1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা ভ্যাকসিন: দাবি প্রত্যাহার জার্মান সংস্থার

১৩ আগস্ট ২০২০

করোনার ভ্যাকসিন দ্রুত বাজারে চলে আসার দাবি থেকে সরে এল জার্মানির রবার্ট কখ ইনস্টিটিউট। শরতের মধ্যেই এক বা একাধিক ভ্যাকসিন পাওয়া যাবে বলে জানিয়েছিল তারা।

ছবি: picture-alliance/AP Photo/University of Oxford

বুধবার সংস্থার ওয়েবসাইটে একটি ডকুমেন্ট আপলোড করে দাবি করা হয়েছিল, আর কিছুদিনের মধ্যেই করোনার ভ্যাকসিন পাওয়া যাবে। কিন্তু পরে ওই নথিটি ওয়েবসাইট থেকে মুছে দেওয়া হয়। সংস্থার তরফে জানানো হয়েছে, পুরনো একটি নথি ভুল করে আপলোড করা হয়েছিল।

বুধবার যে নথিটি জার্মান ভাষায় আপলোড করা হয়েছিল, তার শিরোনাম ছিল, 'দ্য প্যানডেমিক ইন জার্মানি ইন দ্য কামিং মান্থস', সহজ বাংলায় বললে, 'আগামী কয়েক মাসে জার্মানিতে অতিমারির অবস্থা কী হবে'। সেখানেই বলা হয়েছিল, ''২০২০-র শরতকালের মধ্যেই এক বা একাধিক ভ্যাকসিন চলে আসার সম্ভাবনা আছে।''

রবার্ট কখ ইনস্টিটিউট এমন সময় ভুল করল, যখন জার্মানিতে করোনার প্রকোপ আবার বাড়ছে। বুধবারই স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান সকলকে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন। ৯ মে-র পর দৈনিক সব চেয়ে বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছেন বুধবার।

রবার্ট কখ ইনস্টিটিউট তাঁদের নথি মুছে ফেলার কাজটা করল যখন রাশিয়া করোনার ভ্যাকসিন বের করে ফেলেছে বলে দাবি করেছে। ইনস্টিটিউটের নথিতেও দ্রুত করোনার ভ্যাকসিন বেরনোর কথাই বলা হয়েছিল।

তবে রাশিয়ার ভ্যাকসিন নিয়ে স্পানও সন্দিগ্ধ। বেশ কিছু বিশেষজ্ঞ রাশিয়ার দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। স্পান বলেছেন, ''আমরা যতদূর জানি, এই ভ্যাকসিন নিয়ে যথেষ্ট পরীক্ষা হয়নি। রুশ কর্তৃপক্ষ তাঁদের গবেষণা ও পরীক্ষার পদ্ধতি নিয়ে স্বচ্ছ্ব ছিলেন না।''

রাশিয়া অবশ্য দাবি করছে তারা ভ্যাকসিন নিয়ে যথেষ্ট পরীক্ষা চালিয়েছে। এই ভ্যাকসিন করোনা ঠেকাতে পারে। এর সুরক্ষার গ্যারান্টি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুটিন। তাঁর মেয়ে এই ভ্যাকসিন নিয়েছেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, দুই মাসেরও কম সময় ধরে মানবদেহে ভ্যাকসিনের পরীক্ষা হয়েছে। একটা ভ্যাকসিন বের করার ক্ষেত্রে এটা খুবই কম সময়। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ভ্যাকসিনটিকে এখনো স্বীকৃতি দেয়নি। তারা এখন সব তথ্য খতিয়ে দেখছে।

জন সিল্ক/জিএইচ/এসজি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ