জার্মানির জনগণের সচেতন আচরণের প্রশংসা করেছেন দেশটির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ তবে তার মতে দেশটিতে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি৷
বিজ্ঞাপন
করোনা ভাইরাসের পরীক্ষায় এখন পর্যন্ত জার্মানি পাস করেছে বলে মনে করেন দেশটির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ তবে বিধিনিষেধ শিথিলের প্রক্রিয়া চলাকালেও সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন তিনি৷ সাপ্তাহিক ভিডিও বার্তায় ম্যার্কেল বলেন, ‘‘আমাদের দেশের বেশিরভাগ জনগণই সতর্কতা মেনে যুক্তিসঙ্গত এবং দায়িত্বশীল আচরণ করেছেন৷’’
জার্মানির রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান রবার্ট কখ ইনস্টিটিউটের পরিসংখ্যান অনুযায়ী শনিবার পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৮০ হাজার ৪৫৮ জন৷ যদিও এর মধ্যে এক লাখ ৬৪ হাজার জনই করোনা থেকে সেরে উঠেছেন৷ মৃত্যুবরণ করেছেন মোট আট হাজার ৪৫০ জন৷ যা মোট আক্রান্তের পাঁচ ভাগেরও কম৷ দৈনিক নতুন রোগী শনাক্তের সংখ্যা নেমে এসেছে হাজারের নীচে৷
তাই বলে পরিস্থিতি হালকাভাবে নেয়ার সময় এখনও আসেনি বলে সতর্ক করে দিয়েছেন ম্যার্কেল৷ বড় ধরনের কোন ক্ষতি আর হবে না এমন মনোভাব যাতে কেউ পোষণ না করে সেই বিষয়ে আহবান জানান তিনি৷ সামনের দিনে বিধিনিষেধ তুলে নেয়া অব্যাহত থাকবে উল্লেখ করে ম্যার্কেল নাগরিকদের আসছে দিনগুলোতেও দায়িত্বশীল আচরণের প্রত্যাশা জানান৷
এফএস/এডিকে
জার্মানিতে রেস্তোরাঁ আর বার আবার খুলেছে
কোভিড-১৯-এর জন্য কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর জার্মানিতে বার আর রেস্তোরাঁগুলো আবার খুলতে শুরু করেছে। সেখানে শুরু হয়েছে খানাপিনা। তবে স্বাস্থ্যবিধি মানতে হচ্ছে সবাইকে। দেখুন ছবিঘরে...
ছবি: picture-alliance/dpa/A. Dedert
ফিরছে স্বাভাবিক ছন্দ
স্যাক্সনি রাজ্যের ড্রেসডেন শহরের এক রেস্তোরাঁর টেবিল পরিষ্কার করছেন এক কর্মী। বার্লিন, ব্রাণ্ডেনবুরগ, হেসে, স্যাক্সনি এবং থুরিঙিয়ার বার এবং রেস্তোরাঁগুলো খোলার অনুমতি পেয়েছে ১৫ মে থেকে। মেকলেনবুর্গ, ওয়েস্টার্ন-পমারানিয়া, নর্থ রাইন-ওয়েস্টফালিয়া, লোয়ার স্যাক্সনি, হামবুর্গ এবং রাইনল্যান্ড পালাটিনাটের রেস্তোরাঁ আর বার তার আগেই খুলেছে।
ছবি: picture-alliance/dpa/R. Michael
পুতুলের সঙ্গে পানাহার
পাশাপাশি বসে পানাহার করা যাবে না। সোশ্যাল ডিসট্যান্স বজায় রাখতে অনেক আসনে মানুষের জায়গায় বসানো হয়েছে পুতুল।সুতরাং আপনার পাশে মানুষের আকৃতির কোনো-না-কোনো পুতুল থাকবেই।
ছবি: picture-alliance/dpa/J. Stratenschulte
সব জীবাণুমুক্ত
স্বাস্থ্যবিধি মানার বাধ্যবাধকতা মেনেই খুলতে হচ্ছে রেস্তোরা, বার। খেতে বসলে অনেক টেবিলে দেখা যাবে 'দয়া করে সব জীবাণুমুক্ত করুন’ লেখা বিজ্ঞপ্তি। অর্থাৎ, খাওয়া শুরুর আগে হাত খুব ভালো করে ধুয়ে নেয়া একান্ত কর্তব্য।
ছবি: picture-alliance/dpa/S. Sauer
খোলা আকাশের নীচে খাওয়া-দাওয়া
বার্লিনের এক রেস্তোরাঁর বাইরে চলছে খাবার পরিবেশনের প্রস্তুতি। করোনায় সংক্রমণ এড়াতে অনেকরেস্তোরাঁ কর্তৃপক্ষকে শুধু খোলা আকাশের নীচে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
ছবি: picture-alliance/dpa/J. Kalaene
সংখ্যা খুব গুরুত্বপূর্ণ
খাওয়া শুরুর আগে মাস্ক পরে থাকলে ভালো। সংক্রমণ ছড়িয়ে পড়লে দরকার হতে পারে ভেবে অনেক রেস্তোরাঁ কর্তৃপক্ষ ক্রেতাদের টেলিফোন নাম্বার এবং বাড়ির ঠিকানা জানতে চায়। এক ঘর থেকে সর্বোচ্চ দুজন অতিথি নেয়ার নিয়মও রয়েছে কিছু রেস্তোরাঁয়।