1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা চুক্তিতে পৌঁছতে ব্যর্থ ইইউ

৮ এপ্রিল ২০২০

করোনায় ক্ষতিগ্রস্ত ইউরোজোনের সদস্যরাষ্ট্রগুলোর অর্থনীতি বাঁচাতে একটি একক পরিকল্পনায় পৌঁছাতে ব্যর্থ হলেন অর্থমন্ত্রীরা৷ ১৬ ঘণ্টা পর বুধবার সকালে আলোচনা স্থগিত করেন ইউরোগ্রুপের প্রধান মারিও সেন্তেনো৷

ছবি: picture-alliance/ANP/B. Maat

বৃহস্পতিবার আবার আলোচনা শুর হবে৷ ইউরোগ্রুপের প্রধান জানান, একটি চুক্তির প্রায় কাছাকাছি পৌঁছানো গেছে৷ তবে এখনও কিছু বিষয়ে একমত হতে হবে৷

আলোচনা শুরুর আগে ইটালি আর স্পেনের মতো করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলো ‘করোনাবন্ড' ছাড়ার প্রস্তাব করেছিল৷ তারা বলছে, ইউরোজোন থেকে যে ঋণ তারা নিতে চায় তার গ্য়ারান্টি পুরো ইউরোজোনকে নিতে হবে৷ 

আর জার্মানি ও নেদারল্য়ান্ডসের প্রস্তাব ছিল, সংকটের সময় সহায়তার জন্য় ইউরোজোনে আগে থেকেই চালু থাকা ‘ইউরোপিয়ান স্ট্যাবিলিটি মেকানিজম' ইএসএম ব্যবহার করা৷ 

কিন্তু ইএসএম-এর তহবিল ছাড়ের সময় আর্থিক সংস্কার বিষয়ক কঠোর শর্ত জুড়ে দেয়া হয় বলে তা মানতে রাজি হয়নি ইটালি৷ তারা বলছে, করোনার ক্ষতির কারণ তারা নিজেরা নয়৷ এছাড়া করোনা মোকাবিলায় ইটালির নেয়া বিভিন্ন কৌশল থেকে শিক্ষা নিয়েছে অন্য় দেশগুলো৷

জার্মানি অবশ্য ইএসএম-এর শর্ত শিথিলেরও প্রস্তাব দিয়েছিল৷ তবে তা কতখানি হতে পারে, তা জানায়নি৷

এই অবস্থায় ইউরোজোনের অর্থমন্ত্রীদের আলোচনায় করোনাবন্ড আর ইএসএম-এর মাঝামাঝি একটি আপোশমূলক চুক্তির চেষ্টা করা হয়৷ জার্মানি, ফ্রান্স ও স্পেন এই চুক্তিতে একমত হলেও ইটালি ও নেদারল্য়ান্ডস এখন পর্যন্ত তা প্রত্যাখ্যান করেছে৷

জেডএইচ/কেএম (রয়টার্স)

২০ মার্চের ছবিঘর দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ