রুবি প্রিন্সেস নামে একটি প্রমোদতরির যাত্রীদের সিডনিতে কী কারণে নামতে দেওয়া হয়েছিল তা নিয়ে অস্ট্রেলিয়া পুলিশ তদন্ত শুরু করেছে৷
বিজ্ঞাপন
ব্রিটিশ-অ্যামেরিকান ক্রুজ অপারেটর ‘কার্নিভাল'র প্রমোদতরিটির দুই হাজার ৭০০ যাত্রীকে গত মাসে সিডনি বন্দরে নামিয়ে দেওয়া হয়৷ তখনই যাত্রীদের কয়েকজনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণের লক্ষণ ছিল৷
১১ দিন সমুদ্রে ভাসার পর গত ১৯ মার্চ জাহাজটি সিডনি বন্দরে ভেড়ার অনুমতি পায়৷ সীমান্ত ও বন্দর কর্তৃপক্ষ শীথিল স্বাস্থ্যপরীক্ষার পর যাত্রীদের ছেড়ে দেয়৷
করোনা ঠেকাতে বলিউড তারকাদের আর্থিক অনুদান
ভারতে করোনা মোকাবিলায় কোন কোন বলিউড তারকা অর্থদান করলেন, দেখুন ছবিঘরে…
ছবি: AFP/Getty Images/I. Mukherjee
অক্ষয় কুমার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি করোনা মোকাবিলায় একটি বিশেষ তহবিল ঘোষণা করেন। এরপর বেশ কয়েকজন বলিউড তারকা এই তহবিলে অর্থদান করেছেন। এখন পর্যন্ত এই তহবিলে সবচেয়ে বড় অঙ্ক দান করেছেন অভিনেতা অক্ষয় কুমার। তিনি দিয়েছেন মোট ২৫ কোটি ভারতীয় রুপি।
ছবি: UNI
শাহরুখ খান – জুহি চাওলা
প্রধানমন্ত্রীর তহবিলে শাহরুখের দান করা কোনো অঙ্কের খোঁজ না পাওয়া গেলেও, টুইটারে তিনি জানান, শীঘ্রই টাকা পাঠাতে চলেছে তার ও জুহি চাওলার যৌথ ব্যবসায়িক সংস্থা ‘রেড চিলিজ’। শাহরুখ আরো জানান, পশ্চিমবঙ্গ, দিল্লি ও মহারাষ্ট্রের সরকারকে ৫০ হাজার পিপিই দিচ্ছেন তাঁরা। পাশাপাশি এক মাসের জন্য প্রায় ১৫ হাজার পরিবারের অন্নসংস্থানের দায়িত্বও নেবেন শাহরুখ-জুহি।
ছবি: Getty Images/AFP/Stringer
সালমান খান
শাহরুখের মতোই অভিনেতা সালমান খানও সরাসরি প্রধানমন্ত্রীর তহবিলে অর্থদান করেননি। তিনি মুম্বাই চলচ্চিত্রে কর্মরত ২৫ হাজার দিনমজুরের ভরণপোষণের দায়িত্ব নিতে পারেন৷
ছবি: DW/S. Zain
রজনীকান্ত
দক্ষিণী চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা রজনীকান্ত প্রধানমন্ত্রীর তহবিলে ৫০ লাখ রুপি দান করেছেন। শুধু তাই নয়, দক্ষিণ ভারতীয় সিনেমাজগতে কর্মরত দিনমজুরদের জন্যেও অর্থ সাহায্য করেছেন তিনি।
ছবি: Getty Images/AFP/A. Sankar
ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফ জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর তহবিলে ও মহারাষ্ট্রের রাজ্যভিত্তিক তহবিলে অর্থ দান করেছেন। টাকার অঙ্ক জানা যায়নি৷
ছবি: AP
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস
প্রিয়াঙ্কা চোপড়া ও তাঁর মার্কিন স্বামী, গায়ক নিক জোনাস প্রধানমন্ত্রীর তহবিলে অর্থদান করেছেন বলে জানিয়েছেন। কিন্তু দানের অঙ্ক প্রকাশ করেননি৷
ছবি: Getty Images/AFP/S. Jaiswal
অনুষ্কা শর্মা-বিরাট কোহলি
অভিনেত্রী অনুষ্কা শর্মা ও তাঁর ক্রিকেটার স্বামী বিরাট কোহলি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তহবিলে তাঁদের অর্থদানের কথা। টাকার অঙ্ক তারাও জানাননি।
ছবি: IANS
শিল্পা শেঠি
অভিনেত্রী শিল্পা শেঠি ও তাঁর শিল্পপতি স্বামী রাজ কুন্দ্রা ২১ লাখ রুপি দান করেছেন প্রধানমন্ত্রীর তহবিলে।
ছবি: Getty Images/AFP
কারিনা কাপুর- সাইফ আলি খান
কারিনা ও অভিনেতা সাইফ আলি খানও অর্থের অঙ্ক প্রকাশ করেননি। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের অর্থসাহায্যের কথা নিশ্চিত করেছে এই দম্পতি।
ছবি: AFP/Getty Images/S. Jaiswal
কঙ্গনা রানাওয়াত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'ফ্যান' হিসেবে পরিচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত মোট ২৫ লাখ ভারতীয় রুপি দান করেছেন।
ছবি: STRDEL/AFP/Getty Images
তরুণদের দায়বদ্ধতা
বলিউডের তরুণ প্রজন্মের অভিনেতাদের অনেকেই প্রধানমন্ত্রীর তহবিলে অর্থদান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এরমধ্যে রয়েছেন ভিকি কৌশাল (এক কোটি রুপি), বরুণ ধাওয়ান (৩০ লাখ রুপি), কার্তিক আরিয়ান (এক কোটি রুপি), রাজকুমার রাও, সোনম কাপুর, আলিয়া ভাট, সারা আলি খান।
ছবি: Getty Images/AFP/S. Jaiswal
11 ছবি1 | 11
যাত্রীদের শরীরে করোনা আক্রান্তের উপসর্গ, এমনকি কয়েকজনের শ্বাসকষ্ট থাকার পরও কেন জাহাজটি বন্দরে ভিড়তে দেওয়া হলো এবং সীমান্ত নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য কর্মকর্তরা সেটির যাত্রীদের ছেড়ে দিলেন তা জানতে রোববার পুলিশি তদন্ত শুরু ঘোষণা দেওয়া হয়৷ অস্ট্রেলিয়ায় বর্তমানে করোনা ভাইরাস আক্রান্ত রোগী ৫৬৮৭ জন৷ তাদের মধ্যে অন্তত ৬২২ জন এই প্রমোদতরির যাত্রী৷ যা মোট আক্রান্তের ১০ শতাংশের বেশি৷
অবজ্ঞা-জনিত অপরাধের অভিযোগ
নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের পুলিশ কমিশনার মিক ফুলার রোববার বলেন, ক্রুজ অপারেটরের বিরুদ্ধে অবজ্ঞা-জনিত অপরাধের অভিযোগে তদন্ত শুরু হয়েছে৷ তারা অস্ট্রেলিয়ার রাজ্য ও কেন্দ্র সরকারের ‘বায়োসিকিউরিটি' আইন লঙ্ঘন করেছে৷
এছাড়া স্থানীয় কর্তৃপক্ষ প্রমোদতরিটি বন্দরে ভেড়া নিয়ে কী ব্যবস্থা নিয়েছিল সেটাও তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি৷ বলেন, ‘‘আন্তর্জাতিক লাইসেন্স নিয়ে কোনো বন্দরে প্রবেশ করতে হলে ক্যাপ্টেনকে আগে এই নিশ্চয়তা দিতে হয় যে, জাহাজে সংক্রামক রোগে আক্রান্তের লক্ষণ নেই৷''
‘তারা কি আসলেই সত্য বলেছিল?'
যাত্রীদের নামিয়ে দেওয়ার পর প্রায় এক হাজার ক্রু নিয়ে সেটি গত কয়েক সপ্তাহ ধরে সিডনি উপকূলে সমুদ্রে ভাসছিল৷ এরই মধ্যে সেটির দুই শতাধিক ক্রুর শরীরে করোনা ভাইরাস সংক্রমণের লক্ষণও দেখা দিয়েছে বলে নিশ্চিত করেন এই কর্মকর্তা৷ গত সপ্তাহে অসুস্থ কয়েকজনকে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়৷
এখন অসুস্থের সংখ্যা বাড়তে থাকায় ক্রুদের স্বাস্থ্য নিরাপত্তা বিবেচনায় এবং তদন্ত প্রয়োজনে জাহাজটি সিডনির আরো দক্ষিণের একটি বন্দরে সোমবার ভেড়ার অনুমতি দেওয়া হয়েছে৷
মাস্কের ব্যবহার: সরলপাঠ
07:56
অস্ট্রেলীয় কর্তৃপক্ষ জানায়, তারা অসুস্থদের চিকিৎসার জন্য হাসপাতালে নেবে৷ তবে বাকিদের জাহাজেই থাকতে হবে৷
প্রমোদতরি কর্তৃপক্ষ অস্ট্রেলীয় পুলিশকে তদন্তে সব ধরনের সহযোগিতা করার দাবি করেছে৷
করোনা মৃত্যু
অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে৷ তাদের মধ্যে ১১ জন রুবি প্রিন্সেস থেমে নামা যাত্রী৷