চীনে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ৩৪ জন মারা গেছেন বলে বৃহস্পতিবার জানিয়েছে সরকার৷ এদিকে, এই ভাইরাসের কারণে বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করা উচিত কিনা, তা নিয়ে বৈঠক করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও৷
বিজ্ঞাপন
মারা যাওয়া ৩৪ জনের মধ্যে একজন বাদে সবাই চীনের হুবেই প্রদেশের বাসিন্দা৷ এই রাজ্যেরই উহান শহরে গত ৩১ ডিসেম্বর প্রথম করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছিল৷
এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাত হাজার ৭৭১-এ পৌঁছেছে বলে জানিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন৷ আরও প্রায় ৮১ হাজার মানুষকে পর্যবেক্ষণে রাখা হয়েছে৷
ডাব্লিউএইচওর দুঃখ প্রকাশ
সপ্তাহখানেক আগে করোনা ভাইরাস নিয়ে দুই দফা বৈঠক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ সেই সময় বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি৷ তখন এই ভাইরাসের ঝুঁকিকে ‘মাঝারি পর্যায়ের' বলে মন্তব্য করেছিল ডাব্লিউএইচও৷ এ কারণে ‘গভীর দুঃখ' প্রকাশ করেছেন সংস্থার প্রধান টেড্রোস আঠানোম গেব্রেয়েসুস৷ কারণে সেই সময় একে ‘উচ্চমাত্রার' ঝুঁকি বলে ঘোষণা করা উচিত ছিল বলে মনে করেন তিনি৷
করোনা ভাইরাসে খেলাধুলাহীন, উৎসবহীন চীন
এখনো সেখানে চৈনিক নববর্ষ উদযাপনের রেশ থাকার কথা৷ অথচ করোনা ভাইরাসের কারণে চীনে এখন বিপরীত চিত্র৷ সবার সুস্থতা নিশ্চিত করতে সব প্রদর্শনী আর খেলাধুলার বড় সব আয়োজন পিছিয়ে দিয়েছে সে দেশের সরকার৷
ছবি: Getty Images/L. Zhang
উৎসব নয়, আতঙ্কের দেশ
২৫ জানুয়ারি ছিল চীনের নববর্ষ৷ দেশের সবচেয়ে বড় এই উৎসবে এবার কোনো আনন্দই হয়নি৷ ৩০ জানুয়ারি পর্যন্ত ছিল সরকারি ছুটি৷ করোনা ভাইরাসের কারণে ছুটি ২ ফেব্রুয়ারি বাড়িয়ে দিয়েছে সরকার৷ বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্থা এখন বন্ধ৷ কর্মচারীদের প্রয়োজনে বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে৷ মূলত উহান শহর করোনা ভাইরাস উপদ্রুত হলেও আরো অনেক শহরই এখন অবরুদ্ধ৷ (ফাইল ফটো)
ছবি: Reuters/cnsphoto
পিছিয়েছে ফুটবল সুপার কাপ
১৫ ফেব্রুয়ারি সুঝৌ অলিম্পিক স্টেডিয়ামে হওয়ার কথা চীনের ফুটবল সুপার কাপ ফাইনাল৷ কিন্তু চীন ফুটবল অ্যাসোসিয়েশনের এ আয়োজন অনির্দিষ্ট কালের জন্য পিছিয়েছে৷ (ফাইল ফটো)
ছবি: Getty Images
বাস্কেটবল লিগ
বাস্কেটবল লিগও পরিকল্পনা অনুযায়ী ১ ফেব্রুয়ারি থেকে শুরু করা যাচ্ছে না৷ চাইনিজ বাস্কেটবল অ্যাসোসিয়েশন সে দেশের জনপ্রিয় সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ওইবো-তে এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, দেশ করোনা ভাইরাসের ঝুঁকিমুক্ত হওয়ার পর নতুন সময়সূচি জানানো হবে৷ (ফাইল ফটো)
ছবি: Getty Images/L. Zhang
এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ
দু’দিনের এই আয়োজনটি আগামী ১২ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা৷ চীনের মেডিকেল কমিশনের পরামর্শে এটিও আপাতত স্থগিত৷ ট্র্যাক অ্যান্ড ফিল্ডের এই আয়োজন কবে, কোথায় হবে তা এখনো ঠিক হয়নি৷ (ফাইল ফটো)
ছবি: Getty Images/C. Spencer
এটিপি চ্যালেঞ্জ
টেনিসের বড় একটা আয়োজনেও পড়েছে করোনা ভাইরাসের থাবা৷ ২ মার্চ থেকে ২৩ মার্চের মধ্যে হওয়ার কথা ছিল বেশ কিছু ম্যাচ৷ হাতে যথেষ্ট সময়, তারপরও ঝুঁকি না নিয়ে এটিপি কর্তৃপক্ষ জানিয়েছে, বছরের অন্য কোনো সময় হবে ম্যাচগুলো৷ (ফাইল ফটো)
ছবি: picture-alliance/dpa/VCG
জাতীয় শীতকালীন গেমস
১৪তম এই শীতকালীন জাতীয় আয়োজন এবার পহেলা ফেব্রুয়ারি থেকে ইনার মঙ্গোলিয়ার হুলুনবু্ইরে শুরু হওয়ার কথা ছিল৷এই আয়োজনও অনিশ্চয়তার মধ্যে পড়েছে৷ (ফাইল ফটো)
ছবি: picture-alliance/imageBROKER/C. Vorhofer
হংকং ম্যারাথন
হংকং-ও করোনা ভাইরাস আতঙ্কে৷ ৮ ও ৯ ফেব্রুয়ারি সে দেশে ম্যারাথন হওয়ার কথা ছিল৷ ৭৪ হাজার প্রতিযোগী তাতে অংশ নিতে আগ্রহী ছিলেন৷ হংকংয়ের নেতা ক্যারি ল্যাম করোনা ভাইরাসের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পর এ আয়োজনটি নির্ধারিত দিনে শুরু করা নিয়েও আয়োজকরা এখন সংশয়ে৷ (ফাইল ফটো)
ছবি: Getty Images/AFP/V. Prakash
7 ছবি1 | 7
এদিকে, বৃহস্পতিবার আবারও বৈঠকে বসতে যাচ্ছে ডাব্লিউএইচওর বিশেষজ্ঞ কমিটি৷ সেখানে বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করা হবে কিনা তা নিয়ে আলোচনা হবে৷
এর আগে এবোলা, সোয়াইন ফ্লু সহ পাঁচবার বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷
১৫ দেশে ছড়িয়ে পড়েছে
করোনা ভাইরাস ইতিমধ্যে চীন পেরিয়ে ১৫টি দেশে ছড়িয়ে পড়েছে৷ জার্মানিতে এখন পর্যন্ত চারজন আক্রান্তের সন্ধান পাওয়া গেছে৷ তারা সবাই বাভারিয়া রাজ্যের বাসিন্দা৷ সম্প্রতি একজন চীনা কর্মীর ঐ এলাকা সফরের কারণে এই ভাইরাস এসেছে বলে মনে করা হচ্ছে৷
এখন পর্যন্ত ১১টি এয়ারলাইন্স চীনে ফ্লাইট পরিচালনা স্থগিত করেছে৷
করোনা ভাইরাস কী, কীভাবে ছড়ায়?
বেশ কয়েকটি দেশ থেকেই করোনা ভাইরাস আক্রান্তের খবর এসেছে৷ এ ভাইরাসটি আসলে কী এবং কীভাবে ছড়ায় দেখুন ছবিঘরে৷
ছবি: Getty Images/AFP/H. Retamal
কি ধরনের ভাইরাস এটি?
করোনা ভাইরাস এক ধরনের ভাইরাস যার কারণে শ্বাসকষ্টসহ, ঠান্ডাজনিত নানা ধরনের শারিরীক সমস্যা দেখা দেয়৷ মিডল ইস্ট রেসপাইরেটরি সিনড্রম বা মার্স এবং সিভিয়ার একুউট রেসপাইরেটরি সিন্ড্রম বা সার্সও করোনা ভাইরাস গোত্রের অন্তর্ভুক্ত৷
ছবি: imago/Science Photo Library
কখন ধরা পড়ে
প্রথমে চীনে ২০০২ সালে বিড়াল থেকে মানবশরীরে এ ভাইরাস (সার্স) সংক্রমণের কথা জানা যায়৷ পরে ২০১২ সালে মধ্যপ্রাচ্যের সৌদি আরবের উটের শরীর থেকে মানবদেহে এ ধরনের ভাইরাসের (মার্স) সংক্রমণের বিষয়টিও ধরা পড়ে৷ বর্তমানে চীনে এটি নতুন রূপে দেখা দিয়েছে৷
ছবি: picture-alliance/dpa/C. Gateau
লক্ষণ কী?
করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির শরীরে সাধারণত যে লক্ষণগুলো ধরা পড়ে তা হলো শ্বাসকষ্ট, জ্বর ও সর্দিকাশি৷ পাশাপাশি নিউমোনিয়া, কিডনিতে সমস্যাসহ নানা ধরনের জটিলতা তৈরি হয়৷
ছবি: Reuters/M. Pollard
মানুষ থেকে মানুষে কি সংক্রমিত হয়?
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এ ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা রয়েছে৷
ছবি: picture-alliance/newscom/UPI PHoto/S. Shaver
চিকিৎসা কী?
রোগটি একেবারেই নতুন হওয়ায় এখনও এর ভ্যাকসিন আবিষ্কার হয়নি৷ তবে এ ভাইরাস সংক্রমণের ফলে সৃষ্ট শারীরিক সমস্যায় সাধারণ চিকিৎসাই প্রদান করা হয়ে থাকে৷ সবচেয়ে জরুরি হলো রোগীর জন্য নিরাপদ পরিবেশ বজায় রাখা৷
ছবি: Reuters
কীভাবে নিজেকে রক্ষা করবেন?
এই ভাইরাস থেকে দূরে থাকতে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কম আসা, হাত পরিস্কার রাখা, পরিচ্ছন্নতা বজায় রাখা ও নিরাপদ খাবারের উপর জোর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷
ছবি: AFP/M. Ralston
কীভাবে নিরাপদ থাকবেন স্বাস্থ্যকর্মীরা?
রোগীর সেবায় নিয়োজিত থাকা স্বাস্থ্যকর্মীরা একটু বেশি ঝুঁকিতে থাকেন৷ আর তাই তাদেরকে যথাযথভাবে সংক্রমণনিরোধী বিষয়গুলো মেনে চলতে হবে৷
ছবি: Getty Images/AFP/H. Retamal
সরকারের করণীয় কি?
এ রোগের বিস্তার ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিভিন্ন দেশের সরকারকে নজরদারি বাড়ানোর কথা বলছে৷ এ ধরনের ভাইরাসে আক্রান্ত কোনো রোগীর সন্ধান পাওয়া মাত্র তাদেরকে জানাতে বলা হয়েছে৷ পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবা প্রদানের জন্য প্রস্তুত থাকতে পরামর্শ দিয়েছে সংস্থাটি৷