1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা ভাইরাস: বিশ্বব্যাপী জরুরি অবস্থা?

২২ জানুয়ারি ২০২০

করোনা ভাইরাসের বিস্তৃতি বাড়তে থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বুধবার এক বৈঠক ডেকেছে৷ সেখানে এই ভাইরাসের কারণে বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করা হবে কিনা, তা নিয়ে আলোচনা হবে৷

China Corona-Virus in Wuhan
ছবি: picture-alliance/AP Photo/Dake Kang

এদিকে, চীনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৭৩ হয়েছে৷ এখন পর্যন্ত মারা গেছেন নয় জন৷ তাঁরা সবাই চীনের হুবেই রাজ্যের উহান শহরের বাসিন্দা৷ সেখানেই প্রথম এই ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে৷

চীন ছাড়াও এখন পর্যন্ত তাইওয়ান, ফিলিপাইন্স, থাইল্যান্ড, জাপান ও দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া গেছে৷ যুক্তরাষ্ট্রেও একজন আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে৷

চীনের উহান শহর থেকে ম্যাকাও যাওয়া একজন পর্যটকের দেহেও এই ভাইরাস পাওয়া গেছে৷

এছাড়া অস্ট্রেলিয়ার ব্রিসবেনে উহান থেকে ফেরা এক ব্যক্তিকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে পরীক্ষা করা হয়৷ তবে তাঁর শরীরে এই ভাইরাস পাওয়া যায়নি৷

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের উপ-পরিচালক লি বিন বলেন, করোনা ভাইরাসের উৎস এবং এটি কীভাবে ছড়িয়ে পড়ে তা জানতে গবেষণার পরিধি বাড়ানো হচ্ছে৷

এদিকে, সপ্তাহান্তে চীনের নববর্ষকে ঘিরে বিদেশে থাকা অনেক চীনা নাগরিক দেশে ফিরছেন৷ তাঁরা যখন আবার ফিরে যাবেন তখন তাঁদের মাধ্যমে বিভিন্ন দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

এছাড়া চীনের ভেতরেও এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষের যাতায়াত বাড়ছে৷ তাই বিমানবন্দরসহ রেল ও বাস স্টেশনে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে৷

২০০২ -২০০৩ সালে চীনে সার্স (সিভিয়ার একিউট রেসপিরেটরি সিনড্রোম) ভাইরাস ছড়িয়ে পড়েছিল৷ সেই সময় প্রায় আটশ জন মারা গিয়েছিলেন৷ করনো ভাইরাস নিয়েও সেরকম আশঙ্কা করা হচ্ছে৷

জেডএইচ/কেএম (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ