1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা মোকাবিলায় জার্মানির সাফল্য ম্লান হতে পারে

২৮ এপ্রিল ২০২০

জনজীবন কিছুটা স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে জার্মানিতে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বাড়ছে৷ ফলে স্বাস্থ্য় বিষয়ক জার্মানির সরকারি প্রতিষ্ঠান রবার্ট কখ ইনস্টিটিউট মঙ্গলবার মানুষকে আবার সতর্ক করে দিয়েছে৷

ছবি: Getty Images/AFP/T. Kienzle

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বার বার সতর্ক করে দেওয়া সত্ত্বেও অনেকেই তাতে কান দিচ্ছিলেন না৷ এবার রবার্ট কখ ইনস্টিটিউট বা আরকেআই-এর প্রধান জার্মানির মানুষকে আবার সাবধান করে দিলেন৷ মঙ্গলবার লোটার ভিলার বার্লিনে বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী জার্মানিতে প্রতিদিন নতুন করে অনেক মানুষ আক্রান্ত হচ্ছেন৷ অর্থাৎ দেশে করোনা ভাইরাস সংক্রমণ মোটেই কমছে না৷ তাঁর মতে, নতুন সংক্রমণের হার আবার বেড়ে যাক, এমনটা কাম্য হতে পারে না৷ এতকাল করোনা সংক্রমণ ও মৃতের হার অপেক্ষাকৃত কম রেখে জার্মানি গোটা বিশ্বে প্রশংসা কুড়িয়ে এসেছে৷ ভিলার বলেন, ‘‘আমরা সেই সাফল্য ধরে রাখতে চাই৷’’ আরকেআই-এর সূত্র অনুযায়ী জার্মানিতে মৃত্যুর হার বেড়ে ৩ দশমিক আট শতাংশ ছুঁয়েছে৷ অর্থাৎ মোট আক্রান্তের সংখ্যা ১৫৬,৩৩৭ এবং মৃতের সংখ্যা ৫,৯১৩৷

রবার্ট কখ ইনস্টিটিউটের প্রধান জার্মানির মানুষের উদ্দেশ্যে সামাজিক ব্যবধানের নিয়ম পালন করে যাবার পরামর্শ দিয়েছেন৷ অর্থাৎ প্রকাশ্যে মানুষের মধ্যে কমপক্ষে দেড় মিটার দূরত্ব বজায় রেখে চলতে হবে৷ যেখানে সেটা সম্ভব নয়, সেখানে মাস্ক পরে থাকতে হবে৷ উল্লেখ্য, চলতি সপ্তাহ থেকে জার্মানির সবকটি রাজ্যেই দোকানবাজার ও গণপরিবহণ ব্যবস্থায় নাকমুখ ঢাকা বাধ্যতামূলক হয়ে গেছে৷

সম্প্রতি কড়াকড়ি শিথিল করার যে উদ্যোগ শুরু হয়ে গেছে, তার ফলে আরও বেশি মানুষ প্রকাশ্যে বের হচ্ছেন৷ আগামী ৪ মে থেকে গোটা দেশে আরও কিছু বিধিনিয়ম শিথিল করার কথা৷ এই অবস্থায় সোমবারের তথ্য অনুযায়ী জার্মানিতে ‘রিপ্রোডাকশন নম্বর' অর্থাৎ এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে সংক্রমণের গড় হার বেড়ে ১:১-এ দাঁড়িয়েছে৷ তার আগে পর্যন্ত সেই হার ছিল শূন্য দশমিক নয় শতাংশ৷ এই হার একের বেশি হলেই আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়ে গিয়ে অতীত সাফল্য ম্লান করে দেবে বলে প্রায় সব বিশেষজ্ঞ এবং চ্যান্সেলর ম্যার্কেল আশঙ্কা করছেন৷ তিনি বলেন, সংখ্যাটি এক দশমিক তিন ছুঁলে জুন মাসের মধ্যেই জার্মানির স্বাস্থ্য পরিষেবা কাঠামোর পক্ষে তা সামাল দেওয়া সহজ হবে না৷ তবে লোটার ভিলার মনে করেন, ঝুঁকির মাত্রা নির্ণয় করতে অন্যান্য তথ্যও বিবেচনা করা উচিত৷ যেমন প্রতিদিন কতজন নতুন করে আক্রান্ত হচ্ছেন, তার উপরও সংক্রমণের প্রবণতা নির্ভর করছে৷ এই হার কমলে যারা আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এসেছেন, কর্তৃপক্ষের পক্ষে তাদের শনাক্ত করা অনেক সহজ হয়৷ মার্চ মাসে এই সংখ্যা বেশি থাকায় সেই উদ্যোগে ভাটা পড়েছিল৷

এমন সতর্কবার্তা সত্ত্বেও সাধারণ মানুষ কতটা সংযত হবেন, সে বিষয়ে কোনো ধারণা পাওয়া যাচ্ছে না৷ বেশ কয়েক সপ্তাহ ধরে কার্যত গৃহবন্দি থাকার পর অনেক মানুষ সাহস করে প্রকাশ্যে বের হচ্ছেন৷ বৃহস্পতিবার চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ১৬টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে পরিস্থিতির মূল্যায়ন করে পরবর্তী পদক্ষেপ স্থির করতে পারেন৷

এসবি/জেডএইচ (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ