ইইউর তিন দেশের সঙ্গে মিলে আগেভাগে করোনা ভাইরাসের টিকা হাতে পেতে জোর প্রচেষ্টা চালাচ্ছে জার্মানি৷ দেশটির আশঙ্কা, যুক্তরাষ্ট্র বা চীন টিকা হাতে পেলে সেটির বাজারজাতকরণ নিয়ন্ত্রণ করতে চাইবে৷
বিজ্ঞাপন
এজন্য জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সদস্য আরো তিন দেশের সঙ্গে মিলে নতুন একটি জোট গঠন করতে যাচ্ছে বলা জানিয়েছে দেশটির অর্থনীতি ও ব্যবসা সংক্রান্ত দৈনিক হান্ডেলসব্লাট৷
বৃহস্পতিবার হান্ডেলসব্লাটের খবরে বলা হয়, ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান ফ্রান্স, ইটালি ও নেদারল্যান্ডসের স্বাস্থ্যমন্ত্রীদের হয়ে ইউরোপীয় কমিশনের কাছে একটি চিঠি লিখেছেন৷
চিঠিতে তিনি, ওষুধ শিল্পের বড় বড় কোম্পানিগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত এবং সবচেয়ে কার্যকর টিকা হাতে পাওয়ার বিষয়ে আলোচনার জন্য একজোট হয়ে কাজ করতে একমত হওয়ার কথা জানান৷
ইইউ-র এই চার দেশই মনে করে, করোনা ভাইরাসের টিকা পাওয়াই এখন ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর একটি যেটার সমাধান খুঁজে পেতে হবে৷
স্বাভাবিকতার নতুন রূপ: সামাজিক দূরত্বের পৃথিবী
বিশ্বের বিভিন্ন দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় স্কুল, রেস্তোরাঁ খুলেছে৷ কিন্তু সামাজিক দূরত্ব বজায় রেখে খুলছে সব৷ ছবিঘরে দেখুন কয়েকটি দেশের চিত্র৷
ছবি: Reuters/K. Lamarque
যুক্তরাষ্ট্র (মেরিল্যান্ড)
মেরিল্যান্ডের ফিশ টেলস অ্যান্ড গ্রিল খুলেছে মে মাসের ২৩ তারিখে৷ সেখানে বাল্টিমোরের ট্রেসি সান্দ্রিগে এবং জুলি ব্রাউন ‘বাম্পার টেবিলে’ বসে ছবির জন্য পোজ দিয়েছেন, যেটি সামাজিক দূরত্ব অনুযায়ী ডিজাইন করা৷
ছবি: Reuters/K. Lamarque
দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়ার দাইঝেওনে একটি ক্যাফেতে খাবারের অর্ডার নেয়া, কফি বানানো এবং কাস্টমারের কাছে সরাসরি পানীয় পৌঁছে দেয়ার কাজ করছে একটি রোবট৷
ছবি: Reuters/K. Hong-Ji
যুক্তরাষ্ট্র (নিউ ইয়র্ক)
নিউ ইয়র্কের ব্রুকলিনে ডোমিনো পার্কে সামাজিক দূরত্ব মেনে বসার জন্য গোল গোল ছবি আঁকা হয়েছে৷
ছবি: Reuters/A. Kelly
জার্মানি
জার্মানির মাইনৎসে আরবি লাইপজিশের খেলোয়াড়রা বেঞ্চে এবং দর্শকের আসনে বসে আছে৷ গত ২৪ মে বুন্ডেসলিগায় এফএসভি মাইনৎসের বিপক্ষে খেলেছে তারা৷
ছবি: Reuters/K. Pfaffenbach
স্পেন
স্পেনের রাজধানী মাদ্রিদে প্লাজা মায়র চত্বরে একটি বসার জায়গা বানানো হচ্ছে৷ শ্রমিকরা গজ ফিতা দিয়ে মেপে সামাজিক দূরত্ব ঠিক করছেন৷
ছবি: Reuters/S. Perez
যুক্তরাজ্য
ব্রিটেনের ওয়াটলিংটনে প্রাথমিক স্কুল খোলার প্রস্তুতি চলছে৷ শ্রেণিকক্ষে সামাজিক দূরত্ব বজায় রাখতে শিক্ষার্থীদের উৎসাহিত করতে পুতুলগুলো নির্দিষ্ট দূরত্বে রাখা হয়েছে৷
ছবি: Reuters/E. Keogh
পোল্যান্ড
পোল্যান্ডের ওয়ারশতে প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হয়েছে৷ ক্লাস করছে শিশুরা৷
ছবি: Reuters/K. Pempel
ফ্রান্স
প্যারিসে ক্রিস্তোফ গেরনিগোঁর ডিজাইন করা প্লেক্সিগ্লাস বাবলের ভেতরে বসে ‘পোজ’ দিচ্ছেন এক নারী৷ রেস্তোরায়ঁ অতিথিদের করোনা থেকে রক্ষায় এই ব্যবস্থা করা হচ্ছে৷
ছবি: Reuters/B. Tessier
নেদারল্যান্ডস
অ্যামস্টারডামে একটি রেস্তোরাঁর ছবি এটি৷ এই ব্যবস্থাকে বলা হচ্ছে ‘কোয়ারান্টিন গ্রিন হাউজ’৷ আর এটি করোনা থেকে নিরাপদ রাখে বলে পরীক্ষায় প্রমাণ হয়েছে৷
যুক্তরাষ্ট্র এবং চীনও কোভিড-১৯ এর টিকা হাতে পাওয়ার দৌড়ে এগিয়ে থাকতে চাইছে৷ জার্মানির আশঙ্কা, ওই দুই দেশের কেউ টিকা হাতে পেয়ে গেলে তারা সারাবিশ্বে সেটির বাজারজাতকরণ নিয়ন্ত্রণ করতে চাইবে৷ তাই জার্মানি ইইউ-র হাতে আগে টিকা পৌঁছানো নিশ্চিত করতে চায়৷
ব্রিটিশ-সুইডিশ ওষুধ কোম্পানি ‘আস্ট্রাজেনেকা' পরীক্ষামূলক ব্যবহারের জন্য করোনা ভাইরাসের যে ১০০ কোটি ডোজ টিকা উৎপাদনের পরিকল্পনা করেছে তার প্রায় এক-তৃতীয়াংশ এরই মধ্যে ১২০ কোটি মার্কিন ডলারে কিনে রেখেছে যুক্তরাষ্ট্র৷
হান্ডেলসব্লাট জানায়, জার্মানি যেসব ওষুধ কোম্পানির সঙ্গে কথা বলেছে আস্ট্রাজেনেকাও তার মধ্যে আছে৷
জার্মানি এবং জোট সদস্যরা সিঙ্গাপুর, জাপান ও যুক্তরাজ্যের মত ইইউ-র বাইরের দেশের সঙ্গেও টিকা উৎপাদন নিয়ে আলোচনা করে একসাথে কাজ করতে চাইছে৷ বার্তাসংস্থা রয়টার্স জানায়, ইইউ টিকা পাওয়ার জন্য আগাম হিসেবে ২৪০ কোটি ইউরোর তহবিলও জমা করেছে৷