1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা ঠেকাতে সেনা, সাধারণ ছুটি

২৩ মার্চ ২০২০

করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে ২৭ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার৷ একই সঙ্গে মঙ্গলবার থেকে বেসামরিক প্রশাসনকে সহায়তায় মাঠে থাকবে সশস্ত্র বাহিনীর সদস্য।

ছবি: A. Goni

২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটির সঙ্গে আরো নয় দিন যুক্ত করে মোট ১০ দিনের টানা ছুটি ঘোষণা করেছে সরকার৷ সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

দেশের সব অফিস-আদালত, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে৷ হাসপাতালসহ জরুরি সেবা সংস্থাগুলো এই ছুটির আওতায় থাকবে না। এ সময়ে গণপরিবহনও সীমিত আকারে চলবে বলে জানানো হয়েছে৷ জনগকে আহ্বান জানানো হয়েছে জরুরি কাজ ছাড়া বাসার বাইরে বের না হতে৷ যাতায়াতের ক্ষেত্রে গণপরিবহন এড়িয়ে চলার পরামর্শও দেয়া হয়েছে৷

বাংলাদেশ ব্যাংকও এসময় সীমিত আকারে কার্যক্রম পরিচালনা করবে৷ স্থানীয় সরকারকে জনগণের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরায় সচেতনতা বাড়াতে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে৷ স্থানীয় সরকারকে এ কাজে সহায়তা করবে সেনাবাহিনী৷

এডিকে/কেএম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ