের দ্বিতীয় মাসের দ্বিতীয় দিন এ উৎসব হয়৷ ২৪ ফ্রেব্রুয়ারি এই উৎসব হওয়ার কথা থাকলেও এবছর তা আর হবে না বলেই ধারণা করা হচ্ছে৷
ছবি: picture-alliance/dpa/Imaginechina/Z. Wenkui
বিপদে ট্র্যাভেল ইন্ডাস্ট্রি
করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধে সারা বিশ্বে চলাচলের উপর নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ ফলে ট্যুর অ্যান্ড ট্র্যাভেল ব্যবসায় জড়িতদের একের পর এক বুকিং বাতিল হচ্ছে৷
ছবি: Imago Images/Xinhua
রেস্তোরাঁর ব্যবসায় ভাটা
কেএফসি, পিৎজা হাট বা ম্যাকডোনাল্ডসের মতো জনপ্রিয় ফার্স্টফুড চেইনের রমরমা ব্যবসা আর নেই৷ করোনা আতঙ্কে সারা বিশ্বেই পর্যটক কমেছে৷
ছবি: picture-alliancedpa/imaginechina/Y. Xuan
7 ছবি1 | 7
ইউরোপেও করোনা আক্রান্ত ছড়াতে শুরু করেছে। এখনও পর্যন্ত শুধু ইটালিতেই ১৫২ জনের শরীরে করোনার সংক্রমণ মিলেছে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে তিন জনের। এর আগে জার্মানিতে করোনার সংক্রমণ মিলেছিল। কিন্তু আইসোলেশনে রেখে তাঁদের সকলকেই বাঁচানো সম্ভব হয়েছে। শুধু তাই নয়, জার্মানিতে অধিকাংশ আক্রান্তই একই জায়গা থেকে সংক্রমণের শিকার হয়েছিলেন। কিন্তু ইটালির ক্ষেত্রে বিষয়টি তেমন নয়। বস্তুত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, ইটালিতে সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে পারে। ইটালি থেকে তাদের দেশে সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য রবিবারই অস্ট্রিয়া ইটালি থেকে আসা সমস্ত ট্রেনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রীও করোনা ভাইরাস নিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বিশেষ বৈঠক করতে চেয়েছেন।
ইরানে করোনার সংক্রমণ আগেই ছড়িয়েছিল। যার জেরে রবিবার পাকিস্তান, তুরস্ক এবং আর্মেনিয়া ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে। প্রতিটি দেশই জানিয়েছে, আপাতত ইরান থেকে কাউকে তাদের দেশে ঢুকতে দেওয়া হবে না। নিজেদের দেশের নাগরিকদেরও ইরানে যেতে দেওয়া হবে না। আফগানিস্তানও একই কাজ করতে পারে বলে জানা গিয়েছে।
ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মিয়ানমারে এখনও পর্যন্ত করোনা ভাইরাসের প্রকোপ সে ভাবে দেখা যায়নি। কিন্তু যে ভাবে পূর্ব এবং পশ্চিম প্রান্তে করোনার সংক্রমণ ছড়াচ্ছে, তাতে এই দেশগুলিরও উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের বক্তব্য, এই দেশগুলিরও করোনার সঙ্গে লড়াই করার মতো পরিকাঠামো তৈরি করে রাখা উচিত।