আদালতের কড়া মনোভাবের পর নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে রোড শো, পদযাত্রা, মিছিল বন্ধ।
বিজ্ঞাপন
জনসভার ক্ষেত্রে এখনো ছাড় দিয়েছে কমিশন। তবে জনসভায় পাঁচশজনের বেশি মানুষ থাকতে পারবেন না। সামাজিক দূরত্বও বজায় রাখতে হবে। না হলে কড়া শাস্তি হবে।
সারা দেশে করোনা পরিস্থিতি খুবই খারাপ হওয়ার পর অবশেষে পশ্চিমবঙ্গে রোড শো এবং মিছিল বন্ধের নির্দেশ দিল নির্বাচন কমিশন। তবে তার আগে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, করোনাকালে ভোটের ক্ষেত্রে নির্বাচন কমিশনের গাফিলতি আছে। তারপরই বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন।
পশ্চিমবঙ্গে আর মাত্র দুইটি পর্বের ভোট বাকি আছে। সেখানে পদযাত্রা, রোড শো, বাইক মিছিল করা যাবে না। পাঁচশ জনকে নিয়ে সভা করা যাবে। সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়া নতুন করে কোনও মিছিল রোড শো-র অনুমতি দেওয়া হবে না।
ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ, দৈনিক সংক্রমণ তিন লাখ ছাড়ালো
ভারতে করোনা পরিস্থিতি আরো খারাপ হলো। আক্রান্তের সংখ্যা দিনে তিন লাখ ছাড়ালো। মৃতের সংখ্যাও বাড়ছে। গোরস্থান, শ্মশানে লম্বা লাইন।
ছবি: Niharika Kulkarini/REUTERS
তিন লাখ ছাড়ালো
ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়ালো। এই প্রথমবার এত মানুষ একদিনে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দুই হাজার একশর বেশি মানুষ। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সব চেয়ে বেশি। দিল্লিতে আক্রান্ত ২৪ হাজারের বেশি। উপরের ছবিটি দিল্লির একটি হাসপাতালের।
ছবি: Anushree Fadnavis/REUTERS
দিল্লির পরিস্থিতি
দিল্লির শ্মশানঘাট ও কবরস্থানে লম্বা লাইন। আইটিও-র কবরস্থানে দেখা গিয়েছে সমানে মাটি খোড়ার কাজ চলছে। এরকম চলতে থাকলে স্থানাভাব দেখা দেবে। নিগমবোধ সহ অন্য শ্মশানে মৃতদেহ সৎকারে লম্বা লাইন পড়ছে। অন্ততপক্ষে পাঁচ-ছয় ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
ছবি: Danish Siddiqui/REUTERS
হাসপাতালে চাপ
দিল্লিতে একদিনে আক্রান্ত হয়েছেন ২৪ হাজারের বেশি মানুষ। হাসপাতাল ভর্তি। অক্সিজেনের সংকট তীব্র। সরকার অবিলম্বে বেড বাড়াবার কথা বলছে। রাজধানীতে এখন লকডাউন চলছে। তারপরেও করোনা সংক্রমণ ও মৃত্যু ঠেকানো যাচ্ছে না। ছবিতে করোনায় মৃত একজনের দেহ নিয়ে যাওয়া হচ্ছে কবরস্থানে।
ছবি: Danish Siddiqui/REUTERS
মহারাষ্ট্রে কার্যত লকডাউন
মহারাষ্ট্রে অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া বাকি সব কাজ বাড়ি থেকে করার নির্দেশ দিয়েছে সরকার। রাস্তাঘাটে মানুষ নেই। গেটওয়ে অফ ইন্ডিয়ার ছবি।
ছবি: Niharika Kulkarini/REUTERS
সরকারের নির্দেশ
মহারাষ্ট্রে যে সব দোকান খোলা থাকছে, যারা সেখানে যাচ্ছেন, তারা কোভিড-বিধি পালন করছে কি না, তা দেখার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে সরকার। কেউ বিধি ভাঙলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে বলা হয়েছে। রাতের শুনশান মুম্বইয়ের ছবি।
ছবি: Niharika Kulkarini/REUTERS
রাজস্থানে লকডাউন
করোনা বাড়তে থাকায় রাজস্থানে ৩ মে পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। উপরের ছবিটি জয়পুরে স্বাভাবিক সময়ের।
ছবি: Vishal Bhatnagar/NurPhoto/picture alliance
একদিনে ৩৩ লাখ ভ্যাকসিন
গত ২৪ ঘণ্টায় ৩৩ লাখ মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে। সবমিলিয়ে ভ্যাকসিন দেয়া হলো ১১ কোটি ৪৫ লাখ মানুষকে।
ছবি: Amit Dave/REUTERS
ভোটের লাইন
করোনার এই বাড়বাড়ন্তের মধ্যে ভোট চলছে পশ্চিমবঙ্গে। প্রতিটি বুথে লম্বা লাইন। সেখানে সামাজিক দূরত্বের বিধি মানা সম্ভব হচ্ছে না। উত্তর প্রদেশেও পুরভোটে লম্বা লাইন পড়েছে।
ছবি: IANS
পশ্চিমবঙ্গে বাড়ছে
পশ্চিমবঙ্গেও করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। তবে কলকাতা তথা পশ্চিমবঙ্গের মানুষ ব্যস্ত ভোট নিয়ে ও নানা অনুষ্ঠান পালনে। পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণ দশ হাজারের কাছে। কলকাতায় এক হাজার ৬০০ জন করোনায় আক্রান্ত। কবি ও প্রাবন্ধিক শঙ্খ ঘোষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের। সিপিএম নেতা সুজন চক্রবর্তী করোনায় আক্রান্ত।
ছবি: Rupak De Chowdhuri/REUTERS
9 ছবি1 | 9
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার তার চারটি জনসভা বাতিল করেছিলেন। শুক্রবার তিনি দিল্লি থেকে ভার্চুয়াল সভা করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পূর্বনির্ধারিত সব জনসভা বাতিল করে ভার্চুয়াল সভা করার সিদ্ধান্ত নিয়েছেন। বামেরা আগেই জানিয়েছিল, তারা জনসভা করবে না। কংগ্রেসও আর জনসভা করছে না।
কলকাতা থেকে ডিডাব্লিউর প্রতিনিধি স্যমন্তক ঘোষ জানিয়েছেন, পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি খুব খারাপ। কলকাতা শহরে হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না। অক্সিজেনও নয়। করোনা পরীক্ষা করার পর দিন চারেকের আগে রিপোর্ট পাওয়া যাচ্ছে না। আর গত ছয় পর্বের ভোটে জনসভায় প্রচুর ভিড় হয়েছে। রোড শো-তে মানুষ গাাদাগাদি করে তারকা ও রাজনৈতিক নেতাদের দেখেছেন। পদযাত্রায় প্রচুর ভিড় হয়েছে। ফলে করোনা বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।