1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা: মৃত্যু মিছিল চলছে চীনে

৬ ফেব্রুয়ারি ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে একদিনে ৭৩ জন মারা গেলেন৷ অধিকাংশই হুবেই প্রদেশের৷ করোনার উপদ্রব শুরু হওয়ার পরে একদিনে সব চেয়ে বেশি মৃত্যু হল বুধবার।

ছবি: picture-alliance/dpa/XinHua/Xiong Qi

ক্রমশ আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাস৷ বুধবার চীনে ৭৩ জনের মৃত্যু হয়েছে৷ হংকং ও ফিলিপাইন্সে মারা গিয়েছেন একজন করে৷ সব মিলিয়ে করোনায় এ পর্যন্ত ৫৬৩ জন মারা গেলেন৷ বিশ্ব জুড়ে ২৮ হাজার ২০০ মানুষ এখন করোনায় আক্রান্ত৷ জাপান ও হংকং এর কাছে সমুদ্রে রেখে দেওয়া হয়েছে দু'টি প্রমোদতরি৷ কারণ, সেখানে কিছু যাত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দুই প্রমোদতরিতে ৫৭০০ যাত্রী আছেন৷ সমুদ্রে প্রমোদ ভ্রমণে বেরিয়ে তাদের হয়রানির শেষ নেই৷ প্রত্যেককে পরীক্ষা করে দেখা হচ্ছে।

জার্মানিতে করোনায় আক্রান্ত লোকের সংখ্যা আর বাড়েনি৷ করোনায় আক্রান্ত ১২ জন এখনও চিকিৎসাধীন৷ চিকিৎসকরা জানিয়েছেন, চিন্তার কোনও কারণ নেই৷ কিন্তু অ্যামেরিকায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে৷ মার্কিন প্রশাসন জানিয়েছে, তাঁদের দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১২। তবে প্রত্যেকের অবস্থা স্থিতিশীল৷  বুধবার উহান থেকে  সাড়ে তিনশ মার্কিন নাগরিককে নিয়ে বিমান ক্যালিফোর্নিয়ায় পৌঁছেছে৷ উহান ফেরতদের সোজা একটি সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয়েছে৷ ১২ দিন তাঁদের পর্যবেক্ষণে রাখা হবে৷ উজবেকিস্তানও চীন থেকে ২৫১ জনকে দেশে ফিরিয়ে নিয়ে গিয়েছে। তাদের আলাদা করে পর্যবেক্ষণে রাখা হয়েছে৷

চীনের বাইরে জাপানেই সবচেয়ে বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছেন৷ মোট ৪৫ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে৷ সিঙ্গাপুরে ২৮ জন, থাইল্যান্ডে ২৫ জন ও দক্ষিণ কোরিয়ায় ২৩ জন আক্রান্ত হয়েছেন৷

করোনা যাতে না ছড়ায় তার জন্য চীনা নাগরিকদের ভারতে প্রবেশ কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। যাবতীয় ভিসা বাতিল করা হয়েছে৷ দিল্লির পাশে নয়ডায় অটো এক্সপোতে চীন থেকে প্রচুর লোকের আসার কথা ছিল৷ তাদেরও আসতে দেওয়া হয়নি৷ দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে আরও পাঁচজনকে করোনায় আক্রান্ত সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়েছে। তাঁরা সকলেই চীন থেকে ফিরেছেন। সবমিলিয়ে ১২ জন এখন এই হাসপাতালে আছেন৷ তাছাড়া ছাওলা ও মানেসরে আধা সেনা ও সেনা শিবিরে উহান থেকে আসা ৬৪৩ জন ছাত্রকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও দিল্লিতে বিশেষ কন্ট্রোল রুম খুলেছে৷

জিএইচ/এসজি(রয়টার্স, এপি, এএফপি, নিউজ ১৮)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ