দ্রুত ছড়াচ্ছে করোনা ভাইরাস। বাড়ছে মৃত্যুর সংখ্যা। দক্ষিণ কোরিয়া, ইটালির পরিস্থিতি উদ্বেগজনক। ভারতে আক্রান্ত দুই।
বিজ্ঞাপন
বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেল। প্রায় ৬০টি দেশে ভাইরাস ছড়িয়ে যাওয়ার খবর মিলেছে। ভয়াবহ পরিস্থিতি দক্ষিণ কোরিয়ায়। ইরানে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইটালি সহ ইউরোপেও করোনা আতঙ্ক ক্রমশ বাড়ছে। তারই মধ্যে অ্যামেরিকায় আরও এক ব্যক্তির মৃত্যুর খবর মিলেছে। এই নিয়ে অ্যামেরিকায় করোনা ভাইরাসে দুই জনের মৃত্যু হল। এ দিকে সোমবার ভারতে দুই জনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু মিলেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।
চীন থেকে যাঁদের ভারতে আনা হয়েছিল, তাঁদের কয়েকজনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু আগেই পাওয়া গিয়েছিল। সোমবার আরও দু'জনের শরীরে করোনার জীবাণু মিলেছে বলে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। একজন দিল্লিতে, অন্যজন তেলেঙ্গানায়। এই নিয়ে ভারতে পাঁচজনের শরীরে করোনার জীবাণু মিলল। স্বাস্থমন্ত্রক জানিয়েছএ, দু'জন ব্যক্তিকেই আইসোলেশনে পাঠানো হয়েছে। দু'জনেই ইটালি থেকে ভারতে এসেছেন কয়েকদিন আগে। এ দিনের ঘটনার পরে দেশের প্রতিটি বিমানবন্দর এবং বন্দরে করোনা স্ক্রিনিংয়ের ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানানো হয়েছে।
রবিবার ইরানে করোনা ভাইরাসে আরও ১১ জনের মৃত্যু হয়েছে বলে সে দেশের প্রশাসন জানিয়েছে। এই নিয়ে শুধু ইরানেই করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৪। যদিও এখনও পর্যন্ত ইরান সরকার করোনা অধ্যুষিত অঞ্চলগুলিকে বাকি দেশ থেকে আলাদা করেনি। দেশের ভিতর যাতায়াতে কিছু নিষেধাজ্ঞা জারি করলেও সার্বিক ভাবে করোনা ভাইরাস রোধে যতটা সতর্ক হওয়া উচিত, ইরান ততটা সতর্কতা নিচ্ছে না বলেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভিমত। যার জেরে বহু দেশ ইরানের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখছে। তুরস্ক, আফগানিস্তানের পরে কাজাখস্তানও ঘোষণা করেছে ইরানের নাগরিকদের আপাতত দেশে ঢুকতে দেওয়া হবে না। ইরানের সঙ্গে বিমান যোগাযোগও কার্যত বন্ধ করে দিয়েছে কাজাখস্তান।
করোনা ভাইরাস মোকাবেলায় ইরান কতটা প্রস্তুত
চীনের পর ইরানেই করোনা ভাইরাসে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে৷ করোনা ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে দেশটির সরকার এখন পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি৷
ছবি: picture-alliance/AP Photo/E. Noroozi
আক্রান্তের সংখ্যা
ইরানে এখন পর্যন্ত করোনা ভাইরাসে ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে, আক্রান্ত ১৩৯৷ তবে ধারণা করা হচ্ছে, সরকারি হিসাবের চেয়ে আক্রান্তের প্রকৃত সংখ্যা অনেক বেশি৷ সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণে এবং সহায়তা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি দলের ইরান যাওয়ার কথা৷
ছবি: Yjc
যেখানে ছড়িয়েছে
ইরানে প্রথম করোনা শনাক্ত হয় কোম নগরীতে৷ পরে তা রাজধানী তেহরান এবং গিলানেও ছড়িয়ে পড়ে৷ এখন প্রায় পুরো দেশ জুড়েই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে৷ সরকার থেকে কোম ভ্রমণে না যাওয়ার এবং ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে৷
ছবি: picture-alliance/ZUMAPRESS.com/R. Fouladi
‘কোয়ারেন্টাইন’ জরুরি
করোনা ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়ায়৷ তাই কোথাও এর প্রাদুর্ভাব হলে পুরো এলাকা এমনকি নগরী অবরুদ্ধ করে ফেলা হচ্ছে৷ কিন্তু ইরান সরকারের এ ধরনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি৷
ছবি: Hamshahri
উপাসনালয় খোলা
তেহরানে স্কুল-কলেজ, খেলার মাঠ, সিনেমা হল, গ্যালারি বন্ধ করে দেওয়া হলেও উপাসনালয়গুলো খোলা রাখা হয়েছে৷
ছবি: Mehr/M. Bakhshi
‘গুজব’ ছড়ানোয় গ্রেপ্তার
করোনা ভাইরাস নিয়ে অনলাইনে গুজব ছড়ানোর অভিযোগে ইরানে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এএফপি৷ আরো ১১৮ জনকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে৷
ছবি: picture-alliance/Zuma Press/R. Fouladi
করোনা মোকাবেলা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) ইরানকে করোনা ভাইরাস শনাক্তের যন্ত্র (কিট) এবং দেশটির স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করছে৷ এখন পর্যন্ত ডাব্লিউএইচও’র চারটি চালান দেশে পৌঁছেছে বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়৷
করোনা ভাইরাস শনাক্ত হওয়া অন্যান্য দেশগুলোর মতো ইরানেও লোকজন ওষুধের দোকানে লাইন ধরে দাঁড়িয়ে মাস্ক কিনছেন৷ যদিও স্বাভাবিকের চেয়ে প্রায় ১০ গুণ বেশি দামে৷ ইরান দীর্ঘমিত্রতার প্রতীক হিসেবে চীনে ৩০ লাখ মাস্ক পাঠিয়েছিল৷ এ কারণে দাম বেড়ে গেছে বলে ক্ষোভ অনেক নাগরিকের৷
ছবি: picture-alliance/AP Photo/E. Noroozi
প্রতিবেশী দেশগুলো সতর্ক
ইরান এখনো পর্যন্ত বিদেশিদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেনি৷ তবে প্রতিবেশী তুরস্ক, পাকিস্তান ও ইরাক ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ ঘোষণা করেছে৷ তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত ইরানের সব ফ্লাইট স্থগিত করেছে৷
ছবি: picture-alliance/dpa/AP/A. Khalil
8 ছবি1 | 8
এ দিকে ইউরোপের পরিস্থিতিও ভাল নয়। ইটালিতে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৬৯৪। ফ্রান্সেও আক্রান্তের সংখ্যা ১৩০ ছুঁয়েছে। বন্ধ করে দেওয়া হচ্ছে প্যারিসের বিভিন্ন মিউজিয়াম। জার্মানিতে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এখনও পর্যন্ত মোট আক্রান্ত ১২৯। বনে প্রথম করোনা আক্রান্তের খবর মিলেছে। চেক রিপাবলিক, স্কটল্যান্ড, ডমিনিকান রিপাবলিকও করোনা আক্রান্তের খবর জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব, এখনও পর্যন্ত গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে তিন হাজার।
দক্ষিণ কোরিয়ার পরিস্থিতি ভয়াবহ। দিনে দু'বার করে সেখানে করোনার বুলেটিন দিচ্ছে প্রশাসন। রবিবার রাতে জানানো হয়েছিল, আরও চার জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৭৬ জন। শুধু দক্ষিণ কোরিয়ায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২২ জনের। আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়ে গিয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, সোমবার সকালে আক্রান্তের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। এরই মধ্যে যে চার্চটি থেকে প্রথম করোনা ছড়াতে শুরু করেছিল, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার। সরাসরি খুনের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। অভিযোগ, বহু নিষেধ সত্ত্বেও যে তৎপরতার সঙ্গে করোনা মোকাবিলার কথা ছিল চার্চটির, তারা তা করেনি।
করোনা আতঙ্কে মক্কা ও মদিনায় ভ্রমণ নিষেধাজ্ঞা
01:27
যে ভাবে করোনা ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মাসখানেক আগে তারা ঠিক এই আশঙ্কাই করেছিল। বলা হয়েছিল, অপেক্ষাকৃত গরিব দেশগুলিতে ভাইরাস ছড়িয়ে গেলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। সেই পরিস্থিতির দিকেই ক্রমশ এগোচ্ছে বিশ্ব।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)
করোনা ভাইরাস নিয়ে ইন্টারনেটে পাওয়া তথ্য কতটা সত্য?
করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে৷ ফলে এই ভাইরাস থেকে মুক্ত থাকার নানান উপায়ের কথা ইন্টারনেটে পাওয়া যাচ্ছে৷ কিন্তু এসব তথ্য আসলে কতটা ঠিক; জানুন ছবিঘরে৷
ছবি: Reuters/Y. Nardi
লবণ পানি দিয়ে নাক পরিষ্কার আপনাকে রক্ষা করে?
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, লবণ পানি ভাইরাস ‘মেরে’ আপনাকে রক্ষা করে এমন প্রমাণ নেই৷
মাউথওয়াশ দিয়ে গরগরা করলে সংক্রমণ দূর হয়?
নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের মাউথওয়াশ কয়েক মিনিটের জন্য আপনার থুথু থেকে নির্দিষ্ট কিছু জীবাণু দূর করতে পারে, কিন্তু, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এসব মাউথওয়াশ করোনা ভাইরাস থেকে আপনাকে রক্ষা করবে না৷
রসুন খেলে লাভ হয়?
রসুনের জীবাণুনাশক গুণ আছে ঠিকই, তবে এটি আপনাকে করোনা ভাইরাস থেকে রক্ষা করতে পারে বলে এমন কোনো প্রমাণ নেই৷
পোষা প্রাণী কি করোনা ভাইরাস ছড়াতে পারে?
কুকুর ও বিড়াল করোনা ভাইরাস ছড়ায় বলে প্রমাণ নেই৷ তবে তাদের ছোঁয়ার পর সাবান ও পানি দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিলে তারা সচরাচর যে ধরনের ব্যাকটেরিয়া ছড়ায় তা নিয়ন্ত্রণে আসতে সহায়ক হতে পারে৷
চীন থেকে আসা পার্সেল করোনা ছড়াতে পারে?
কোনো বস্তুর উপর বেশিক্ষণ বেঁচে থাকতে পারেনা করোনা ভাইরাস৷ তাই কয়েকদিন বা কয়েক সপ্তাহ আগে চীন থেকে পাঠানো পার্সেল থেকে এই ভাইরাস ছড়ানোর আশঙ্কা খুব কম৷
এখনও কি কোনো ভ্যাকসিন আছে?
করোনা ভাইরাসের জন্য নতুন ভ্যাকসিন প্রয়োজন৷ কারণ নিউমোনিয়ার ভ্যাকসিন করোনা থেকে আপনাকে রক্ষা করবে না৷
ব্লিচ পণ্য কি আপনাকে রক্ষা করতে পারে?
ক্লোরিনভিত্তিক জীবাণুনাশক, ৭৫ ভাগ ইথানল, প্যারাসেটিক এসিড ও ক্লোরোফর্ম কোনো কঠিন সারফেসে করোনা ভাইরাস মারতে পারে৷ তবে এগুলো আপনার ত্বকে মাখলে খুব সামান্য কিংবা একেবারেই কোনো উপকার হবে না৷