1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা: পশ্চিমবঙ্গে রোড শো, মিছিল নিষিদ্ধ

২৩ এপ্রিল ২০২১

আদালতের কড়া মনোভাবের পর নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে রোড শো, পদযাত্রা, মিছিল বন্ধ।

পশ্চিমবঙ্গে পদযাত্রা, রোড শো নিষিদ্ধ করলো নির্বাচন কমিশন। ছবি: Prabhakarmani Tewari/DW

জনসভার ক্ষেত্রে এখনো ছাড় দিয়েছে কমিশন। তবে জনসভায় পাঁচশজনের বেশি মানুষ থাকতে পারবেন না। সামাজিক দূরত্বও বজায় রাখতে হবে। না হলে কড়া শাস্তি হবে।

সারা দেশে করোনা পরিস্থিতি খুবই খারাপ হওয়ার পর অবশেষে পশ্চিমবঙ্গে রোড শো এবং মিছিল বন্ধের নির্দেশ দিল নির্বাচন কমিশন। তবে তার আগে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, করোনাকালে ভোটের ক্ষেত্রে নির্বাচন কমিশনের গাফিলতি আছে। তারপরই বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন।

পশ্চিমবঙ্গে আর মাত্র দুইটি পর্বের ভোট বাকি আছে। সেখানে পদযাত্রা, রোড শো, বাইক মিছিল করা যাবে না।  পাঁচশ জনকে নিয়ে সভা করা যাবে। সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়া নতুন করে কোনও মিছিল রোড শো-র অনুমতি দেওয়া হবে না।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  বৃহস্পতিবার তার চারটি জনসভা বাতিল করেছিলেন। শুক্রবার তিনি দিল্লি থেকে ভার্চুয়াল  সভা করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পূর্বনির্ধারিত সব জনসভা বাতিল করে ভার্চুয়াল সভা করার সিদ্ধান্ত নিয়েছেন। বামেরা আগেই জানিয়েছিল, তারা জনসভা করবে না। কংগ্রেসও আর জনসভা করছে না।

কলকাতা থেকে ডিডাব্লিউর প্রতিনিধি স্যমন্তক ঘোষ জানিয়েছেন, পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি খুব খারাপ। কলকাতা শহরে হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না। অক্সিজেনও নয়। করোনা পরীক্ষা করার পর দিন চারেকের আগে রিপোর্ট পাওয়া যাচ্ছে না। আর গত ছয় পর্বের ভোটে জনসভায় প্রচুর ভিড় হয়েছে। রোড শো-তে মানুষ গাাদাগাদি করে তারকা ও রাজনৈতিক নেতাদের দেখেছেন। পদযাত্রায় প্রচুর ভিড় হয়েছে। ফলে করোনা বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

জিএইচ/এসজি(পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ