1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা মোকাবিলায় আরো কড়া পদক্ষেপ চায় জার্মানির মানুষ

৯ নভেম্বর ২০২১

জার্মানিতে করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজনীতি জগতের ‘দুর্বল' পদক্ষেপের প্রেক্ষিতে মানুষ আরো জোরালো উদ্যোগের পক্ষে সওয়াল করছেন৷ এক জনমত সমীক্ষায় এমন চিত্র উঠে এসেছে৷

Deutschland Epidemische Lage Symbolbild
ফাইল ফটোছবি: Ronny Hartmann/AFP/Getty Images

জার্মানিতে করোনা সংক্রমণের হার দ্রুত বেড়ে চলায় মানুষের মনে আরও খারাপ সময়ের আশঙ্কা বেড়ে চলেছে৷ মঙ্গলবার প্রতি এক লাখ মানুষের মধ্যে সংক্রমণের গড় সাপ্তাহিক হার ২১৩ ছুঁয়েছে৷ অথচ সোমবার সেই মাত্রা ছিল ২০১৷ এমন অবস্থায় পরিস্থিতি মোকাবিলায় সরকার ও প্রশাসনের পদক্ষেপের উপর আস্থাও কমে চলেছে৷ বিদায়ী ও সম্ভাব্য ফেডারেল সরকারের শরিক দলগুলি সংক্রমণের হার কমাতে এখনো যথেষ্ট কড়া পদক্ষেপ নিতে দ্বিধা করলেও সাধারণ মানুষের একটা বড় অংশ এখনো সুযোগ সত্ত্বেও টিকা নিতে অস্বীকার করা মানুষের উপর আরও নিষেধাজ্ঞা চাপানোর পক্ষে৷ সংবাদ সংস্থা ডিপিএ-র উদ্যোগে পরিচালিত এক জনমত সমীক্ষায় এমন চিত্র ফুটে উঠছে৷

প্রায় ৩১ শতাংশ আঞ্চলিক পর্যায়ে এবং ২৫ শতাংশ গোটা দেশে শুধু টিকাপ্রাপ্ত ও করোনাজয়ীদের জন্য রেস্তোরাঁ, সিনেমা বা কনসার্টে প্রবেশাধিকারের পক্ষে সওয়াল করেছেন৷ মাত্র ১৯ শতাংশ করোনা টেস্ট করিয়ে বাকিদেরও সেই সুযোগ দেবার পক্ষে৷ ১৮ শতাংশ করোনা সংক্রান্ত সব বিধিনিয়ম তুলে দেবার পক্ষে সওয়াল করেছেন৷ মোটকথা অস্ট্রিয়ার মতো প্রতিবেশী দেশ গোটা দেশজুড়ে টিকা না নেওয়া মানুষের প্রবেশাধিকার সঙ্কুচিত করার যে কড়া সিদ্ধান্ত নিয়েছে, জার্মানির বেশিরভাগ মানুষও তেমনটাই চান বলে সমীক্ষায় স্পষ্ট হয়ে গেছে৷

বর্তমান পরিস্থিতির চাপে সোমবার জার্মানির সম্ভাব্য সরকারের শরিক এসপিডি, এফডিপি ও সবুজ দল সংসদের নিম্ন কক্ষে একটি আইনের খসড়া পেশ করেছে৷ ২৫শে নভেম্বর দেশজুড়ে মহামারিকালীন জরুরি অবস্থার মেয়াদ শেষ হবার পরেও রাজ্য সরকারগুলির হাতে করোনা মোকাবিলায় কড়া পদক্ষেপ নেবার ক্ষমতা নিশ্চিত করতে এই উদ্যোগ নিচ্ছে তিন দল৷ আবার সবার জন্য বিনামূল্যে করোনা টেস্ট, কর্মক্ষেত্রে শুধু টিকাপ্রাপ্ত, করোনাজয়ী ও নেগেটিভ করোনা টেস্ট করানো মানুষের প্রবেশাধিকার ও হাসপাতালগুলির জন্য আর্থিক সহায়তার মতো প্রস্তাব রেখেছে সম্ভাব্য ট্রাফিক লাইট কোয়ালিশনের দলগুলি৷

বিভিন্ন মহল থেকে এমন ‘দুর্বল' পদক্ষেপের সমালোচনা শোনা যাচ্ছে৷ বাভেরিয়ার সিএসইউ দল বর্তমান সংকটজনক পরিস্থিতিতে প্রকৃত বিকল্প ছাড়াই জরুরি অবস্থার অবসানের প্রচেষ্টার তীব্র সমালোচনা করেছে৷ বিশেষ করে হাসপাতালের উপর বেড়ে চলা চাপের প্রেক্ষিতে আরও জোরালো পদক্ষেপের ডাক দিচ্ছে এই দল৷ জার্মানির পৌর সংগঠন গোটা দেশে বদ্ধ জায়গায় শুধু টিকাপ্রাপ্ত ও করোনাজয়ীদের প্রবেশাধিকারের পক্ষে সওয়াল করেছে৷ তাছাড়া অবিলম্বে ফেডারেল ও রাজ্য সরকারগুলির শীর্ষ বৈঠকের ডাক দিয়েছে এই সংগঠন৷

এসবি/কেএম (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ