করোনায় ইটালিতে আরও ৪১ জনের মৃত্যু
৬ মার্চ ২০২০করোনা আতঙ্ক আরও বাড়ল ইউরোপে। ইটালিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪১ জনের। যুক্তরাজ্যে এই প্রথম করোনার সংক্রমণে মৃত্যু হল এক ব্যক্তির। জার্মানিতে সংক্রমণের সংখ্যা ক্রমশ বাড়ছে। অন্য দিকে অ্যামেরিকায় করোনার প্রভাবে মৃত্যু হয়েছে আরও এক জনের। গোটা দেশে এখনও পর্যন্ত ১২৯ জন আক্রান্ত। এশিয়ায় চীনের পরে সব চেয়ে ভয়াবহ অবস্থা দক্ষিণ কোরিয়ার। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫১৮ জন।
দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য দফতর শুক্রবার সকালের বুলেটিনে জানিয়েছে, এখনও পর্যন্ত সে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছয় হাজার ২৮৪। মৃত্যু হয়েছে ৪২ জনের। দেশের বিভিন্ন প্রান্তে দ্রুত ভাইরাস ছড়িয়ে পড়ছে। অন্য দিকে চীনে গত ২৪ ঘণ্টায় ১৪৩ জনের শরীরে ভাইরাস মিলেছে। মৃত্যু হয়েছে ৩০ জনের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে, সব মিলিয়ে গোটা পৃথিবীতে করোনা আক্রান্তের সংখ্যা ৯৫ হাজার ছাড়িয়ে গিয়েছে।
ইউরোপে সবচেয়ে ভয়াবহ অবস্থা ইটালিতে। এত দিন পর্যন্ত করোনার প্রভাব ছিল কেবলমাত্র উত্তরে। কিন্তু গত কয়েক দিনে তা দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে। আক্রান্ত বহু। মৃত্যু হয়েছে ১৪৮ জনের। সব চেয়ে বড় সমস্যা হল, বহু পর্যটক ইটালিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। নিজেদের দেশে ফেরার পরে তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মাধ্যমেই ওই সমস্ত দেশে ভাইরাস ছড়াতে শুরু করেছে। ভারতই এর সব চেয়ে বড় প্রমাণ। ইটালি থেকে ঘুরে আসা পর্যটক এবং ইটালীয় পর্যটকদের মাধ্যমে ভারতে ভাইরাস ছড়িয়েছে। শুক্রবার সন্ধ্যায় দিল্লির কাছে গাজিয়াবাদে আরও এক ব্যক্তির শরীরে করোনার জীবাণু মিলেছে। তিনি অবশ্য সম্প্রতি ইরান থেকে এসেছেন। সব মিলিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৩০। স্বাস্থ্য দফতর আক্রান্তদের কাছ থেকে সমস্ত তথ্য জোগাড় করার চেষ্টা করছে। দেশে তাঁরা কোথায় কোথায় গিয়েছেন, কাদের সঙ্গে দেখা করেছেন ইত্যাদি। ইটালি থেকে ঘুরে আসা দিল্লির পর্যটকের সঙ্গে কথা বলে এমন ৪০ জনকে চিহ্নিত করেছে স্বাস্থ্য দফতর। তাঁদের প্রত্যেককেই বাড়িতেই আইসোলেশনে থাকতে বলা হয়েছে। বাংলাদেশে এখনও ভাইরাস ছড়ায়নি। তবে সে দেশের সরকার ভাইরাসের সঙ্গে লড়াই করার পরিকাঠামো তৈরি করে রেখেছে। এরই মধ্যে গত মঙ্গলবার কুয়েত জানিয়েছিল, ভারত, বাংলাদেশ সহ ১০ টি দেশের নাগরিককে স্বাস্থ্য সার্টিফিকেট দেখিয়ে সে দেশে ঢুকতে হবে। যার জেরে প্রবল বিড়ম্বনায় পড়েছিলেন বহু বাংলাদেশি। কুয়েতে যাঁরা নানা কাজের সঙ্গে যুক্ত। ঢাকায় কুয়েতের দূতাবাসে গিয়েও কোনও সার্টিফিকেট জোগাড় করতে পারেননি তাঁরা। বৃহস্পতিবার বিকেলে অবশ্য কুয়েত জানিয়েছে, আপাতত বাংলাদেশিদের ওই সার্টিফিকেট দেখাতে হবে না।
ভাইরাস ছড়াচ্ছে অ্যামেরিকাতেও। এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। তাঁরা সকলেই ওয়াশিংটনের বাসিন্দা। তবে ক্যালিফোর্নিয়াতেও ভাইরাস ছড়াতে শুরু করেছে। ক্যালিফোর্নিয়ার কাছে সমুদ্র উপকূলে একটি প্রমোদতরিকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তার ভিতর তিন হাজার ৬০০ পর্যটক আছেন। সূত্র জানিয়েছে, ওই প্রমোদতরিতে করোনা আক্রান্ত আছেন, এই সন্দেহে জাহাজটিকে দাঁড় করিয়ে রাখা হয়েছে।
প্যালেস্টাইনের পশ্চিম তীরেও সাত জনের শরীরে ভাইরাস মিলেছে বলে সেখানকার প্রশাসন জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্য, এখনও পর্যন্ত বিশ্বের ৭৫টি দেশে ছড়িয়ে পড়েছে ভাইরাস।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি, পিটিআই)