1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা ভাইরাস: চাপের মুখে গণতন্ত্র!

৯ এপ্রিল ২০২০

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিভিন্ন দেশের সরকার অভূতপূর্ব চাপের মুখে রয়েছে৷ গণতান্ত্রিক সরকারগুলো জনমতকে অনেকটা গুরুত্ব দিলেও আইনের শাসনের নামে কঠোর হচ্ছে স্বৈরতন্ত্র৷

ছবি: picture-alliance/dpa/J. Carstensen

চীন সরকার গত ২৩ জানুয়ারি যখন উহান শহরকে লকডাউন করে, এশিয়ার বাইরের দেশগুলো তখন সেদিকে বিস্ময় নিয়ে তাকিয়েছে৷ করোনাভাইরাস যে ইউরোপ এবং উত্তর আমেরিকার শিল্পোন্নত দেশগুলোতেও আঘাত হানতে পারে তা বোঝা যায়নি তখন৷

ধীরে ধীরে নিউইয়র্ক, বার্লিন, মাদ্রিদের মতো ইউরোপীয় শহরগুলোতেও কোভিড-১৯ ভাইরাস থেকে বাঁচতে জনগণের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করার মতো সিদ্ধান্ত নিতে হয়েছে৷ ঘরের বাইরে যাওয়ায় এসেছে নিষেধাজ্ঞা, জানানো হয়েছে জীবন যাপনে পরিবর্তন আনার আহ্বান৷ সংসদ অধিবেশন বসছে সীমিত পরিসরে৷ কোনো কোনো দেশের সরকারপ্রধানও হয়েছেন করোনা ভাইরাসে সংক্রমিত৷

ওদিকে চীনের মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে৷ তাদের দেখে অনেক দেশের মানুষের এখন হয়ত হিংসে হচ্ছে৷

এমন পরিস্থিতিতে স্বৈরতন্ত্র কি গণতন্ত্রের চেয়ে বেশি কার্যকর? এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেছেন অস্ট্রেলিয়ার গবেষক তামারা এহস৷ করোনা ভাইরাসের বিস্তার রোধে চীনের সাফল্য প্রশংসনীয় হলেও স্বচ্ছতা জলাঞ্জলি দেয়ার বিষয়টিকে অবশ্য তিনি সমালোচনার চোখেই দেখছেন৷

দেশে দেশে মৌলিক অধিকারে হস্তক্ষেপ

সান্ধ্য আইন, বড় জমায়েতে নিষেধাজ্ঞা এবং ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ- এসব এখন আর স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার অংশ নেই৷ এই সত্য স্বীকার করে ইইউ কমিশনের ভাইস প্রেসিডেন্ট ভেরা জুরোভা বলেছেন, ইউরোপের দেশগুলো এখন এক ধরনের 'জরুরি আইন' কার্যকর করেছে৷

অস্ট্রেলিয়ার গবেষক তামারা এহস অবশ্য এই পদক্ষেপগুলোকেও গণতান্ত্রিক ব্যবস্থার উপযোগী মানতে রাজি, যদি সেগুলো যৌক্তিকভবে নেয়া হয় এবং সব পদক্ষেপ করোনাভাইরাস রোধে কার্যকর ভূমিকা রাখে৷

সংসদীয় নিয়ন্ত্রণের গুরুত্ব

তামারা এহস মনে করেন, বর্তমান পরিস্থিতিতেও সংসদ কার্যকর থাকা উচিত, কারণ, "সংসদ এমন জায়গা যেখানে সব কন্ঠ শোনা যায়, যেখান থেকে বিরোধী মত বেরিয়ে আসে৷" কিন্তু হাঙ্গেরিতে সংসদ অধিবেশন চলতে দেয়া হয়নি৷ অথচ প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান অনির্দিষ্টকালের জন্য বিশেষ ক্ষমতা পেয়ে গেছেন৷

সুশীল সমাজের গুরুত্ব

তামারা এহস মনে করেন, চলতি সময়েও সরকারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সুশীল সমাজ৷ তার মতে, গণতান্ত্রিক সরকার গুলো খুব দ্রুত স্বৈরতন্ত্রের দিকে এগিয়ে যাবে এমন আশঙ্কা নেই৷ তবে কোথাও কোথাও জনমনে ভয় জাগতে পারে বলে তিনি মনে করেন৷

লিসা হ্যানেল/এসিবি/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ