1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা ভাইরাস গোপন করলে মৃত্যুদণ্ড!

১৫ ফেব্রুয়ারি ২০২০

চীনে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে৷ এদিকে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ কেউ ইচ্ছাকৃতভাবে গোপন করলে তার মৃত্যুদণ্ড হতে পারে বলে জানিয়েছে দেশটির একটি আদালত৷

Paris Flughafen Touristen aus China mit Mundschutz
ছবি: Reuters/B. Tessier

চীনে ইচ্ছাকৃতভাবে কেউ করোনা ভাইরাসের উপসর্গ গোপন করলে কিংবা ভুল তথ্য দিলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে৷ আর এর শাস্তি হিসেবে এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে৷ চীনের একটি আদালত এমন নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ডিপিএ৷

শনিবার আদালত এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে৷ তাতে বলা হয়েছে, ভ্রমণের তথ্য লুকালেও তা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে৷ স্থানীয় সংবাদপত্র বেইজিং ডেইলি তাদের প্রতিবেদনে জানিয়েছে কেউ ভাইরাসটি ছড়াতে সহযোগিতা করলে তাকে মানুষের নিরাপত্তা হুমকিতে ফেলার অপরাধে অভিযুক্ত করা যাবে৷ গুরুতর ক্ষেত্রে নির্দেশনা অমান্যকারীদের ১০ বছরের জেল, যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে৷

এদিকে শনিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনও একটি নতুন নির্দেশনা দিয়েছে৷ সেখানে জ্বর, কাশি অথবা অন্য কোন রোগে আক্রান্তদের সড়ক, রেল কিংবা বিমানে ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে৷

বেইজিংয়ে কড়াকড়ি

নববর্ষের দীর্ঘ ছুটি শেষে শহরগুলোতে ফিরতে শুরু করেছে চীনের মানুষ৷ কেউ নতুন করে ফিরে আসলে তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে ঘোষণা দিয়েছে বেইজিং কর্তৃপক্ষ৷ সেক্ষেত্রে বাড়িতে স্বেচ্ছায় বা পর্যবেক্ষণে এই সুরক্ষা নিতে হবে তাদের৷

নির্দেশ অমান্যকারীদের আইনের মুখোমুখি এবং শাস্তি পেতে হবে বলেও জানানো হয়েছে৷ নির্দেশনাটি কিভাবে কার্যকর হবে কিংবা শাস্তির মাত্রা কেমন হবে সে বিষয়ে এই নির্দেশনায় কিছু উল্লেখ করা হয়নি৷ 

ইউরোপে প্রথম মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার ফ্রান্সে একজনের মৃত্যু হয়েছে৷ দেশটির স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন৷ ইউরোপে এই রোগে প্রথম মৃত্যুর ঘটনা এটি৷

মারা যাওয়া ব্যক্তি চীনের আশি বছর বয়সী নাগরিক৷ জানুয়ারির ২৫ তারিখ থেকে তিনি এবং তার কন্যা ফ্রান্সের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন৷ তার মেয়ের অবস্থা উদ্বেগজনক নয়৷ শিগগিরই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হতে পারে বলে মন্ত্রীর বরাত দিয়ে জানিয়েছে ফরাসী সংবাদপত্র ল্যু ফিগারো৷

এর আগে চীনের বাইরে ফিলিপাইন্স, হংকং এবং জাপানে করোনা ভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটেছে৷ ফ্রান্সে এখন পর্যন্ত ১১ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে৷ 

মৃতের সংখ্যা ১৫০০ ছাড়ালো

চীনে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫২৩ জনে৷ হুবেই প্রদেশেই নতুন করে ১৩২ জন মারা গেছেন৷ এর বাইরে আরো দুই হাজার ৪২০ জন আক্রান্ত হয়েছেন সেখানে৷ শনিবার জাতীয় স্বাস্থ্য কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা এখন ৬৬ হাজার ৪৯২ জন৷

শনিবার প্রকাশিত তথ্য অনুযায়ী ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ছিল দুই হাজার ৪৬১ জন, যা আগের দিনের প্রায় অর্ধেক৷ তবে মৃত্যুর সংখ্যা আগের মতই আছে৷ ১৪৩ জন মারা গেছেন একদিনে৷

এফএস, এআই (ডিপিএ, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ