করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে ২৭ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার৷ একই সঙ্গে মঙ্গলবার থেকে বেসামরিক প্রশাসনকে সহায়তায় মাঠে থাকবে সশস্ত্র বাহিনীর সদস্য।
বিজ্ঞাপন
২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটির সঙ্গে আরো নয় দিন যুক্ত করে মোট ১০ দিনের টানা ছুটি ঘোষণা করেছে সরকার৷ সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
দেশের সব অফিস-আদালত, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে৷ হাসপাতালসহ জরুরি সেবা সংস্থাগুলো এই ছুটির আওতায় থাকবে না। এ সময়ে গণপরিবহনও সীমিত আকারে চলবে বলে জানানো হয়েছে৷ জনগকে আহ্বান জানানো হয়েছে জরুরি কাজ ছাড়া বাসার বাইরে বের না হতে৷ যাতায়াতের ক্ষেত্রে গণপরিবহন এড়িয়ে চলার পরামর্শও দেয়া হয়েছে৷
বাংলাদেশ ব্যাংকও এসময় সীমিত আকারে কার্যক্রম পরিচালনা করবে৷ স্থানীয় সরকারকে জনগণের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরায় সচেতনতা বাড়াতে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে৷ স্থানীয় সরকারকে এ কাজে সহায়তা করবে সেনাবাহিনী৷
বয়স্কদের যেভাবে করোনা থেকে বাঁচাবেন
করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে প্রবীণদের। যাদের বয়স একটু বেশি, তাদের পাশে কিভাবে থাকবেন? পাশে থেকে কিভাবে নিজেকেও বাঁচাবেন?
ছবি: AFP/Getty Images/T. Mustafa
আক্রান্ত হওয়ার ঝুঁকি যাদের বেশি
বয়স যাদের ৬৫ বছরের বেশি, করোনায় সংক্রমিত হলে তাদের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি থাকে। তবে ডায়াবেটিস, হৃদরোগ বা অন্য কোন জটিল রোগ থাকলে এর চেয়ে কম বয়সিদেরও করোনাভাইরাসে মৃত্যু হতে পারে।
অনেক দেশে প্রবীণদের অন্তত ১২ সপ্তাহ ঘরে থাকতে বলা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ, এই সময় প্রবীণদের সঙ্গে দেখা করতে গেলে অন্তত এক মিটার, অর্থাৎ তিন ফুট দূরে থেকে কথা বলতে হবে। চুমু খাওয়া বা আলিঙ্গন করা যাবে না।
ছবি: Imago/Science Photo Library
হাত ধুয়ে নিতে ভুলবেন না
ঘরের বাইরে গেলে এখন এমনিতেই সবার স্যানিটাইজার বা সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নেয়া উচিত। প্রবীণদের কাছাকাছি গেলেও এই নিয়ম মানতে হবে।
ছবি: Imago Images/Panthermedia
দেখা কম করা ভালো
এমনিতে দেখা কম করা ভালো। খুব জরুরি প্রয়োজন ছাড়া দেখা না করে ফোন করে, চিঠি লিখে বা সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় প্রবীণদের খোঁজখবর নেয়া যেতে পারে।
ছবি: Colourbox
প্রবীণদের যা যা করতে হবে
করোনার আতঙ্ক নিয়ে প্রবীণদের পক্ষে একা থাকা খুব কঠিন। সময় কাটাতে তাদের ঘর পরিষ্কার করা নাচা বা বসে বসে করা যায় এমন ব্যায়ামে মন দিতে হবে। এছাড়া সূর্যের আলো আর মুক্ত বাতাস যতটা সম্ভব গায়ে লাগাতে হবে।