বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনার পর জার্মান চ্যান্সেলর ম্যার্কেল জার্মানিতে করোনা মহামারির প্রথম পর্যায়ের সমাপ্তি ঘোষণা করেছেন৷ তা সত্ত্বেও বর্তমান কড়াকড়ির মেয়াদ আরও এক মাস বাড়ানো হচ্ছে৷
বিজ্ঞাপন
করোনা সংকটের কারণে জার্মানিতে কড়াকড়ির মেয়াদ ৫ই জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিলেন চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও রাজ্যের মুখ্যমন্ত্রীরা৷ বুধবার ভিডিও কনফারেন্সে তাঁরা সেইসঙ্গে আরও কিছু নিয়ম শিথিল করার ঘোষণা করলেন৷ ম্যার্কেল বলেন, করোনা মহামারির প্রথম পর্যায় শেষ হয়ে গেছে৷ তাঁর মতে, জার্মানির মানুষ এতদিন বিধিনিয়ম মেনে চলায় তার সুফল পাওয়া যাচ্ছে৷ ভবিষ্যতেও মানুষের আচরণের উপর বর্তমান সংকটের গতিপ্রকৃতি নির্ভর করবে৷ ম্যার্কেল আরও মনে করিয়ে দেন, যে জার্মানির ফেডারেল কাঠামোর কারণে প্রত্যেক রাজ্য নিজস্ব পথ বেছে নিলেও সামাজিক ব্যবধানের মতো মৌলিক প্রশ্নে দেশজুড়ে একই নীতি বজায় থাকছে৷
সার্বিকভাবে বিধিনিয়ম শিথিল হবার কারণে সংক্রমণের ঝুঁকি অবশ্যই বেড়ে যাচ্ছে৷ স্থানীয় বা আঞ্চলিক স্তরে সংক্রমণ আচমকা বেড়ে গেলে সেই এলাকার জন্য কড়াকড়ি আবার চালু করার ব্যবস্থা থাকবে৷ অর্থাৎ প্রয়োজনে যে কোনো অনুমতি প্রত্যাহার করে নেওয়া হবে৷ সেই লক্ষ্যে স্পষ্ট নীতিমালা স্থির করা হয়েছে৷
জার্মানির রাজ্যগুলি পরিস্থিতি অনুযায়ী নিজস্ব সিদ্ধান্ত নিচ্ছে৷ সেইসঙ্গে ফেডারেল স্তরেও কিছু বিধিনিয়ম শিথিল করা হচ্ছে৷ যেমন এতদিন শুধু পরিবার বা নিজস্ব বাসস্থানের বাকি সদস্যদের সঙ্গে প্রকাশ্যে বের হবার অনুমতি ছিল৷ কিন্তু সার্বিকভাবে সংক্রমণের হার কমে যাওয়ায় এবার অন্য একটি পরিবারের কোনো সদস্যের সঙ্গেও মেলামেশার অনুমতি দেওয়া হচ্ছে৷ এ ক্ষেত্রে সংক্রমণ ঘটলে সহজেই তার গতিপ্রকৃতি জানা যাবে৷
দোকানবাজার খোলার ক্ষেত্রেও প্রাথমিক বাধানিষেধ তুলে নেওয়া হচ্ছে৷ অর্থাৎ দোকানের আয়তনের ক্ষেত্রে ৮০০ বর্গমিটারের শর্ত আর কার্যকর হচ্ছে না৷ কিন্ডারগার্টেন খোলার প্রশ্নেও কিছু মৌলিক বিধিনিয়ম স্থির করে দিয়েছেন ম্যার্কেল ও মুখ্যমন্ত্রীরা৷ তার ভিত্তিতে রাজ্যগুলি নিজস্ব সিদ্ধান্ত নেবে৷ জার্মান ফুটবল লিগ বুন্ডেসলিগা-ও মে মাসে সীমিত আকারে চালু হবে৷
জার্মানিতে খুলেছে সেলুন
করোনাকালে কয়েক সপ্তাহের বিধিনিষেধ কাটিয়ে সোমবার থেকে জার্মানিতে খুলেছে সেলুন৷ তবে কাজ করতে হবে শারীরিক দূরত্বের সব বিধি মেনে৷
ছবি: DW/S. Kinkartz
শারীরিক দূরত্ব মানায় কড়াকড়ি
জার্মানির সেলুন ও বিউটি পার্লারের মালিক ও কর্মীরা এই দিনটির অপেক্ষাতেই ছিলেন৷ তবে সরকার সেলুন খোলার অনুমতি দিলেও স্বাস্থ্য সুরক্ষার যথাযথ নির্দেশনা মেনে কাজ করতে হবে৷
ছবি: picture-alliance/dpa/H. Ringhofer
মাস্ক না থাকলে কাটা হবে না চুল
চুল কাটার সময় নাপিত এবং ক্লায়েন্ট উভয়ের মাস্ক পরা বাধ্যতামূলক৷ চুল কাটতে অপেক্ষমানদেরও যতটুকু সম্ভব সমাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং মাস্ক পরতে হবে৷
ছবি: picture-alliance/dpa/Belga/T. Roge
আগে চুল ধুয়ে তারপর কাট
সংক্রমণ এড়াতে জার্মানির বেশির ভাগ পার্লার নতুন একটি নিয়ম চালু করেছে৷ চুল কাটতে চাইলে আগে অবশ্যই চুল ধুয়ে নিতে হবে৷ যদিও চুলে যে তাপমাত্রার পানি ব্যবহার করা হয় সেটা ভাইরাস মারতে খুব একটি কার্যকর হবে না বলে মত অনেকের৷
ছবি: Colourbox/Marin Conic
খুশি সাধারণ মানুষ
বিশ্বজুড়ে লকডাউন অবস্থায় বাড়ন্ত চুল নিয়ে অনেকেই বিপাকে পড়েছেন, জার্মানিও তার ব্যতিক্রম নয়৷ চুল কাটতে কেউ কেউ পরিবারের সদস্যদের দ্বারস্ত হয়েছেন, কেউ অনলাইনে নানা ভিডিও দেখে নিজে নিজেই চেষ্টা করেছেন৷ উপায় না পেয়ে পুরো মাথা ন্যাড়া করে ফেলতেও বাধ্য হয়েছেন অনেকে৷ সেলুন খোলায় তাই সব ধরনের মানুষের মনে স্বস্তি ফিরেছে৷
ছবি: picture-alliance/dpa/T. Frey
নারী কর্মী
জার্মানিতে সেলুন বা পার্লারে চুল কাটার কাজ নারীরাই বেশি করেন৷ ২০১৮ সালের তথ্যানুযায়ী, ওই বছর নতুন আরো সাত হাজার ১০০ জন নারী এ কাজকে পেশা হিসেবে গ্রহণ করেছেন৷ যেখানে পুরুষের সংখ্যা দুই হাজার ৫০০৷
ছবি: picture-alliance/dpa/J. Regovic
কম বেতন
সমাজে গুরুত্বপূর্ণ পেশার একটি নাপিত৷ প্রশিক্ষণ ও দক্ষতা ছাড়া এ কাজ সঠিকভাবে করা সম্ভব না৷ কিন্তু নাপিতদের বেতন খুব কম৷ একটি পরিসংখ্যান অনুযায়ী, জার্মানির সব ধরনের হেয়ারড্রেসারদের মধ্যে ১৬ শতাংশের গড় বেতন মাসে ৪৫০ ইউরোর কম৷ অথচ এই খাতে বার্ষিক টার্নওভার ৭০০ কোটি ইউরোর বেশি৷