1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা টেস্ট করাতে সাংহাইতে সেনাবাহিনী

৪ এপ্রিল ২০২২

চীনের সবচেয়ে জনবহুল শহর সাংহাই৷ জনসংখ্যা প্রায় দুই কোটি ৬০ লাখ৷ তাদের সবার করোনা টেস্ট করাতে সামরিক বাহিনীর চিকিৎসক দলের সদস্য ও অন্যান্য শহর থেকে সেখানে স্বাস্থ্যকর্মী পাঠানো হয়েছে৷

সাংহাইয়ে সামরিক বাহিনীর চিকিৎসক দলের সদস্য ও অন্যান্য শহর থেকে স্বাস্থ্যকর্মী পাঠানো হয়েছে৷
সাংহাইয়ে সামরিক বাহিনীর চিকিৎসক দলের সদস্য ও অন্যান্য শহর থেকে স্বাস্থ্যকর্মী পাঠানো হয়েছে৷ছবি: Xu Suhui/Xinhua News Agency/picture alliance

সোমবার ভোর হওয়ার আগে সাংহাইয়ের অনেক বাসিন্দাকে করোনা টেস্টের জন্যলাইনে দাঁড়াতে দেখা গেছে৷ অনেকে ঘুমের পোশাকেও হাজির হয়েছিলেন৷

সামরিক বাহিনীর একটি পত্রিকা জানিয়েছে, পিপলস লিবারেশন আর্মি পিএলএ রোববার চিকিৎসক দলের দুই হাজারের বেশি সদস্যকে সাংহাই পাঠিয়েছে৷ এছাড়া জিয়াংশু, ঝেজিয়াং ও বেইজিং থেকে প্রায় ১০ হাজার স্বাস্থ্যকর্মীকে সাংহাই পাঠানো হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়েছে৷

উহানে করোনার প্রকোপ শুরুর পর সেখানকার রাজধানী হুবেইতে সামরিক বাহিনীর চিকিৎসক দলের প্রায় চার হাজার সদস্য পাঠিয়েছিল পিএলএ৷

গত ২৮ মার্চ থেকে সাংহাইতে দুই ধাপের লকডাউন চলছে৷

৩ এপ্রিল রোববার সাংহাইতে আট হাজার ৫৮১ জনের মধ্যে উপসর্গহীন করোনা ও ৪২৫ জনের মধ্যে উপসর্গসহ করোনাধরা পড়েছে৷

বৈশ্বিক করোনা পরিস্থিতির তুলনার সাংহাইতে করোনার সংক্রমণ অনেক কম হলে কর্তৃপক্ষ করোনা নির্মূলে এমন কঠোর পদক্ষেপ নিয়েছে৷

করোনা টেস্ট ছাড়াও কয়েকটি হাসপাতাব, জিমনেসিয়াম, অ্যাপার্টমেন্ট ব্লক ও অন্যান্য ভেন্যুকে কোয়ারান্টিনের জন্য প্রস্তুত করা হয়েছে৷

করোনা সংক্রমিত শিশুদের তাদের মা-বাবার কাছ থেকে পৃথক রাখা হচ্ছে বলে জানা গেছে৷ এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে ৩০টির বেশি দেশের কূটনীতিকরা চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন৷

এছাড়া উপসর্গ নেই কিংবা অল্প আছে এমন ব্যক্তিদের বাসায় আইসোলেশনে থাকতে না দিয়ে কেন্দ্রীয় আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে৷

জেডএইচ/কেএম (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ