ইটালিতে দুইদিনে দুইজনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে৷ আক্রান্তের সংখ্যা ১০০ জন ছাড়িয়েছে৷ রোগীর সংখ্যা লাফিয়ে বাড়ছে দক্ষিণ কোরিয়াতেও৷ জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা৷
বিজ্ঞাপন
দুই নাগরিকের মৃত্যুতে করোনা ভাইরাস ঠেকাতে নড়েচড়ে বসেছে ইটালির সরকার৷ বেশ কয়েকটি শহরকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ বাতিল করা হয়েছে ভেনিসের বিখ্যাত কার্নিভাল৷
এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১০০ জন ছাড়িয়েছে৷ এর মধ্যে শুধু লোম্বার্দি অঞ্চলেই ৮৯ জনকে শনাক্ত করা হয়েছে৷ সেখানকার একটি শহর কোডোনিওতে শনিবার ৭৫ বছর বয়সি একজন নারীর মৃত্যু হয়েছে৷ তার আগের দিন ভেনিতোতে মারা গেছেন ৭৮ বছর বয়সি একজন পুরুষ৷
উত্তরাঞ্চলের প্রায় এক ডজন শহরের পঞ্চাশ হাজারের বেশি মানুষকে ঘরে অবস্থানের অনুরোধ করেছে কর্তৃপক্ষ৷ সেখানকার রাস্তাঘাট এরইমধ্যে ফাঁকা হয়ে গেছে, বন্ধ করে দেয়া হয়েছে সরকারি ভবন৷ ভেনিসের রোববারের কার্নিভালের আয়োজনও বন্ধ করা হয়েছে৷
এর আগে মিলানের কাছের কোডোনিওতে সর্বপ্রথম এই রোগে আক্রান্ত ৩৮ বছর বয়সি একজনকে শনাক্ত করা হয়েছিল৷ তিনি গত ২১ জানুয়ারি চীন থেকে আসা একজনের সংস্পর্শে এসেছিলেন বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ৷
এদিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দক্ষিণ কোরিয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছেন প্রেসিডেন্ট মুন জে ইন৷ তিনজনের মৃত্যু ও ১৬৯ জন নতুন করে আক্রান্ত হওয়ার পর রোববার তিনি এই ঘোষণা দিয়েছেন৷ এনিয়ে দেশটিতে ৬০২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে৷ এর মধ্যে শুক্রবার থেকে শনিবারের মধ্যে রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ৷ সেখানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন পাঁচজন৷ চীনের বাইরে এই দেশটিতেই করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি৷
অন্যদিকে চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ ৬৪৮ জন নতুন আক্রান্ত রোগী শনাক্ত করেছে৷ রবিবার ৯৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশটিতে করোনা ভাইরাসে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৪৪২ জনে৷
এফএস/এআই (এপি, এফপি, ডিপিএ, রয়টার্স)
করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষার উপায়
বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ এ থেকে নিজেকে রক্ষার কিছু উপায়ের কথা থাকছে ছবিঘরে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনের ভিত্তিতে পরামর্শগুলো দেয়া হলো৷
ছবি: Getty Images/X. Chu
কিছু না থাকার চেয়ে ভালো
ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে এমন মাস্ক কার্যকর বলে প্রমাণিত না হলেও এগুলো অন্তত কিছু জীবাণু মুখ কিংবা নাকে যাওয়া ঠেকাতে পারে৷ এর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, মাস্ক পরা থাকলে মানুষের হাত যখন-তখন মুখ বা নাকে যায় না৷ আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে এমন মাস্ক অন্যদের আক্রমণ থেকে বাঁচাবে৷
ছবি: Getty Images/Stringer
হাত ধোয়া
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শে কিন্তু মাস্ক পরার কথা নেই৷ তাদের এক নম্বর পরামর্শটি হচ্ছে নিয়মিত ভালোভাবে হাত ধোয়া৷ সবচেয়ে ভালো হয় অ্যালকোহলসমৃদ্ধ তরল ব্যবহার করা, যেমনটা ছবিতে দেখতে পাচ্ছেন৷
ছবি: picture-alliance/dpa/S. Pilick
সাবান, পানি হলেও চলবে
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, পানি ও সাবান দিয়ে হাত ধুলেও চলবে৷ তবে নিশ্চিত করতে হবে যেন পুরো হাত ভালোভাবে ধোয়া হয়৷
ছবি: picture alliance/dpa/C. Klose
সঠিকভাবে হাঁচি-কাশি দেয়া
ছবিটি ভালোভাবে খেয়াল করুন৷ হাঁচি-কাশি দেয়ার সময় ঠিক এভাবে মুখ আর নাক ঢাকতে হবে৷ তবে টিস্যুও ব্যবহার করতে পারেন৷ সেক্ষেত্রে ব্যবহারের পর টিস্যুটি দূরে ফেলে দিয়ে হাত ভালোভাবে ধুতে হবে৷ তেমনিভাবে শার্ট আর সোয়েটারটিও ধুয়ে ফেলতে হবে৷
ছবি: Fotolia/Brenda Carson
দূরে থাকুন!
এই পরামর্শটি সবার জন্য কার্যকর নাও হতে পারে৷ সেটি হচ্ছে, যার জ্বর ও কাশি আছে তার কাছ থেকে দূরে থাকুন৷ আপনার যদি অসুস্থ মানুষের সেবা করতে হয় তাহলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিন৷
ছবি: picture alliance/empics
জ্বর হলে ডাক্তারের কাছে যান, ঘুরতে নয়!
জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্ট হলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যেতে হবে৷ যেখানে জনসমাগম বেশি সেসব জায়গায় যাওয়া থেকে বিরত থাকুন৷
ছবি: Reuters/P. Mikheyev
অর্ধসিদ্ধ নয়!
মাংস খুব ভালোভাবে রান্না করতে হবে৷ অর্ধসিদ্ধ হলে চলবে না৷ কাচা মাংস, দুধ কিংবা প্রাণীর অঙ্গপ্রত্যঙ্গ এমনভাবে নড়াচড়া করতে হবে যেন সেগুলো রান্না হয়নি এমন খাবারের সংস্পর্শে আসতে না পারে৷