1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা: ভারতে একদিনে আক্রান্ত এক লাখের বেশি

৫ এপ্রিল ২০২১

এই প্রথমবার ভারতে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এক লাখ তিন হাজার ৫৫৮ জন।

ভ্যাকসিন দেয়া পুরোদমে চলছে, তাও ভারতে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়ালো। ছবি: Manish Kumar/DW

করোনার প্রথম ঢেউয়ে যা হয়নি, দ্বিতীয় ঢেউয়ে তাই হলো। এক দিনে এক লাখের বেশি মানুষ আক্রান্ত হলেন। তার মধ্যে ৫৭ হাজারই মহারাষ্ট্রে। সেখানে আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে। রাতে কারফিউ এবং প্রতি শুক্রবার রাত আটটা থেকে সোমবার সকাল সাতটা পর্যন্ত কড়া লকডাউন চালু করা হয়েছে মহারাষ্ট্রে

দিল্লিতে কয়েকদিন আগেও প্রতিদিন ২০০ থেকে ৩০০ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছিলেন। গত ২৪ ঘণ্টায় হয়েছেন চার হাজার জন। পাঞ্জাব, ছত্তিশগড়, কর্ণাটক, তামিলনাড়ুর মতো দশটি রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা  সব চেয়ে বেশি।

পশ্চিমবঙ্গেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে প্রায় দুই হাজার মানুষ করেনায় আক্রান্ত হয়েছেন।

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)

 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ