করোনা ভাইরাসে মৃতের সংখ্যা প্রায় পাঁচশতে পৌঁছে গেল৷ চীনের হুবেই প্রদেশে একদিনে ৬৫ জনের মৃত্যু হয়েছে৷ ফলে সবমিলিয়ে করোনা ভাইরাসে ৪৯০ জনের মৃত্যু হল৷
বিজ্ঞাপন
উহান নয়, এখন চীনের হুবেই থেকেই করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের খবর বেশি করে আসছে৷ মঙ্গলবার হুবেইতে মোট ৬৫ জনের মৃত্যু হয়েছে৷ করোনা ভাইরাসের উপদ্রব শুরু হওয়ার পর একদিনে সব থেকে বেশি মৃত্যুর খবর এল হুবেই থেকেই৷ ভাইরাস আক্রান্তের সংখ্যাও প্রতিদিন বাড়ছে৷
চীনের বাইরে সব চেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছেন জাপানের মানুষ। সেখানে ইতিমধ্যে ৩৩ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। এরপরেই আছে থাইল্যান্ড ও সিঙ্গাপুর৷ সেখানে ২৫ ও ২৪ জন এই ভাইরাসের কবলে পড়েছেন৷ ইউরোপের দেশগুলির মধ্যে সব থেকে বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছেন জার্মানিতে৷ আক্রান্তের সংখ্যা ১২৷ বেলজিয়ামে এই প্রথম এক জনের শরীরে করোনা ভাইরাস মিলেছে৷ উহান থেকে মোট নয় জন বেলজিয়াম ফিরেছিলেন, তার মধ্যেই একজন করোনায় আক্রান্ত হয়েছেন৷
বিচ্ছিন্ন-অবিচ্ছিন্নের চীন
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর অনেক দেশ এবং এয়ারলাইন চীনের সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছে৷ ৩১ জানুয়ারি পর্যন্ত বাতিল হয়েছে ১০ হাজারের বেশি ফ্লাইট৷
ছবি: Getty Images/AFP/F. Coffrini
চীন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন
ফ্রান্স, জার্মানি, কানাডা, ফিনল্যান্ড, ইন্দোনেশিয়াসহ আরো বেশ কয়েকটি দেশ ফেব্রুয়ারিতে চীনে সব ধরনের বিমান চলাচল স্থগিত করেছে৷
ছবি: Imago/R. Zensen
অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা
মিশর, কেনিয়া ও কাতারসহ কয়েকটি দেশ বাড়তি ব্যবস্থা হিসেবে চীনের সঙ্গে বিমান চলাচলে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করেছে৷ ইতালি ২৮ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা আরোপ করেছে৷
ছবি: Getty Images/L. Dray
বিদেশিদেরও ঢুকতে দেওয়া দেওয়া হচ্ছে না
অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শুধু চীনা নাগরিকদের নয় বরং চীন ভ্রমণ করা বিদেশিদেরও ঢুকতে দিচ্ছে না৷
ছবি: Reuters/Antara Foto
ফ্রি ভিসা ও অন এরাইভাল ভিসা প্রদাণ স্থগিত
চীনা বা চীনে বসবাস করা ব্যক্তিদের জন্য ফ্রি ভিসা বা অন এরাইভাল ভিসা দেওয়া কয়েকটি দেশ সাময়িকভাবে এই ব্যবস্থা বন্ধ রাখছে৷ এরমধ্যে অন্যতম মিয়ানমার, ইন্দোনেশিয়া ও রাশিয়া৷
ছবি: picture-alliance/NurPhoto/S. Ramany
চীনা নাগরিকদের ভিসা বাতিল
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর ভারত ও সিঙ্গাপুরসহ কয়েকটি দেশ চীনা নাগরিকদের বা চীনে বসবাস করেন এমন ব্যক্তিদের বর্তমান ভিসাও বাতিল করেছে৷
ছবি: picture-alliance/dpa/L. Chung-ren
হংকং ও তাইওয়ান
চীনের মূলখণ্ড হুবেই প্রদেশ থেকে লোকজনকে হংকংয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না৷ স্থানীয় প্রশাসন মূলভূখণ্ড থেকে প্রবেশে আরো কড়াকড়ি আরোপের ব্যবস্থার অনুমতিও চেয়েছে৷ তাইওয়ানও একই ব্যবস্থা গ্রহণ করেছে৷
ছবি: Reuters/T. Siu
সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়নি চীন
এখনো কয়েকটি দেশ চীনের সঙ্গে বিমান যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করেনি৷ যদিও আগের তুলনায় তাদের ফ্লাইট সংখ্যা কমে গেছে৷ নিউ জিল্যান্ড, সিঙ্গাপুর, পাকিস্তান এ দলে রয়েছে৷
ছবি: AFP/A. Wallace
ব্যতিক্রমী পাকিস্তান
অন্যান্য দেশের মত পাকিস্তানও চীনের উহান (এই নগরীতেই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হয়) এবং হুবেই প্রদেশে বিমান চলাচল বন্ধ করেছে৷ কিন্তু দেশটি তাদের অন্যতম মিত্র দেশ চীনের অন্যান্য অঞ্চলের সঙ্গে ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে দিয়েছে৷ যদিও উহানে অবস্থান করা নাগরিকদের দেশে ফেরাতে রাজি না৷
ছবি: Getty Images/AFP/H. Retamal
চীনারা প্রবাসে কর্মক্ষেত্রে ফিরতে পারছেন না
বিদেশে থাকা অনেক চীনা নাগরিক পরিবারের সঙ্গে নববর্ষ উদযাপন করতে দেশে ফিরেছিলেন৷ নববর্ষ উৎসবের মধ্যই করোনা ভাইরাস মারাত্মকভাবে ছড়িয়ে পড়ায় রাশিয়া, ভিয়েতনামসহ আরো কয়েকটি দেশ এখন তাদের ফেরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে৷
ছবি: pictur-alliance/Yonhab
চীন ভ্রমণে সর্বোচ্চ জরুরি সতর্কতা
বিশ্বের বেশিরভাগ দেশ নাগরিকদের আপাতত চীন ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিয়েছে৷
ছবি: Getty Images/AFP/T. Aljibe
এখনই এত কড়াকড়ির প্রয়োজন নেই
করোনা ভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধে বিভিন্ন দেশের কড়াকড়িতে নাগরিক দুর্ভোগ বাড়ার পাশাপাশি চীনের অর্থনীতি ঝুঁকির মধ্যে পড়ে গেছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এখনই এত কড়াকড়ি আরোপের কোনো কারণ নেই৷
ছবি: Getty Images/AFP/F. Coffrini
11 ছবি1 | 11
এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনা এখনও বিশ্বজুড়ে ছড়ায়নি৷ চীনের মূল ভূখণ্ড বাদ দিলে বাকি দেশে ১৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ এর মধ্যে অবশ্য জাপানের প্রমোদতরীতে দশ জন আক্রান্তকে ধরা হয়নি৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু দাবি করেছে, ভাইরাসের মোকাবিলায় এখনও পর্যন্ত যথেষ্ট ভাল কাজ করছে চীন৷ তবে বিশ্বের কিছু ধনী দেশ করোনায় আক্রান্তদের খবর দিতে অনেক দেরি করছে। চিকিৎসক ও বিশেষজ্ঞরা করোনা নিয়ে আরেকটা সাবধানবাণী শুনিয়েছেন৷ সম্প্রতি নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন চিকিৎসক ও বিশেষজ্ঞদের একটি চিঠি প্রকাশ করেছে৷ সেখানে বলা হয়েছে, কারও চেহারা দেখে বোঝার উপায় নেই যে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন কি না৷ উদাহরণ হিসেবে জার্মানিতে আসা চীনের এক ভদ্রমহিলার কথা বলা হয়েছে। যাঁর প্রভাবে জার্মানিতে এখনও পর্যন্ত ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ ফেরার বিমান ধরার সময় ওই ভদ্রমহিলা অসুস্থ হয়ে পড়েছিলেন৷ এর থেকেই বোঝা যাচ্ছে, সকলেরই সাবধান হওয়া উচিত এবং এই ধরনের ভাইরাসের আক্রমণ ঠেকাতে ন্যূনতম স্বাস্থ্যবিধি পালন করা উচিত৷
উহান থেকে ফিরলেন যারা
চীনের উহান থেকে ফিরেছেন ৩১২ জন বাংলাদেশি৷ তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে আশকোনো হজ ক্যাম্পে৷ এর মধ্যে আটজনকে দুইটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷
ছবি: A. Goni
অপেক্ষা
শনিবার বেলা ১১টা ৫৩ মিনিটে ৩১২ জন বাংলাদেশিকে নিয়ে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছায়৷ তাদের নিরাপত্তায় নেয়া হয় বিশেষ ব্যবস্থা৷
ছবি: A. Goni
তত্ত্বাবধানে সেনাবাহিনী
বিমান বন্দরে সার্বিক দায়িত্বে ছিলেন সেনাবাহিনীর সদস্যরা৷
ছবি: A. Goni
পর্যবেক্ষণে আইইডিসিআর
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআর- করোনা ভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করছে৷
ছবি: A. Goni
সুরক্ষা ব্যবস্থা
শুধু যাত্রী নয় কোয়ারেন্টাইন প্রক্রিয়ায় যারা জড়িত ছিলেন তাদের প্রত্যেকেরই স্বাস্থ্য সুরক্ষায় নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা৷
ছবি: A. Goni
স্বাস্থ্য পরীক্ষা
দেশে ফেরার পর বিমানবন্দরের স্বাস্থ্যকেন্দ্রে যাত্রীদের সবাইকে পরীক্ষা করা হয়৷ সিভিল এভিয়েশনের বিশেষ ব্যবস্থায় বিমানবন্দরের কার্গো টার্মিনালের গেট দিয়ে তাদেরকে নিয়ে আসা হয়৷
ছবি: A. Goni
আটটি বাস
উহান ফেরতদের পরিবহনে বিআরটিসির আটটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস এবং কয়েকটি অ্যাম্বুলেন্স এনে রাখা হয়৷ যাত্রীদের মালামাল নেওয়ার জন্য আনা হয় চারটি ট্রাক৷
উহান থেকে ফেরত ৩১২ জনের মধ্যে মধ্যে ২৯৭ জন পূর্ণবয়স্ক, ১২ জনের বয়স এক বছরের ওপরে ৷ তিনজনের বয়স এক বছরের নীচে৷
ছবি: A. Goni
আসতে পারেননি চারজন
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা.আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রথমে ৩৬১ জনের আসার কথা থাকলেও শেষ পর্যন্ত ৩১৬ আসবে বলে ঠিক হয়৷ এরা বিমানবন্দরে আসার পর চারজন আসে নাই৷ সেখানে থার্মাল স্ক্যানারের ভেতর দিয়ে যখন এসেছে তখন তাদের গায়ে জ্বর আছে বলে জানা গেছে৷ অবজারভেশনের জন্য তাদের বলা হয়েছে এই ফ্লাইটে অন্য যাত্রীদের সঙ্গে যাওয়া ঠিক হবে না৷’’
ছবি: A. Goni
আটজন হাসপাতালে
বিমানবন্দর থেকে আটজনকে দুটি হাসপাতালে পাঠানো হয়েছে৷ ডা. আবুল কালাম আজাদ জানান, ‘‘তাদের মধ্যে তিনজনের ১০০ ডিগ্রি ফারেনহাইটের মতো জ্বর আছে৷ বাকিদের শরীরেও জ্বর থাকায় তাদের এখানে না এনে সরাসরি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে৷ তবে তারা করোনাভাইরাসে আক্রান্ত বলে এখনই সন্দেহ করা হচ্ছে না৷’’ অসুস্থদের জন্য প্রস্তুত রাখা হয়েছে সামরিক হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও কুয়েত মৈত্রী হাসপাতাল৷
ছবি: A. Goni
আশকোনায় যেসব ব্যবস্থা
আশকোনা হাজী ক্যাম্পের পরিচালক সাইফুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, ‘‘তিন তলার ৪টি ডরমেটরিতে ৩৬১ জনকে রাখা হবে৷ প্রতিটি ডরমেটরিতে ১০০ জনের থাকার ব্যবস্থা করা হবে৷ সেখানে বিছানা, চাদর, বালিশ, মশারি, মেডিসিন, পানি, লাইট, টয়লেট থাকবে৷ সকাল ও বিকেলের নাস্তাসহ ৫ বেলা খাবারের ব্যবস্থা থাকবে৷ শিশু ও নারীদের জন্যও থাকবে আলাদা খাবার ও থাকার ব্যবস্থা৷’’
ছবি: A. Goni
11 ছবি1 | 11
ভারতও এখন করোনাকে ঠেকাতে বিশেষ ব্যবস্থা নিতে শুরু করেছে৷ উহান থেকে ৬৪৭ জন ভারতীয়কে উড়িয়ে আনার পর চীন থেকে আসা সব বিদেশির ভিসা বাতিল করে দেওয়া হয়েছে৷ ই ভিসার সুবিধা আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল৷ যাঁরা চীন থেকে ১৫ জানুয়ারির পর ভারতে এসেছেন, তাঁদের অবিলম্বে স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে৷ এরই মধ্যে নয়া দিল্লিতে চীনের রাষ্ট্রদূত সান উইডং মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের সঙ্গে দেখা করেছিলেন৷ সেখানে উহান ফেরত ভারতীয় ছাত্রদের ছুটি বাড়াবার অনুরোধ করেছেন স্বাস্থ্য সচিব৷ চীন করোনা রুখতে কী কী ব্যবস্থা নিচ্ছে, সেটাও জানিয়েছেন সান৷ এর পাশাপাশি এয়ার ইন্ডিয়া সিদ্ধান্ত নিয়েছে, তারা ৮ ফেব্রুয়ারি থেকে হংকং এর বিমানও বাতিল করবে৷
করোনার প্রভাব এ বার বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতির ওপরও ভালোভাবেই পড়ছে৷ চীনের অবস্থা তো শোচনীয়৷ আগামী তিন মাসে প্রতিটি সংস্থার আয় কমবে বলে আশঙ্কা করা হচ্ছে৷ ইটালিতে পর্যটক আসা কমে গিয়েছে৷ এর ফলে ৪৫০ কোটি ইউরো ক্ষতি হবে বলে মনে করা হচ্ছে৷ ইটালির জিডিপির ৫ শতাংশ আসে পর্যটকদের কাছ থেকে৷ ফলে তাদের ধাক্কাটা ভালোরকম লাগবে৷ অন্য যে সব দেশে প্রচুর পর্যটক যান, তারাও আর্থিক ক্ষতির মধ্যে পড়বে৷