1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা ভাইরাস ও বিশ্বের ধর্মগুলো

১৯ মার্চ ২০২০

পৃথিবীব্যাপী কোভিড-১৯ ছড়িয়ে পড়ায় অনেক ধর্মের আচারগুলোকে সে অনুযায়ী মানিয়ে নেয়া হচ্ছে৷ তবে বিশ্লেষকেরা সাবধান করছেন যে, এর মধ্যে যেন ষড়যন্ত্রতত্ত্ব খোঁজা না হয়৷

গাজার গ্রেট মসজিদছবি: picture-alliance/Anadolu Agency/A. Jadallah

ভোর হল রোমে৷ ভ্যাটিকানের দেয়ালে পরিবেষ্টিত এবং বাইরের দুনিয়া থেকে আলাদা পোপ এমন একটি ধর্মীয় আচার উদযাপন করছেন, যা করার কথা ছিল সমগ্র ইটালির৷  নানা জাতি ও বিশ্বাসের বিশপ ও চার্চ প্রধানরা একের পর এক তাদের সম্মিলনগুলো বাতিল করছেন৷

যুক্তরাষ্ট্রে অসংখ্য সিনাগগ বন্ধ হয়ে আছে৷ এই ক'দিন আগে ইহুদিদের পুরিম উৎসব কোনমতে পালিত হল৷ অথচ এটি কার্নিভালের মত মহাসমারোহে পালন করেন তারা৷ ভারতে হোলি উৎসবও নানান বিধিনিষেধের মধ্য দিয়ে উদাযাপিত হল৷

জার্মানির মুসলিমদের কেন্দ্রীয় কাউন্সিল বলেছে, যদি স্বাস্থ্যগত কারণে বা কেউ যদি করোনায় আক্রান্ত হয়েছেন, এমন সন্দেহ হয় তাহলে কোনো মসজিদ জুম্মা বা অন্য নামাজের জামাত বাতিল করতে পারবে৷

মুন্সটার থেকে ইসলাম গবেষক ও শিক্ষক মুহামাদ খোরশিদ সম্প্রতি মক্কায় ওমরাহ পালন আপাতত বন্ধ রাখার উদাহরণ দিয়ে ডয়চে ভেলেকে বলেন, ‘‘এটা সবচেয়ে সঠিক ও দায়িত্বশীল সিদ্ধান্ত এবং এতে বোঝা যায়, পরিস্থিতি কতটা ভয়াবহ৷’’

সব মিলিয়ে এটা পরিষ্কার দেখা যাচ্ছে, চার্চ, সিনাগগ, মসজিদ, মন্দির সসব জায়গাতেই ধর্মীয় আচার পালনে কিছুটা খাপ খাইয়ে নিতে হচ্ছে৷

করোনার কারণে মালয়েশিয়ায় মসজিদ বন্ধ

00:51

This browser does not support the video element.

সম্প্রদায় ও সংবেদনশীলতা

চার্চ কিংবা অন্য উপাসনায়গুলোতে ধর্ম মূলত নির্দিষ্ট সম্প্রদায় ও তাদের সংবেদনশীলতার ওপর নির্ভর করে৷ যেমন, পবিত্র পাথরে, তোরাহ বা অন্য পবিত্র গ্রন্থে বা ক্রুশে অনেক মানুষের চুমু খাওয়া কিংবা একই পেয়ালা থেকে সবাই পান করা৷ এ সবই আপাতত বন্ধ৷

রোমের সেইন্ট পিটারস ক্যাথিড্রাল এখন পুরোপুরি বন্ধ৷ এছাড়া আরো কয়েকটি গুরুত্বপূর্ণ চার্চ যেমন, ভিয়েনায় সেইন্ট স্টেফেনসে প্রবেশ একদম কড়াকড়ি করা হয়েছে৷  ইসরায়েলে সিনাগগগুলোতে দর্শনার্থীর সংখ্যা একেবারে কমিয়ে দেয়া হয়েছে৷ মানুষ পবিত্র বস্তুগুলোতে চুমু খাওয়া বন্ধ করে দিয়েছেন৷

সংকট গবেষক ফ্রাঙ্ক রোজেলিয়েব মনে করেন চার্চগুলো সঠিক সিদ্ধান্তই নিয়েছে৷ তিনি বলেন, ধর্মাবলম্বীদের প্রতি চার্চের কর্তব্য আছে৷ ঝুঁকির মাত্রা সম্পর্কে সবারই ধারণা হয়েছে, বিশেষ করে রবার্ট কখ ইনস্টিটিউটের দেয়া তথ্যের ভিত্তিতে তা সহজেই যাচাই করা যাচ্ছে৷

রোজেলিয়েব আশা করেন, সেইন্ট পিটার'স চত্বরে ইস্টার সানডের সমাবেশও বাতিল করা হবে৷ ‘‘একটা ফুটবল ম্যাচের মতই ইস্টারের এই সমাবেশ৷ তাই এই বাতিল করা উচিত,’’ ডয়চে ভেলেকে বলেন তিনি৷ 

ধর্মান্ধতার ফল

করোনা ভাইরাস ছড়ানোতে কিছু মানুষের ধর্মান্ধতা কাজ করেছে৷ দক্ষিণ কোরিয়াতে খ্রিস্টানদের একটি সংঘ সরকারি নির্দেশ মানেনি এবং আক্রান্তের সংখ্যা বাড়াতে ভূমিকা রেখেছে৷ ইরানের কোম শহর পৃথিবীর শিয়া সম্প্রদায়ের অন্যতম কেন্দ্র৷ সেখান থেকেও ব্যাপক ছড়িয়েছে করোনা ভাইরাস৷ সেখানে আয়াতোল্লাহরা কোয়ারেন্টাইনে যেতে চাননি৷ 

ইন্দোনেশিয়ায় মসজিদে জীবাণুনাশক ছিটানো হচ্ছে

01:03

This browser does not support the video element.

ইউরোপের ইমামরা এদিক থেকে অনেকটা এগিয়ে৷ খোরশিদ মনে করেন তাঁরা ‘অত্যন্ত ইতিবাচক ভূমিকা' পালন করতে পারেন৷ এরই মধ্যে হাত মেলানো বন্ধ এবং বাড়ির বয়স্ক ও দুর্বলদের স্বাস্থ্যের খেয়াল রাখার ওপর জোর দিয়েছেন৷

ধংসতত্ত্বের বিরুদ্ধে সতর্কবাণী

করোনা ভাইরাসকে ঘিরে ষড়যন্ত্র তত্ত্বও চলছে বলে জানান খোরশিদ৷ ‘দক্ষিণের কয়েকটি দেশে’ এই মহামারীকে ‘আজাব’ বলে বর্ণনা করা হচ্ছে৷ খোরশিদ মনে করেন, এটি ইমামদের কর্তৃত্বের ‘অপব্যবহার’৷

যুক্তরাষ্ট্র ও ইটালির অনেক দক্ষিণপন্থি ক্যাথলিকের মাঝেও একরকমের অজ্ঞতা দেখা গেছে৷ এই মানুষগুলো করোনা মোকাবেলায় বিধিনিষেধগুলো নিয়ে অহেতুক ঝামেলা করেছেন৷ যখন ইটালিজুড়ে এপ্রিলের প্রথমভাগ পর্যন্ত চার্চ বন্ধের ঘোষণা আসে, তখন তারা আন্ডারগ্রাউন্ড চার্চ তৈরির পায়তারা করেন, যেমনটি কমিউনিজমের যুগে করা হয়েছিল৷

গবেষক রোজেলিয়েব মনে করেন, এ ধরনের আলোচনা ষড়যন্ত্রতত্ত্বকে উস্কে দেয়৷ তাঁর মতে, ভাইরাসের অস্তিত্ব নিয়ে প্রশ্ন না তুলে ধর্মীয় গোষ্ঠীগুলোকে দায়িত্ব নিয়ে বাস্তবসম্মত প্রশ্নগুলো নিয়ে ভাবা উচিত৷ তা না হলে ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাসীদের আরো জায়গা করে দেয়া হবে৷ তিনি বলেন, ‘‘বিষয়টি এতটাই নাটকীয় হয়ে পড়েছে যে, পোপকেও এ নিয়ে কথা বলতে হচ্ছে৷’’

ক্রিস্টোফ স্ট্র্রাক/জেডএ

৫ মার্চের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ