1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা ভাইরাসের টিকা পেতে মরিয়া জার্মানি

৪ জুন ২০২০

ইইউর তিন দেশের সঙ্গে মিলে আগেভাগে করোনা ভাইরাসের টিকা হাতে পেতে জোর প্রচেষ্টা চালাচ্ছে জার্মানি৷ দেশটির আশঙ্কা, যুক্তরাষ্ট্র বা চীন টিকা হাতে পেলে সেটির বাজারজাতকরণ নিয়ন্ত্রণ করতে চাইবে৷

করোনা ভাইরাসের টিকা
ছবি: picture-alliance/dpa/M. Stolt

এজন্য জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সদস্য আরো তিন দেশের সঙ্গে মিলে নতুন একটি জোট গঠন করতে যাচ্ছে বলা জানিয়েছে দেশটির অর্থনীতি ও ব্যবসা সংক্রান্ত দৈনিক হান্ডেলসব্লাট৷

বৃহস্পতিবার হান্ডেলসব্লাটের খবরে বলা হয়, ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান ফ্রান্স, ইটালি ও নেদারল্যান্ডসের স্বাস্থ্যমন্ত্রীদের হয়ে ইউরোপীয় কমিশনের কাছে একটি চিঠি লিখেছেন৷

চিঠিতে তিনি, ওষুধ শিল্পের বড় বড় কোম্পানিগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত এবং সবচেয়ে কার্যকর টিকা হাতে পাওয়ার বিষয়ে আলোচনার জন্য একজোট হয়ে কাজ করতে একমত হওয়ার কথা জানান৷

ইইউ-র  এই চার দেশই মনে করে, করোনা ভাইরাসের টিকা পাওয়াই এখন ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর একটি যেটার সমাধান খুঁজে পেতে হবে৷

যুক্তরাষ্ট্র এবং চীনও কোভিড-১৯ এর টিকা হাতে পাওয়ার দৌড়ে এগিয়ে থাকতে চাইছে৷ জার্মানির আশঙ্কা, ওই দুই দেশের কেউ টিকা হাতে পেয়ে গেলে তারা সারাবিশ্বে সেটির বাজারজাতকরণ নিয়ন্ত্রণ করতে চাইবে৷ তাই জার্মানি ইইউ-র হাতে আগে টিকা পৌঁছানো নিশ্চিত করতে চায়৷

ব্রিটিশ-সুইডিশ ওষুধ কোম্পানি ‘আস্ট্রাজেনেকা' পরীক্ষামূলক ব্যবহারের জন্য করোনা ভাইরাসের যে ১০০ কোটি ডোজ টিকা উৎপাদনের পরিকল্পনা করেছে তার প্রায় এক-তৃতীয়াংশ এরই মধ্যে ১২০ কোটি মার্কিন ডলারে কিনে রেখেছে যুক্তরাষ্ট্র৷

হান্ডেলসব্লাট জানায়, জার্মানি যেসব ওষুধ কোম্পানির সঙ্গে কথা বলেছে আস্ট্রাজেনেকাও তার মধ্যে আছে৷

জার্মানি এবং জোট সদস্যরা সিঙ্গাপুর, জাপান ও যুক্তরাজ্যের মত ইইউ-র বাইরের দেশের সঙ্গেও টিকা উৎপাদন নিয়ে আলোচনা করে একসাথে কাজ করতে চাইছে৷ বার্তাসংস্থা রয়টার্স জানায়, ইইউ টিকা পাওয়ার জন্য আগাম হিসেবে ২৪০ কোটি ইউরোর তহবিলও জমা করেছে৷

এসএনএল/এফএস (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ