1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা নিয়ে জার্মান শিল্পীর ইনস্টলেশন

১৪ মে ২০২১

করোনায় সবার জীবনে পরিবর্তন এসেছে৷ ম্যানিকিনদের দিয়ে সেটা তুলে ধরছেন জার্মান শিল্পী ডেনিস ইওসেফ মেসেগ৷ ইতিমধ্যে তার ‘ইট ইজ লাইক ইট ইজ' ইনস্টলেশন জার্মানির ৩০টি শহরে প্রদর্শিত হয়েছে৷

ছবি: Christoph Hardt/Geisler-Fotopres/picture alliance

ডেনিস বলছেন, ‘‘করোনার কারণে আমাদের চলাফেরায় বাধার বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে৷ আগে আমরা যখন যেভাবে চাইতাম চলাফেরা করতে পারতাম৷ কিন্তু এখন পারছিনা৷ করোনার কারণে আমাদের জীবনে পরিবর্তন এসেছে৷ যা খুশি তা করতে পারার বিষয়টি এখন অতীতের বিষয় হয়ে গেছে৷''

কোলন ক্যাথেড্রাল, বার্লিনে সংসদ ভবন, পটসডাম, লিমবুর্গের পুরনো ব্রিজে ডেনিসের ইনস্টলেশন প্রদর্শিত হয়েছে৷ তিনি কোথা থেকে ম্যানিকিন সংগ্রহ করেছেন? ডেনিস জানালেন, ‘‘অনেক জায়গা থেকে আমি ম্যানিকিন সংগ্রহ করেছি৷ যেমন করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া বুটিক শপ থেকে৷ এছাড়া বন্ধ হয়ে যাওয়া শখের হার্ডওয়্যার দোকান থেকেও পেয়েছি৷ কম দামে সেগুলো কিনতে পেরেছি৷''

বন শহরের কাছে আলানুস ইউনিভার্সিটি অফ আর্ট অ্যান্ড সোসাইটিতে পড়ালেখা করেছেন ডেনিস৷ কাঠ দিয়ে ভাস্কর্য তৈরিতে পারদর্শী তিনি৷

‘ইট ইজ লাইক ইট ইজ' তার প্রথম পাবলিক ইনস্টলেশন৷ এ বছরের শেষদিকে তিনি একটি ছবির বই বের করবেন, যেখানে তার ম্যানিকিনদের এমন কিছু করতে দেখা যাবে যেটা মহামারির কারণে অনেকের পক্ষে করা সম্ভব হচ্ছে না৷

ম্যানিকিনদের নিয়ে জার্মানিতে বিশেষ প্রদর্শনী

04:02

This browser does not support the video element.

অতিসম্প্রতি ম্যানিকিনরা কোলনে কার্নেভাল উদযাপন করেছে, করোনার কারণে এবার যেটার আয়োজন বাতিল করতে হয়েছে৷

সাংস্কৃতিক বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ডেনিসের এই ইনস্টলেশন প্রদর্শন করতে পারার বিষয়টি শুধু সৌভাগ্যের নয়, এটা একটা বার্তাও দেয়৷ ‘‘আর্ট ও কালচার বিষয়গুলো মনের উপর প্রভাব ফেলে৷ আপনি হয়ত বুঝতে পারেননা, কিন্তু এগুলো বিভিন্নভাবে আপনাকে মানসিকভাবে উৎসাহ, উদ্দীপনা দিয়ে থাকে৷ করোনার কারণে হয়ত এখন আপনি বুঝতে পারছেন, কী একটা যেন নেই,'' বলেন ডেনিস৷ 

ক্রিস্টিয়ান ভাইবেসান/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ