করোনার নতুন স্ট্রেইন নিয়ে ইউরোপে বৈঠক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা। যুক্তরাজ্যে সংক্রমণ বাড়ছে।
বিজ্ঞাপন
দক্ষিণ আফ্রিকা থেকে আসা দুই ব্যক্তিকে চিহ্নিত করেছে যুক্তরাজ্যের প্রশাসন। তাঁদের শরীরে কোভিডের আরো একটি নতুন ধরন পাওয়া গিয়েছে বলে যুক্তরাজ্যের স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন। তবে নতুন সেই ধরনটির চরিত্র এখনো স্পষ্ট নয়। এ দিকে যুক্তরাজ্যের বর্তমান স্ট্রেইনটি নিয়ে বুধবার ইউরোপে বৈঠক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা। বৈঠক শেষে তাঁরা জানিয়েছেন, নতুন স্ট্রেইনটি অত্যন্ত দ্রুত ছড়াতে পারে। তবে আগের চেয়ে বেশি ক্ষতিকারক বলে এখনো পর্যন্ত মনে হচ্ছে না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ইউরোপের ৫৩টি দেশ রয়েছে। তার মধ্যে রাশিয়া এবং পশ্চিম এশিয়ার একাধিক দেশ রয়েছে। বুধবারের বৈঠকে সকলেই যোগ দিয়েছিল। এখনো পর্যন্ত ইউরোপে ২৪ মিলিয়ন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে পাঁচ লাখেরও বেশি মানুষের। তারই মধ্যে যুক্তরাজ্যের নতুন স্ট্রেইন নিয়ে কপালে ভাঁজ পড়েছে ইউরোপের দেশগুলির। অধিকাংশ দেশ যুক্তরাজ্যের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বন্ধ রেখেছে। ফ্রান্স অবশ্য সীমান্ত বন্ধ করেও পরে তা খুলে দিয়েছে।
করোনার পর পার্টিতে মজেছে উহান
করোনা ভাইরাসের উৎস উহানের নাগরিকরা পার্টি করায় ব্যস্ত৷ বিস্তারিত দেখুন ছবিঘরে...
ছবি: Aly Song/REUTERS
উহানে লকডাউন
২০২০ সালের ২৩ জানুয়ারি থেকে চীনের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে উহান৷ করোনা ভাইরাসকে রুখতে কড়া লকডাউন চালু হলেও তা থামানো যায়নি৷ অবশেষে লকডাউন উঠেছে সেখানে৷ চীনের মোট চার হাজার ৬৩৪টি করোনাজনিত মৃত্যুর মোট তিন হাজার ৯০০টিই হয়েছে উহানে৷
ছবি: Aly Song/REUTERS
পার্টির আমেজে উহান
স্থানীয় মানুষ আস্তে আস্তে ফিরছে স্বাভাবিক জীবনে৷ রাতের উহান আবার ফিরছে পুরোনো মেজাজে৷ এক কোটি দশ লাখ মানুষের শহর উহানে ১০ মে’র পর থেকে কোনো নতুন করোনা সংক্রমণ দেখা যায়নি৷ তাই স্বাভাবিকতায় ফিরতে উহানবাসীর কোনো আপত্তি নেই৷
ছবি: Aly Song/REUTERS
সতর্কতা কোথায়?
ছবিতে দেখা যাচ্ছে এক নারীকে, যিনি পানশালায় একটি জন্মদিনের পার্টিতে অংশ নিতে এসেছেন৷ তিনি ব্যস্ত তার গাল থেকে জন্মদিনের কেকের ক্রিম মুছতে৷ কিন্তু তার মুখে মাস্ক নেই৷ শুধু তারই নয়, মাস্কহীন অসংখ্য পার্টিমুখী জনতা ভিড় করছেন উহানের রাস্তায়৷
ছবি: Aly Song/REUTERS
জন্মদিনের আনন্দ
সাত মাসের কঠোর লকডাউনের পর ঠিক আগের মতোই জন্মদিন বা অন্যান্য আনন্দের উদযাপনে ফিরছে মানুষ৷ ছবিতে দেখা যাচ্ছে একটি রেস্টুরেন্ট, যেখানে আয়োজন করা হয়েছে জন্মদিনের পার্টি৷
ছবি: Aly Song/REUTERS
ভরা পানশালা
ছবিতে উহানের একটি জনপ্রিয় পানশালা৷ করোনার আগের সময়ের সাথে কোনো ফারাক দেখা যাচ্ছে না৷ ভিড়ে ঠাসা শুধু এই পানশালাতেই শুধু নয়, উহানের তরুণ প্রজন্ম ভিড় জমাচ্ছে রাস্তার খাবার দোকানেও৷
ছবি: Aly Song/REUTERS
করোনার প্রভাবে...
উহানের ‘নাইটলাইফ’-এর মূল ফ্যাক্টর এই অঞ্চলের বিশাল সংখ্যার শিক্ষার্থী, শিল্পী ও তরুণ কর্মী৷ সংগীতশিল্পী ওয়াং শিংহাও বুধবার উহানে একটি কনসার্টের আয়োজন করেন৷ প্রায় একশ দর্শকের ভিড় জমে তার কনসার্টে৷ গান গাওয়ার সময় গায়ের কোটও ছুঁড়ে দেন তিনি৷ অতিমারিকালীন জীবন নিয়ে গান লিখছেন তিনি৷
ছবি: Aly Song/REUTERS
যা বলছেন ব্যবসায়ীরা
উহানের ‘বিয়ার হল’ পানশালায় আসা তরুণ ঝাং বলেন, ‘‘আমি এই সময়টা পুরো উপভোগ করতে চাই, কারণ, জীবন কখন থেমে যায়, তা কেউ বলতে পারে না৷’’ কিন্তু এতটা আশাবাদী নন স্থানীয় ব্যবসায়ী ও রেস্টুরেন্টমালিকরা৷ সারা বছর লকডাউন তাদের যতটা আর্থিক ক্ষতি এনেছে, তা পুরোপুরি উসুল করতে এখনো বেশ খানিকটা সময় লাগবে, বলে তাদের মত৷
ছবি: Aly Song/REUTERS
7 ছবি1 | 7
বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপের প্রতিনিধিরা রুদ্ধদ্বার বৈঠক করেন। সংবাদমাধ্যমকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। পরে তাঁরা জানিয়েছেন, মূলত পরিস্থিতির পর্যালোচনা হয়েছে। নতুন স্ট্রেইনটি নিয়ে আলোচনা হয়েছে। সকলেই একটি বিষয়ে একমত। নতুন স্ট্রেইনটি অনেক বেশি সংক্রমক হলেও তা আগের চেয়ে বেশি ক্ষতিকারক নয়।
এ দিকে যুক্তরাজ্যে আরো একটি স্ট্রেইন পাওয়া গিয়েছে বলে চিকিৎসকদের একাংশের দাবি। বলা হচ্ছে, এই স্ট্রেইনটিও দক্ষিণ আফ্রিকা থেকে এসেছে। দুইজনের শরীরে তা পাওয়া গিয়েছে। গত কিছুদিনে দক্ষিণ আফ্রিকা থেকে আসা সমস্ত মানুষকে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
এ দিকে ভারতে লন্ডন থেকে আসা একাধিক ব্যক্তির শরীরে কোভিড ভাইরাস মিলেছে। নতুন স্ট্রেইনের করোনা নিয়ে তাঁরা ভারতে ঢুকেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।