জার্মানিতে যথেষ্ট সংখ্যক মানুষ সুযোগ সত্ত্বেও করোনা টিকা না নেওয়ায় সংসদের উদ্যোগে টিকা বাধ্যতামূলক করার উদ্যোগ শুরু হচ্ছ৷ বুধবার প্রাথমিক বিতর্কে প্রবক্তা ও বিরোধীরা বক্তব্য রাখছেন৷
বিজ্ঞাপন
জার্মানিতে করোনা সংক্রমণের হার একের পর এক রেকর্ড ভেঙে চলেছে৷ প্রতি এক লাখ মানুষের মধ্যে সাপ্তাহিক গড় সংক্রমণের হার বুধবার ৯৪০ পেরিয়ে গেছে৷ বৃহস্পতিবারই সংখ্যাটি এক হাজার পেরিয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে৷ অথচ এক মাস আগে সেই হার ছিল ২২০৷ ইউরোপের অন্য অনেক দেশের মতো জার্মানিতে করোনা ভাইরাসের ওমিক্রন সংক্রমণের কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷ বিশেষজ্ঞদের মতে, সরকারি তথ্য-পরিসংখ্যানে জার্মানির বাস্তব চিত্রের প্রতিফলন ঘটছে না৷ মূলত করোনা পরীক্ষার অপর্যাপ্ত অবকাঠামো এবং গণস্বাস্থ্য ব্যবস্থার উপর মাত্রাতিরিক্ত চাপের কারণে সব মানুষের সংক্রমণ নথিভুক্ত হচ্ছে না৷
এমন প্রেক্ষাপটে বুধবার জার্মান সংসদের নিম্ন কক্ষে করোনা টিকা বাধ্যতামূলক করার বিষয়টি নিয়ে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হচ্ছে৷ জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বিষয়টিকে দলীয় রাজনীতির ঊর্দ্ধে রাখতে চান৷ সংসদ সদস্যদের ব্যক্তিগত মূল্যবোধের ভিত্তিতে এ সংক্রান্ত আইনের খসড়া চান তিনি৷ জার্মানির প্রধান রাজনৈতিক দলগুলির মধ্যেও টিকা বাধ্যতামূলক করার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে ঐকমত্যের অভাব রয়েছে৷ অর্থাৎ প্রতিটি দলের মধ্যেই এমন পদক্ষেপের পক্ষে ও বিপক্ষে মত রয়েছে৷
যাবতীয় উদ্যোগ ও প্রচার অভিযান সত্ত্বেও জার্মানিতে যথেষ্ট সংখ্যক মানুষ সুযোগ সত্ত্বেও করোনা টিকা নেন নি৷ তাই দীর্ঘমেয়াদী ভিত্তিতে করোনা মহামারি নিয়ন্ত্রণে আনতে টিকা বাধ্যতামূলক করার পক্ষে সমর্থন বাড়ছে৷ এর প্রবক্তারা সমাজের বৃহত্তর স্বার্থে সংখ্যালঘু টিকা-বিরোধীদের অধিকার খর্ব করার পক্ষে সওয়াল করছেন৷
অন্যদিকে রাষ্ট্রের হাতে এমন সুদূরপ্রসারী ক্ষমতার বিরোধিতা করছেন বিরোধীরা৷ করোনা মহামারির শুরু থেকে বেশিরভাগ দলের রাজনৈতিক নেতারা করোনা টিকা বাধ্যতামূলক করার সম্ভাবনা উড়িয়ে দেওয়ায় তারা বর্তমান উদ্যোগের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছেন৷ তাদের মতে, বাস্তবে এমন পদক্ষেপের কোনো প্রয়োজনও নেই৷
বুধবার সংসদে প্রাথমিক বিতর্ক সত্ত্বেও এখনই কোনো আইনের খসড়া পেশ করা হচ্ছে না৷ সরকারের পক্ষে স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটারবাখ বক্তব্য রাখবেন বলে শোনা যাচ্ছে৷ চ্যান্সেলর শলৎস আপাতত বিতর্ক থেকে নিজেকে দূরে রাখছেন৷ তবে কোনো আইন প্রণয়ন হলে সংসদ সদস্য হিসেবে তিনি করোনা টিকা বাধ্যতামূলক করার পক্ষে সমর্থন জানাবেন বলে আগেই স্পষ্ট করে দিয়েছেন৷ করোনা টিকা বাধ্যতামূলক করতে আইনি খসড়া এখনো প্রস্তুত না হলেও শুধু প্রাপ্তবয়স্কদের এর আওতায় আনার বিষয়ে ঐকমত্য দেখা যাচ্ছে৷
এসবি/কেএম (ডিপিএ, রয়টার্স)
ওমিক্রনের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা
করোনার নতুন সংস্করণ ওমিক্রনের কারণে গত রোববার পর্যন্ত প্রায় ৫৬টি দেশ ভ্রমণের ক্ষেত্রে কমবেশি কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে জানিয়েছে ডাব্লিউএইচও৷
ছবি: Sumaya Hisham/REUTERS
জার্মানি
সাউথ আফ্রিকাসহ আফ্রিকার দক্ষিণাঞ্চলের মোট আটটি দেশ থেকে শুধু জার্মান নাগরিক ও জার্মানিতে বাস করার অনুমতি আছে এমন ব্যক্তিরা বর্তমানে জার্মানিতে ঢুকতে পারছেন৷ এসব দেশ থেকে আসা ব্যক্তিদের ১৪ দিন কোয়ারান্টিনে থাকতে হচ্ছে৷ গত সপ্তাহ থেকে এই নিয়ম চালু হয়েছে৷
ছবি: Sebastian Gollnow/dpa/picture alliance
যুক্তরাজ্য
সাময়িকভাবে স্থগিত রাখার পর সাউথ আফ্রিকার সঙ্গে আবারও বিমান যোগাযোগ চালু করেছে দেশটি৷ তবে ঐ দেশ ও তার প্রতিবেশী কয়েকটি দেশ থেকে যুক্তরাজ্যে যাওয়া ব্যক্তিদের নিজ খরচে হোটেলে ১০ দিন বাধ্যতামূলক কোয়ারান্টিনে থাকতে হচ্ছে৷
ছবি: Steve Parsons/empics/picture alliance
সুইজারল্যান্ড
সাউথ আফ্রিকাসহ কয়েকটি দেশের সঙ্গে বিমান যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে৷ এছাড়া আফ্রিকার দক্ষিণাঞ্চলসহ হংকং, ইসরায়েল, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, মিশর, মালাউয়ি ও অন্যান্য দেশ থেকে যাওয়া ব্যক্তিদের করোনা টেস্ট রেজাল্ট দেখাতে হচ্ছে৷ সঙ্গে ১০ দিন কোয়ারান্টিনেও থাকতে হচ্ছে৷
ছবি: Sumaya Hisham/REUTERS
যুক্তরাষ্ট্র
বিশ্বের যে-কোনো দেশ থেকে যুক্তরাষ্ট্রের যাওয়ার পর যাত্রীদের করোনা টেস্ট দেখাতে হবে৷ এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরুর একদিনের মধ্যে করোনা পরীক্ষা করতে হবে৷ আগে তিনদিনের মধ্যে পরীক্ষা করার নিয়ম চালু ছিল৷ এছাড়া যুক্তরাষ্ট্রের পৌঁছার তিন থেকে পাঁচ দিনের মধ্যে আবারও একটি পরীক্ষা করাতে হবে কিনা সে বিষয়ে চিন্তাভাবনা চলছে৷
ছবি: Chalinee Thirasupa/REUTERS
ক্যানাডা
জার্মানির মতোই ক্যানাডা সাউথ আফ্রিকাসহ আফ্রিকার দক্ষিণাঞ্চলের কয়েকটি দেশ থেকে শুধু ক্যানাডার নাগরিক ও সে দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি আছে এমন ব্যক্তিদের সে দেশে ঢুকতে দিচ্ছে৷ তবে তাদের করোনা পরীক্ষা ও কোয়ারান্টিনের নিয়ম মানতে হচ্ছে৷
ছবি: Bayne Stanley/ZUMA Wire/picture alliance
ইসরায়েল
বিশ্বের প্রথম দেশ হিসেবে ইসরায়েল সব বিদেশিদের জন্য সে দেশে ঢোকা নিষিদ্ধ করেছে৷ এছাড়া অসুস্থ ব্যক্তিদের মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেয়ার বিতর্কিত ব্যবস্থা আবারও চালু করা হয়েছে৷
ইসরায়েলের পর দ্বিতীয় দেশ হিসেবে জাপান সব বিদেশি নাগরিকদের সে দেশে ঢোকা নিষিদ্ধ করেছে৷
ছবি: Koji Sasahara/AP/picture alliance
ফিলিপাইন্স
পর্যটননির্ভর দেশটি টিকাপ্রাপ্ত পর্যটকদের জন্য সে দেশে প্রবেশ সহজ করার পরিকল্পনা করেছিল৷ কিন্তু ওমিক্রনের কারণে সেই পরিকল্পনা স্থগিত রাখার চিন্তাভাবনা করা হচ্ছে৷
ছবি: William West/AFP/Getty Images
অস্ট্রেলিয়া
দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর বুধবার থেকে বিদেশি শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিদের অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল৷ কিন্তু ওমিক্রনের কারণে সেটা দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে৷
ছবি: Jenny Evans/Getty Images
আফ্রিকা
অ্যাঙ্গোলা, মিশর, মরিশাস, রুয়ান্ডাসহ আফ্রিকার কয়েকটি দেশও সাউথ আফ্রিকা ও তার কয়েকটি প্রতিবেশী দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে৷